দুর্গাপুর, 23 সেপ্টেম্বর : দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায় ছেলেধরা সন্দেহে উত্তেজনা ৷ বীরভানপুর গ্রামে রবিবার সকালে দু- তিনজন সন্দেহভাজনকে ঘোরাফেরা করতে দেখে ছেলেধরা সন্দেহে অল্পবিস্তর মারধর করার পর কোকওভেন থানার পুলিশের হাতে তাদেরকে তুলে দেওয়া হয় ।
স্থানীয়দের অভিযোগ, পুলিশ পরে সন্দেহভাজনদের ছেড়ে দেয় ৷ এলাকার মানুষ তাড়া করলে তারা পালিয়ে যায় ৷ বীরভানপুর গ্রামে পুলিশ আসতেই ক্ষোভে ফেটে পড়েন ৷ স্থানীয়দের দাবি, পুলিশ কেন তাদেরকে ছেড়ে দিল , সন্দেহভাজনদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করে ৷
অন্যদিকে দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার সাগরভাঙা গ্রামেও ছেলেধরার আতঙ্ক ৷ গ্রামের যুবকদের কখনও লাঠি,বাঁশ হাতে, কখনও আবার পাড়ায় পাড়ায় বাইকে করে খুঁজতে দেখা যাচ্ছে ছেলেধরাকে । কোকওভেন থানা এলাকাজুড়ে ছেলেধরা আতঙ্কে নাজেহাল পুলিশ । দুর্গাপুর পুরসভার বিভিন্ন এলাকায় পুলিশের পক্ষ থেকে বহু প্রচার করা হলেও ছেলেধরার আতঙ্কমুক্ত হতে পারছেন না শিল্পাঞ্চলের বাসিন্দারা । সন্দেহভাজন কাউকে দেখলেই চলছে গণপিটুনি ৷