ETV Bharat / city

"নিষ্ফলা বাজেট", জানালেন দুর্গাপুর বণিকসভার সভাপতি

author img

By

Published : Feb 2, 2020, 4:33 AM IST

বাজেট ঘিরে আশা ছিল অনেক ৷ কিন্তু এবারের বাজেটে একেবারেই উপেক্ষিত ভারী শিল্প ৷ এই কারণেই এই বাজেটকে কার্যত নিষ্ফলা বলেই মনে করছেন দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ়ের সভাপতি কবি দত্ত ।

Union Budget 2020
দুর্গাপুর ইস্পাত কারখানা

দুর্গাপুর, 2 ফেব্রুয়ারি : 2020-21 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটের পর অনেকটাই আশাহত দুর্গাপুর বণিকসভা ৷ অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেট ভাষণের পর এই কথাই জানালেন দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ়ের সভাপতি কবি দত্ত । আশা ছিল, ভারী শিল্পের দিকে আরও বেশি নজর দেওয়া হবে এবারের বাজেটে ৷ কিন্তু তার সিকিভাগও দুর্গাপুর শিল্পাঞ্চল পেল না বলেই মনে করছেন তিনি ৷

গতকাল বাজেট ঘোষণার পর কবিবাবু বলেন, "শিল্পাঞ্চল দুর্গাপুরের অক্সিজেন ভারী শিল্প । এর ওপর নির্ভরশীল অনেকগুলি জেলার মানুষ । কিন্তু ভারী শিল্পের উন্নয়নের কথা বা ব্যয় বরাদ্দের কথা শোনা গেল না এবারের বাজেটে । তাই এই বাজেট একেবারেই গতানুগতিক এবং নিষ্ফলা বাজেট বলেই মনে হল ৷"

দুর্গাপুরে বহু রাষ্ট্রায়ত্ত ভারী শিল্প কারখানা বন্ধ হয়ে রয়েছে ৷ সেগুলিকে খোলা তো দূর অস্ত, যে রাষ্ট্রায়ত্ত কারখানাগুলি চালু রয়েছে সেগুলির ভবিষ্যৎ নিয়েও উদ্বেগের সুর দুর্গাপুর বণিকসভার সভাপতির গলায় ।

দুর্গাপুর, 2 ফেব্রুয়ারি : 2020-21 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটের পর অনেকটাই আশাহত দুর্গাপুর বণিকসভা ৷ অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেট ভাষণের পর এই কথাই জানালেন দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ়ের সভাপতি কবি দত্ত । আশা ছিল, ভারী শিল্পের দিকে আরও বেশি নজর দেওয়া হবে এবারের বাজেটে ৷ কিন্তু তার সিকিভাগও দুর্গাপুর শিল্পাঞ্চল পেল না বলেই মনে করছেন তিনি ৷

গতকাল বাজেট ঘোষণার পর কবিবাবু বলেন, "শিল্পাঞ্চল দুর্গাপুরের অক্সিজেন ভারী শিল্প । এর ওপর নির্ভরশীল অনেকগুলি জেলার মানুষ । কিন্তু ভারী শিল্পের উন্নয়নের কথা বা ব্যয় বরাদ্দের কথা শোনা গেল না এবারের বাজেটে । তাই এই বাজেট একেবারেই গতানুগতিক এবং নিষ্ফলা বাজেট বলেই মনে হল ৷"

দুর্গাপুরে বহু রাষ্ট্রায়ত্ত ভারী শিল্প কারখানা বন্ধ হয়ে রয়েছে ৷ সেগুলিকে খোলা তো দূর অস্ত, যে রাষ্ট্রায়ত্ত কারখানাগুলি চালু রয়েছে সেগুলির ভবিষ্যৎ নিয়েও উদ্বেগের সুর দুর্গাপুর বণিকসভার সভাপতির গলায় ।

Intro:""শিল্পাঞ্চল দুর্গাপুরের অক্সিজেন ভারী শিল্প।তার ওপর নির্ভর করে অনেকগুলি জেলার মানুষ। কিন্তু ভারী শিল্পের উন্নয়নের কথা বা ব্যয় বরাদ্দের কথা শোনা গেল না এবারের বাজেটে। তাই এই বাজেট একেবারেই গতানুগতিক এবং নিষ্ফলা বাজেট বলেই মনে হল""- এমন কথাই জানালেন দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কবি দত্ত।
সদ্য ২০২০-২১ অর্থবর্ষের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।তার প্রতিক্রিয়া দিতে গিয়ে দুর্গাপুর বনিকসভার সভাপতি কবি দত্ত জানালেন তারা আশাহত। কারন শিল্পাঞ্চল দুর্গাপুর ভারী শিল্পের জায়গা।এই দুর্গাপুরেই যদি শিল্প না থাকে তাহলে অনেকগুলি জেলা সমস্যায় পড়বে।এই কারখানাগুলির ওপরেই যে এই সমস্ত জেলাগুলির অর্থনীতি নির্ভর করছে তা জানান বনিকসভার সভাপতি। তিনি এই বাজেটকে নিষ্ফলা ও গতানুগতিক বাজেট বলেন।দুর্গাপুরে বহু রাষ্ট্রায়ত্ত ভারী শিল্পকলকারখানা বন্ধ তা খোলা তো দূর অস্ত যে রাষ্ট্রায়াত্ত কারখানা যেগুলি রয়েছে তার ভবিষ্যৎ যে ভালো নয় সে ব্যাপারেও সন্দেহ প্রকাশ করেন বনিকসভার সভাপতি।Body:গConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.