ETV Bharat / city

JNU-তে ঐশীকে আক্রমণ, দুর্গাপুরে বামেদের প্রতিবাদ মিছিল - BJP

দুর্গাপুরে অবস্থান বিক্ষোভে নেতৃত্ব দেন CPI(M)-এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় । বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন জেলার অন্যান্য বামপন্থীয় নেতারা । তাঁদের অভিযোগ, দেশের সংবিধান বাঁচাতে একদল যখন মরিয়া, ঠিক সেই সময় BJP আশ্রিত দুষ্কৃতীসহ RSS সশস্ত্র আক্রমণ চালায় । এই ঘটনা নিন্দনীয় ।

cpi(m)-protests-in-durgapur
প্রতিবাদে বামেদের বিক্ষোভ দুর্গাপুরে
author img

By

Published : Jan 6, 2020, 1:45 PM IST

দুর্গাপুর, 6 জানুয়ারি: দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের সভাপতি ঐশী ঘোষ সহ অন্যান্য পড়ুয়াকে এবং বিশ্ববিদ্যালয়ের গবেষক, অধ্যাপক-অধ্যাপিকাকে লক্ষ্য করে আক্রমণ চালায় বেশ কিছু দুষ্কৃতী । তারই প্রতিবাদে আজ দুর্গাপুরের CPI(M) সমর্থকরা রাষ্ট্রায়ত্ত অ্যালয় স্টিল কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় ।

অবস্থান বিক্ষোভে নেতৃত্ব দেন CPI(M)-এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার । বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন জেলার অন্যান্য বামপন্থী নেতারা । তাঁদের অভিযোগ, ''দেশের সংবিধান বাঁচাতে একদল যখন মরিয়া, ঠিক সেই সময় BJP আশ্রিত দুষ্কৃতীসহ RSS সশস্ত্র আক্রমণ চালাচ্ছে । এই ঘটনা নিন্দনীয় ।''

এছাড়া পঙ্কজবাবু বলেন, দিল্লী পুলিশের সহযোগিতায় BJP, RSS-এর গুন্ডারা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ঢুকে গেট আটকে আক্রমণ চালায় । এমন বর্বরোচিত আক্রমণ করার সময়েও তাদের মুখে জয় শ্রীরাম ধ্বনি ছিল । এটা কী শ্রী রামের শিক্ষা !"

প্রতিবাদে বামেদের বিক্ষোভ দুর্গাপুরে

ঐশী দুর্গাপুরের আবেগ ৷ এলাকার মেয়ে ৷ তাঁর সঙ্গে ঘটে যাওয়া নৃশংস ঘটনার প্রতিবাদে সরব হওয়ার বার্তা দিল দুর্গাপুরের CPI(M) ।

দুর্গাপুর, 6 জানুয়ারি: দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের সভাপতি ঐশী ঘোষ সহ অন্যান্য পড়ুয়াকে এবং বিশ্ববিদ্যালয়ের গবেষক, অধ্যাপক-অধ্যাপিকাকে লক্ষ্য করে আক্রমণ চালায় বেশ কিছু দুষ্কৃতী । তারই প্রতিবাদে আজ দুর্গাপুরের CPI(M) সমর্থকরা রাষ্ট্রায়ত্ত অ্যালয় স্টিল কারখানার গেটের সামনে অবস্থান বিক্ষোভ দেখায় ।

অবস্থান বিক্ষোভে নেতৃত্ব দেন CPI(M)-এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার । বিক্ষোভ সভায় উপস্থিত ছিলেন জেলার অন্যান্য বামপন্থী নেতারা । তাঁদের অভিযোগ, ''দেশের সংবিধান বাঁচাতে একদল যখন মরিয়া, ঠিক সেই সময় BJP আশ্রিত দুষ্কৃতীসহ RSS সশস্ত্র আক্রমণ চালাচ্ছে । এই ঘটনা নিন্দনীয় ।''

এছাড়া পঙ্কজবাবু বলেন, দিল্লী পুলিশের সহযোগিতায় BJP, RSS-এর গুন্ডারা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ঢুকে গেট আটকে আক্রমণ চালায় । এমন বর্বরোচিত আক্রমণ করার সময়েও তাদের মুখে জয় শ্রীরাম ধ্বনি ছিল । এটা কী শ্রী রামের শিক্ষা !"

প্রতিবাদে বামেদের বিক্ষোভ দুর্গাপুরে

ঐশী দুর্গাপুরের আবেগ ৷ এলাকার মেয়ে ৷ তাঁর সঙ্গে ঘটে যাওয়া নৃশংস ঘটনার প্রতিবাদে সরব হওয়ার বার্তা দিল দুর্গাপুরের CPI(M) ।

Intro:দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের এসএফআই নেত্রী দুর্গাপুরের ঐশি ঘোষ সহ অন্যান্য নেতাকর্মীরা আক্রান্ত হওয়ার ঘটনায় গোটা দেশ নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। এই বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে ঢুকে যেভাবে বহিরাগত দুষ্কৃতীরা তাণ্ডব চালায় তাতে আতঙ্কিত গোটা দেশের ছাত্রছাত্রীরা। দুর্গাপুরে বামপন্থী সিপিআই(এম) এর পক্ষ থেকে রাষ্ট্রায়ত্ত আ্যলয় স্টিল কারখানার গেটের বাইরে বিক্ষোভ অবস্থান চলছে। ঐশী ঘোষকে আক্রমণ করার প্রতিবাদে এবং আগামী 8 ই জানুয়ারি বামপন্থী শ্রমিক সংগঠনসহ আরো কিছু কেন্দ্রীয় কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় সরকারের বেশকিছু নীতির বিরুদ্ধে ডাকা ধর্মঘট সফল করার জন্য সিপিআইএম এর পক্ষ থেকে আহ্বান জানানো হয়। সিপিআইএমের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার ঐশি সহ এস এফ আই এর অন্যান্য নেতা কর্মীদের ওপর আক্রমণের প্রতিবাদে সরব হন।।Body:গConclusion:হ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.