ETV Bharat / city

দুর্গাপুরে ছেলেধরা আতঙ্ক, এলাকায় উত্তেজনা - Police

ছেলেধরা সন্দেহে উত্তেজনা দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায়

দুর্গাপুরে ছেলেধরা আতঙ্ক
author img

By

Published : Sep 23, 2019, 1:07 AM IST

Updated : Sep 23, 2019, 2:23 AM IST

দুর্গাপুর, 23 সেপ্টেম্বর : দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায় ছেলেধরা সন্দেহে উত্তেজনা ৷ বীরভানপুর গ্রামে রবিবার সকালে দু- তিনজন সন্দেহভাজনকে ঘোরাফেরা করতে দেখে ছেলেধরা সন্দেহে অল্পবিস্তর মারধর করার পর কোকওভেন থানার পুলিশের হাতে তাদেরকে তুলে দেওয়া হয় ।

স্থানীয়দের অভিযোগ, পুলিশ পরে সন্দেহভাজনদের ছেড়ে দেয় ৷ এলাকার মানুষ তাড়া করলে তারা পালিয়ে যায় ৷ বীরভানপুর গ্রামে পুলিশ আসতেই ক্ষোভে ফেটে পড়েন ৷ স্থানীয়দের দাবি, পুলিশ কেন তাদেরকে ছেড়ে দিল , সন্দেহভাজনদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করে ৷

অন্যদিকে দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার সাগরভাঙা গ্রামেও ছেলেধরার আতঙ্ক ৷ গ্রামের যুবকদের কখনও লাঠি,বাঁশ হাতে, কখনও আবার পাড়ায় পাড়ায় বাইকে করে খুঁজতে দেখা যাচ্ছে ছেলেধরাকে । কোকওভেন থানা এলাকাজুড়ে ছেলেধরা আতঙ্কে নাজেহাল পুলিশ । দুর্গাপুর পুরসভার বিভিন্ন এলাকায় পুলিশের পক্ষ থেকে বহু প্রচার করা হলেও ছেলেধরার আতঙ্কমুক্ত হতে পারছেন না শিল্পাঞ্চলের বাসিন্দারা । সন্দেহভাজন কাউকে দেখলেই চলছে গণপিটুনি ৷

দুর্গাপুর, 23 সেপ্টেম্বর : দুর্গাপুরের কোকওভেন থানা এলাকায় ছেলেধরা সন্দেহে উত্তেজনা ৷ বীরভানপুর গ্রামে রবিবার সকালে দু- তিনজন সন্দেহভাজনকে ঘোরাফেরা করতে দেখে ছেলেধরা সন্দেহে অল্পবিস্তর মারধর করার পর কোকওভেন থানার পুলিশের হাতে তাদেরকে তুলে দেওয়া হয় ।

স্থানীয়দের অভিযোগ, পুলিশ পরে সন্দেহভাজনদের ছেড়ে দেয় ৷ এলাকার মানুষ তাড়া করলে তারা পালিয়ে যায় ৷ বীরভানপুর গ্রামে পুলিশ আসতেই ক্ষোভে ফেটে পড়েন ৷ স্থানীয়দের দাবি, পুলিশ কেন তাদেরকে ছেড়ে দিল , সন্দেহভাজনদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করে ৷

অন্যদিকে দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার সাগরভাঙা গ্রামেও ছেলেধরার আতঙ্ক ৷ গ্রামের যুবকদের কখনও লাঠি,বাঁশ হাতে, কখনও আবার পাড়ায় পাড়ায় বাইকে করে খুঁজতে দেখা যাচ্ছে ছেলেধরাকে । কোকওভেন থানা এলাকাজুড়ে ছেলেধরা আতঙ্কে নাজেহাল পুলিশ । দুর্গাপুর পুরসভার বিভিন্ন এলাকায় পুলিশের পক্ষ থেকে বহু প্রচার করা হলেও ছেলেধরার আতঙ্কমুক্ত হতে পারছেন না শিল্পাঞ্চলের বাসিন্দারা । সন্দেহভাজন কাউকে দেখলেই চলছে গণপিটুনি ৷

Intro:দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার বীরভানপুর গ্রামে রবিবার সকালে দু- তিনজন সন্দেহভাজনকে ঘোরাফেরা করতে দেখে ছেলেধরা সন্দেহে অল্পবিস্তর মারধর করার পর কোকওভেন থানার পুলিশের হাতে তাদেরকে তুলে দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ পুলিশ পরে তাদেরকে ছেড়ে দেয় এবং ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির আয় ওভেন থানা এলাকার বীরভানপুর সন্ধ্যাবেলায় আসে তাদেরকে এলাকার মানুষ তারা করলে তারা পালিয়ে যায় খবর দেওয়া হয় কোন থানায় বীরভানপুর গ্রামে পুলিশ আসতেই ক্ষোভে ফেটে পড়েন উত্তেজিত জনতা স্থানীয়দের দাবি পুলিশ কেন তাদেরকে ছেড়ে দিলো সন্দেহভাজনদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করে তবে তার আগে স্থানীয় উত্তেজিত বাসিন্দাদের সাথে বর্ষায় জড়িয়ে পড়তে দেখা যায় কোন থানার পুলিশকর্মীদের উত্তেজিত জনতা প্রায় মারমুখী হয়ে ওঠে কিন্তু এলাকার কয়েকজন কোনরকমে পরিস্থিতি সামাল দেয়।অন্যদিকে দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার সাগড়ভাঙা গ্রামেও ছেলেধরার আতঙ্কে গ্রামের যুবকদের কখনও লাঠি,বাঁশ হাতে, কখনও আবার পাড়ায় পাড়ায় বাইকে করে খুঁজতে দেখা যায় ছেলেধরাকে।কোকওভেন থানা এলাকাজুড়ে ছেলেধরা আতঙ্কে নাজেহাল পুলিশ।দুর্গাপুর পুরসভার বিভিন্ন এলাকায় পুলিশের পক্ষ থেকে বহু প্রচার করা হলেও ছেলেধরার আতঙ্কমুক্ত হতে পারছেন না শিল্পাঞ্চলের বাসিন্দারা।চলছে সন্দেহভাজন কাউকে দেখলেই গনপিটুনি।Body:হConclusion:হ
Last Updated : Sep 23, 2019, 2:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.