ETV Bharat / city

মাস্ক,স্যানিটাইজ়ারের কালোবাজারি রুখতে তৎপর দুর্গাপুর পৌরনিগম - কোভিড -19 লেটেস্ট খবর

মাস্ক, স্যানিটাইজ়ারের কালোবাজারি রুখতে তৎপর প্রশাসন ৷ পাইকারি, খুচরো বিক্রেতাদের আজ ডেকে পাঠিয়ে সতর্ক করলেন দুর্গাপুর পৌরনিগম মেয়র পারিষদ সদস্য( স্বাস্থ্য ) রাখি তিওয়ারি ।

black marketing
black marketing
author img

By

Published : Mar 19, 2020, 12:22 PM IST

Updated : Mar 20, 2020, 11:33 AM IST

দুর্গাপুর, 19 মার্চ : কোরোনা ভাইরাস সংক্রমণ রুখতে মাস্ক ও স্যানিটাইজ়ার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা । আর এই বার্তা পাওয়ার পরেই বাজার থেকে রাতারাতি উধাও মাস্ক, স্যানিটাইজ়ার । যেটুকু পাওয়া যাচ্ছে তাও বিক্রি হচ্ছে চড়া দামে । এবার মাস্ক, স্যানিটাইজ়ারের কালোবাজারি রুখতে এসবের পাইকারি, খুচরো বিক্রেতাদের ডেকে পাঠিয়ে সতর্ক করলেন দুর্গাপুর পৌরনিগম মেয়র পারিষদ সদস্য( স্বাস্থ্য ) রাখি তিওয়ারি । সেই সঙ্গে বাজারে অভিযান চালানোর কথাও জানান তিনি ।

কোরোনা ভাইরাস সংক্রমণের আতঙ্কের জেরে বাজার থেকে রাতারাতি উধাও মাস্ক,স্যানিটাইজ়ার । এক শ্রেণির অসাধু ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নিয়ে কালোবাজারি চালাচ্ছেন বলে অভিযোগ । মূলত এই সমস্ত সামগ্রী ওষুধের দোকানগুলিতেই পাওয়া যায় ৷ যারা সার্জিক্যাল সামগ্রী বিক্রি করে তারাই এইসব সামগ্রী খুচরো ওষুধের দোকানদারদের জোগান দেয় । কিন্তু অভিযোগ একশ্রেণির কালোবাজারি ফাটকা কারবারিরা মাস্ক, স্যানিটাইজ়ার মজুদ করে রেখে দিয়েছেন । আর তারাই পরিস্থিতির সুযোগ নিয়ে চড়া দামে বিক্রি করছেন মাস্ক,স্যানিটাইজ়ার,হ্যান্ড ওয়াশ ।

আজ দুর্গাপুর পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ সদস্য রাখি তিওয়ারি পৌরভবনে এই সমস্ত সামগ্রীর পাইকারি বিক্রেতাদের ডেকে পাঠিয়ে সতর্ক করেন । সেই সঙ্গে পৌরনিগমের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় বাজারে অভিযান চালানো হবে ৷ সেখানে যদি দেখা যায় মাস্ক, স্যানিটাইজ়ার, হ্যান্ড ওয়াশের কালোবাজারি চলছে তাহলে পৌরনিগমের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।

রাখি তিওয়ারি জানান, "পৌরনিগমের একটি দল বিভিন্ন বাজারে সারপ্রাইজ ভিজি়ট করবে । যদি কোনও ব্যবসায়ীর কাছে এই সামগ্রীগুলির মজুদ ভান্ডার থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । কোনো ভাবেই এই পরিস্থিতির সুযোগ অসাধু ব্যবসায়ীদের নিতে দেব না ।" দুর্গাপুরের একটি খুচরো ওষুধের দোকানের মালিক রঘুনাথ ঘোষ জানান, "আমরা চেয়েও হ্যান্ড ওয়াশ ,মাস্ক, স্যানিটাইজ়ার পাচ্ছি না । আর যদিও বা পাচ্ছি তা চড়া দামে । আমরা গ্রাহকদের কাছে সেই দাম বলতে গেলে গ্রাহকরা আমাদের ভুল বুঝবেন ।"

দেখুন ভিডিয়ো...

দুর্গাপুর, 19 মার্চ : কোরোনা ভাইরাস সংক্রমণ রুখতে মাস্ক ও স্যানিটাইজ়ার ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা । আর এই বার্তা পাওয়ার পরেই বাজার থেকে রাতারাতি উধাও মাস্ক, স্যানিটাইজ়ার । যেটুকু পাওয়া যাচ্ছে তাও বিক্রি হচ্ছে চড়া দামে । এবার মাস্ক, স্যানিটাইজ়ারের কালোবাজারি রুখতে এসবের পাইকারি, খুচরো বিক্রেতাদের ডেকে পাঠিয়ে সতর্ক করলেন দুর্গাপুর পৌরনিগম মেয়র পারিষদ সদস্য( স্বাস্থ্য ) রাখি তিওয়ারি । সেই সঙ্গে বাজারে অভিযান চালানোর কথাও জানান তিনি ।

কোরোনা ভাইরাস সংক্রমণের আতঙ্কের জেরে বাজার থেকে রাতারাতি উধাও মাস্ক,স্যানিটাইজ়ার । এক শ্রেণির অসাধু ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নিয়ে কালোবাজারি চালাচ্ছেন বলে অভিযোগ । মূলত এই সমস্ত সামগ্রী ওষুধের দোকানগুলিতেই পাওয়া যায় ৷ যারা সার্জিক্যাল সামগ্রী বিক্রি করে তারাই এইসব সামগ্রী খুচরো ওষুধের দোকানদারদের জোগান দেয় । কিন্তু অভিযোগ একশ্রেণির কালোবাজারি ফাটকা কারবারিরা মাস্ক, স্যানিটাইজ়ার মজুদ করে রেখে দিয়েছেন । আর তারাই পরিস্থিতির সুযোগ নিয়ে চড়া দামে বিক্রি করছেন মাস্ক,স্যানিটাইজ়ার,হ্যান্ড ওয়াশ ।

আজ দুর্গাপুর পৌরনিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ সদস্য রাখি তিওয়ারি পৌরভবনে এই সমস্ত সামগ্রীর পাইকারি বিক্রেতাদের ডেকে পাঠিয়ে সতর্ক করেন । সেই সঙ্গে পৌরনিগমের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় বাজারে অভিযান চালানো হবে ৷ সেখানে যদি দেখা যায় মাস্ক, স্যানিটাইজ়ার, হ্যান্ড ওয়াশের কালোবাজারি চলছে তাহলে পৌরনিগমের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।

রাখি তিওয়ারি জানান, "পৌরনিগমের একটি দল বিভিন্ন বাজারে সারপ্রাইজ ভিজি়ট করবে । যদি কোনও ব্যবসায়ীর কাছে এই সামগ্রীগুলির মজুদ ভান্ডার থাকে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে । কোনো ভাবেই এই পরিস্থিতির সুযোগ অসাধু ব্যবসায়ীদের নিতে দেব না ।" দুর্গাপুরের একটি খুচরো ওষুধের দোকানের মালিক রঘুনাথ ঘোষ জানান, "আমরা চেয়েও হ্যান্ড ওয়াশ ,মাস্ক, স্যানিটাইজ়ার পাচ্ছি না । আর যদিও বা পাচ্ছি তা চড়া দামে । আমরা গ্রাহকদের কাছে সেই দাম বলতে গেলে গ্রাহকরা আমাদের ভুল বুঝবেন ।"

দেখুন ভিডিয়ো...
Last Updated : Mar 20, 2020, 11:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.