ETV Bharat / city

কুমারমঙ্গলম পার্ক সিল করল DSP - পার্ক সিল করল DSP

আসানসোল জেলা আদালতের নির্দেশে রাষ্ট্রায়ত্ত DSP কর্তৃপক্ষ নিজেদের পার্ক সিল করে দিল।

park seal from DSP authoritie
DSP কর্তৃপক্ষ নিজেদের পার্ক সিল করে দিল
author img

By

Published : Mar 8, 2020, 5:49 PM IST

Updated : Mar 8, 2020, 11:01 PM IST

দুর্গাপুর, 8 মার্চ : আসানসোল জেলা আদালতের নির্দেশে রাষ্ট্রায়ত্ত DSP কর্তৃপক্ষ নিজেদের পার্ক সিল করে দিল । বিশাল পুলিশি ঘেরাটোপে এই পার্কের লিজ নেওয়া সংস্থার আধিকারিক সহ পার্কের সবাইকে বের করে পার্কটি সিল করে দেওয়া হয় । ইস্পাত কারখানা গড়ে ওঠার সঙ্গে এখানে শিল্পশ্রমিক ও তাঁদের পরিবারের লোকেদের মনোরঞ্জনের জন্য কুমারমঙ্গলম শিশু উদ্যান তৈরি করা হয় । সুবিশাল জায়গায় এই শিশুউদ্যানে সবুজের মাঝে জলাধার তৈরি হয় । 2006-7 বর্ষে এই শিশুউদ্যানটি একটি বেসরকারি সংস্থা কে লিজ় দেওয়া হয় । তারপর ওই শিশুউদ্যানে সেই সংস্থা নিজেদের মত করে সাজিয়ে ব্যবসা শুরু করে ।

কুমারমঙ্গলম পার্ক সিল করল DSP

2016 সাল থেকে এই পার্কের জন্য DSP র প্রাপ্য টাকা দেওয়া হয় না বলেই রাষ্ট্রায়ত্ত এই সংস্থার দাবি । চলতে থাকে আইনি লড়াই । দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের দাবি আসানসোল জেলা আদালতের নির্দেশ মেনেই তাঁরা আজ পুলিশকে নিয়ে এই পার্কটি সিল করে দেয় । উপস্থিত ছিলেন ACP(পূর্ব) আরিশ বিলাল সহ আরও এক ম্যাজিস্ট্রেট । পুলিশের সঙ্গে র‍্যাফ ও কমব্যাট ফোর্সকেও রাখা হয় । অপ্রীতিকর পরিস্থিতি রুখতে এই পার্কের লিজ নেওয়া সংস্থা পার্কের ভেতরে যে রেঁস্তোরা চালাত সেটাও বন্ধ করে দেওয়া হয় । লিজ নেওয়া সংস্থার কর্ণধার দেবাশীষ মজুমদার বারবার DSP -র নগর প্রশাসন ভবনের আধিকারিকদেরকে বলেন দশ দিন সময় দিতে । কিন্তু ইস্পাত কারখানার আধিকারিকরা তাঁর কোনও কথা শোনেননি । তাঁরা পার্কের সমস্ত দরজাসহ ওই রেঁস্তোরাটি সিল করে দেয় । উল্লেখ্য এই পার্কটি লিজে নেওয়া সংস্থা 2016 থেকে যে টাকা বাকি রাখে আজ তা বিপুল অঙ্কে পরিণত হয়েছে । সুত্রের খবরানুযায়ী দীপেন মুখার্জি নামে কোনও ব্যক্তির মালিকানায় সংস্থা এই পার্কটি নতুন করে লিজ় পেয়েছেন । পার্কটি এতদিন যিনি চালাচ্ছিলেন সেই দেবাশিস মজুমদার BJP-র সঙ্গে যুক্ত । তিনি স্থানীয় BJP নেতা হিসাবে পরিচিত । অভিযোগ উঠছিল এই পার্কের ভেতরে রেস্তরাঁটি BJP- র কার্যালয়ে পরিণত হয়েছিল ।

উল্লেখ্য দুর্গাপুর MD'FN plant এর যে পার্ক BJP নেতা চুক্তি ভিত্তিতে চালাচ্ছিলেন সেখানে গত 22 ফেব্রুয়ারি তৃণমূলের নেতৃত্ব ব্যাপক ভাঙচুর ও গুলি চালানোর অভিযোগ ওঠে, সেই পার্কটিতেই পুলিশ নিয়ে গিয়ে তালা ঝুলিয়ে দিল DSP কর্তৃপক্ষ। বিচারাধীন বিষয়ে DSP পার্ক সিল করতে পারে না বলেও দাবি এই BJP নেতার । দেবাশিস মজুমদার বলেন, " রাজনৈতিক চাপেই এই অন্যায় সিদ্ধান্ত নিল DSP৷ "

তৃণমুলের কাউন্সিলর রাজীব ঘোষের দাবি, "টার্ম শেষ হয়ে যাওয়ায় নিজের সম্পত্তি দখল নিল DSP । এর সাথে তৃণমূলের কোনও যোগ নেই । " রাজীব ঘোষের আরও অভিযোগ যে এই পার্কটি BJP- র কার্যালয়ে পরিণত হয়েছিল। DSP- র মুখ্য জনসংযোগ আধিকারিক বেদবন্ধু রায় বলেন, আইন মেনে আদালতের নির্দেশ মোতাবেক নিজের সম্পত্তির দখল নিয়েছে DSP কর্তৃপক্ষ। দেবাশিস মজুমদারের প্রশ্ন, রবিবার কেন এই উচ্ছেদ? উচ্চ আদালতে মামলা চলছে তার একটা শুনানি হয়েছে তার মাঝে ছুটির দিনে এই অভিযানের কারণ কি? দেবাশিসবাবুর অভিযোগ করে বলছেন রাজনৈতিক চাপেই এই কাজ করল কেন্দ্রীয় সংস্থা । এখন দেখার সব আইনি জটিলতা মুক্ত হয়ে এই শিশুউদ্যান আবার কবে চালু হয়।

দুর্গাপুর, 8 মার্চ : আসানসোল জেলা আদালতের নির্দেশে রাষ্ট্রায়ত্ত DSP কর্তৃপক্ষ নিজেদের পার্ক সিল করে দিল । বিশাল পুলিশি ঘেরাটোপে এই পার্কের লিজ নেওয়া সংস্থার আধিকারিক সহ পার্কের সবাইকে বের করে পার্কটি সিল করে দেওয়া হয় । ইস্পাত কারখানা গড়ে ওঠার সঙ্গে এখানে শিল্পশ্রমিক ও তাঁদের পরিবারের লোকেদের মনোরঞ্জনের জন্য কুমারমঙ্গলম শিশু উদ্যান তৈরি করা হয় । সুবিশাল জায়গায় এই শিশুউদ্যানে সবুজের মাঝে জলাধার তৈরি হয় । 2006-7 বর্ষে এই শিশুউদ্যানটি একটি বেসরকারি সংস্থা কে লিজ় দেওয়া হয় । তারপর ওই শিশুউদ্যানে সেই সংস্থা নিজেদের মত করে সাজিয়ে ব্যবসা শুরু করে ।

কুমারমঙ্গলম পার্ক সিল করল DSP

2016 সাল থেকে এই পার্কের জন্য DSP র প্রাপ্য টাকা দেওয়া হয় না বলেই রাষ্ট্রায়ত্ত এই সংস্থার দাবি । চলতে থাকে আইনি লড়াই । দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের দাবি আসানসোল জেলা আদালতের নির্দেশ মেনেই তাঁরা আজ পুলিশকে নিয়ে এই পার্কটি সিল করে দেয় । উপস্থিত ছিলেন ACP(পূর্ব) আরিশ বিলাল সহ আরও এক ম্যাজিস্ট্রেট । পুলিশের সঙ্গে র‍্যাফ ও কমব্যাট ফোর্সকেও রাখা হয় । অপ্রীতিকর পরিস্থিতি রুখতে এই পার্কের লিজ নেওয়া সংস্থা পার্কের ভেতরে যে রেঁস্তোরা চালাত সেটাও বন্ধ করে দেওয়া হয় । লিজ নেওয়া সংস্থার কর্ণধার দেবাশীষ মজুমদার বারবার DSP -র নগর প্রশাসন ভবনের আধিকারিকদেরকে বলেন দশ দিন সময় দিতে । কিন্তু ইস্পাত কারখানার আধিকারিকরা তাঁর কোনও কথা শোনেননি । তাঁরা পার্কের সমস্ত দরজাসহ ওই রেঁস্তোরাটি সিল করে দেয় । উল্লেখ্য এই পার্কটি লিজে নেওয়া সংস্থা 2016 থেকে যে টাকা বাকি রাখে আজ তা বিপুল অঙ্কে পরিণত হয়েছে । সুত্রের খবরানুযায়ী দীপেন মুখার্জি নামে কোনও ব্যক্তির মালিকানায় সংস্থা এই পার্কটি নতুন করে লিজ় পেয়েছেন । পার্কটি এতদিন যিনি চালাচ্ছিলেন সেই দেবাশিস মজুমদার BJP-র সঙ্গে যুক্ত । তিনি স্থানীয় BJP নেতা হিসাবে পরিচিত । অভিযোগ উঠছিল এই পার্কের ভেতরে রেস্তরাঁটি BJP- র কার্যালয়ে পরিণত হয়েছিল ।

উল্লেখ্য দুর্গাপুর MD'FN plant এর যে পার্ক BJP নেতা চুক্তি ভিত্তিতে চালাচ্ছিলেন সেখানে গত 22 ফেব্রুয়ারি তৃণমূলের নেতৃত্ব ব্যাপক ভাঙচুর ও গুলি চালানোর অভিযোগ ওঠে, সেই পার্কটিতেই পুলিশ নিয়ে গিয়ে তালা ঝুলিয়ে দিল DSP কর্তৃপক্ষ। বিচারাধীন বিষয়ে DSP পার্ক সিল করতে পারে না বলেও দাবি এই BJP নেতার । দেবাশিস মজুমদার বলেন, " রাজনৈতিক চাপেই এই অন্যায় সিদ্ধান্ত নিল DSP৷ "

তৃণমুলের কাউন্সিলর রাজীব ঘোষের দাবি, "টার্ম শেষ হয়ে যাওয়ায় নিজের সম্পত্তি দখল নিল DSP । এর সাথে তৃণমূলের কোনও যোগ নেই । " রাজীব ঘোষের আরও অভিযোগ যে এই পার্কটি BJP- র কার্যালয়ে পরিণত হয়েছিল। DSP- র মুখ্য জনসংযোগ আধিকারিক বেদবন্ধু রায় বলেন, আইন মেনে আদালতের নির্দেশ মোতাবেক নিজের সম্পত্তির দখল নিয়েছে DSP কর্তৃপক্ষ। দেবাশিস মজুমদারের প্রশ্ন, রবিবার কেন এই উচ্ছেদ? উচ্চ আদালতে মামলা চলছে তার একটা শুনানি হয়েছে তার মাঝে ছুটির দিনে এই অভিযানের কারণ কি? দেবাশিসবাবুর অভিযোগ করে বলছেন রাজনৈতিক চাপেই এই কাজ করল কেন্দ্রীয় সংস্থা । এখন দেখার সব আইনি জটিলতা মুক্ত হয়ে এই শিশুউদ্যান আবার কবে চালু হয়।

Last Updated : Mar 8, 2020, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.