ETV Bharat / city

কোরোনা সতর্কতায় দুর্গাপুরে ডিপার্টমেন্টাল স্টোরগুলিতে থার্মাল স্ক্যানিং

দুর্গাপুরের সিটি সেন্টারের ডিপার্টমেন্টাল স্টোরগুলিতে চলছে থার্মাল স্ক্যানিং । গ্রাহকদের হাতে দেওয়া হচ্ছে স্যানিটাইজ়ার ।

thermal scanning
thermal scanning
author img

By

Published : Mar 17, 2020, 11:07 PM IST

Updated : Mar 17, 2020, 11:26 PM IST

দুর্গাপুর, 17 মার্চ : কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দুর্গাপুর শহরজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে । দুর্গাপুর সিটি সেন্টারের ডিপার্টমেন্টাল স্টোরগুলিতে চলছে থার্মাল স্ক্যানিং । গ্রাহকদের হাতে দেওয়া হচ্ছে স্যানিটাইজ়ার ।

দুর্গাপুরের বাসিন্দারা কেনাকাটার জন্য সিটি সেন্টারের একাধিক ডিপার্টমেন্টাল স্টোরগুলিতে যান । সেই কথা মাথায় রেখে আজ থেকে ডিপার্টমেন্টাল স্টোরগুলিতে চালু করা হয়েছে থার্মাল স্ক্যানিং ৷ সেই সঙ্গে স্টোরে ঢোকার মুখেই গ্রাহকদের হাতে দেওয়া হচ্ছে স্যানিটাইজ়ার । কোরোনা ভাইরাসের সংক্রমণকে রুখতেই এই পদক্ষেপ ।

ডিপার্টমেন্টাল ষ্টোরগুলিতে থার্মাল স্ক্যানিং

একটি স্টোরের ম্যানেজার অভিজিৎ মণ্ডল বলেন , "আমরা কোরোনা ভাইরাস প্রতিরোধের জন্য লেজ়ার থার্মোমিটার দিয়ে গ্রাহকদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করছি এবং প্রবেশপথেই সবার হাতে স্যানিটাইজ়ার দেওয়া হচ্ছে । তবে মানুষের মনে একটা ভীতি কাজ করছে । আমরা ডিপার্টমেন্টকে সুরক্ষিত রাখার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছি ।" ওই স্টোরে কেনাকাটা করতে আসা এক গ্রাহক ভাস্কর সামন্ত বলেন, "ডিপার্টমেন্টাল স্টোরগুলির এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি । মানুষকে আরও সচেতন হতে হবে এবং সর্বত্রই এই সচেতনতা দরকার ।"

দুর্গাপুর, 17 মার্চ : কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে দুর্গাপুর শহরজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে । দুর্গাপুর সিটি সেন্টারের ডিপার্টমেন্টাল স্টোরগুলিতে চলছে থার্মাল স্ক্যানিং । গ্রাহকদের হাতে দেওয়া হচ্ছে স্যানিটাইজ়ার ।

দুর্গাপুরের বাসিন্দারা কেনাকাটার জন্য সিটি সেন্টারের একাধিক ডিপার্টমেন্টাল স্টোরগুলিতে যান । সেই কথা মাথায় রেখে আজ থেকে ডিপার্টমেন্টাল স্টোরগুলিতে চালু করা হয়েছে থার্মাল স্ক্যানিং ৷ সেই সঙ্গে স্টোরে ঢোকার মুখেই গ্রাহকদের হাতে দেওয়া হচ্ছে স্যানিটাইজ়ার । কোরোনা ভাইরাসের সংক্রমণকে রুখতেই এই পদক্ষেপ ।

ডিপার্টমেন্টাল ষ্টোরগুলিতে থার্মাল স্ক্যানিং

একটি স্টোরের ম্যানেজার অভিজিৎ মণ্ডল বলেন , "আমরা কোরোনা ভাইরাস প্রতিরোধের জন্য লেজ়ার থার্মোমিটার দিয়ে গ্রাহকদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করছি এবং প্রবেশপথেই সবার হাতে স্যানিটাইজ়ার দেওয়া হচ্ছে । তবে মানুষের মনে একটা ভীতি কাজ করছে । আমরা ডিপার্টমেন্টকে সুরক্ষিত রাখার জন্য সবরকম চেষ্টা চালাচ্ছি ।" ওই স্টোরে কেনাকাটা করতে আসা এক গ্রাহক ভাস্কর সামন্ত বলেন, "ডিপার্টমেন্টাল স্টোরগুলির এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছি । মানুষকে আরও সচেতন হতে হবে এবং সর্বত্রই এই সচেতনতা দরকার ।"

Last Updated : Mar 17, 2020, 11:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.