ETV Bharat / city

Businessman Beaten: পুজোয় 50 হাজার টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ দুর্গাপুরে

author img

By

Published : Oct 17, 2022, 1:33 PM IST

দুর্গাপুরের (Durgapur) 15 নম্বর ওয়ার্ডে রয়েছে প্রভাত সংঘ ৷ অভিযোগ, ওই ক্লাবের সদস্য়রা এক ব্যবসায়ীর কাছ থেকে দুর্গাপুজোয় (Durga Puja) 50 হাজার টাকা চাঁদা চেয়েছিলেন ৷ না দেওয়ায় ওই ব্যবসায়ীকে মারধর করা হয়েছে ৷ ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

businessman-allegedly-beaten-by-club-member-of-durgapur-for-not-paying-50-thousand-rupees
Businessman Beaten: পুজোয় 50 হাজার টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগ দুর্গাপুরে

দুর্গাপুর, 17 অক্টোবর : ক্লাবের দাবিমাফিক দুর্গাপুজোর (Durga Puja) চাঁদা 50 হাজার টাকা না দেওয়ায় এক ব্যবসায়ীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ৷ দুর্গাপুরের (Durgapur) 15 নম্বর ওয়ার্ডে প্রভাত সংঘ নামে স্থানীয় একটি ক্লাবের বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে মারধরে জড়িত থাকার অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় ক্লাবের চার সদস্যর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী ।

ঘটনার সূত্রপাত দুর্গাপুজোর সময়। বেনাচিতির মহিস্কাপুর প্লটে প্রভাত সংঘ নামে একটি ক্লাবের সদস্যরা মিথিলেশ শর্মা নামে এক ফার্নিচার ব্যবসায়ীর কাছে দুর্গাপুজোর চাঁদা হিসেবে 50 হাজার টাকা চান বলে অভিযোগ ৷ কিন্তু ওই ব্যবসায়ী বলেছিলেন, এক থেকে খুব জোর দুই হাজার টাকা তিনি দিতে পারেন ৷ এতে রাজি হয়নি ক্লাব কর্তৃপক্ষ ৷ তখনকার মতো বিষয়টি ধামাচাপা পড়ে যায় ৷

কিন্তু বিপত্তি বাঁধে শনিবার সন্ধ্যা নাগাদ ৷ ওই ব্যবসায়ীর অভিযোগ, ক্লাবের সামনে দিয়ে যাওয়ার সময় অভিযুক্ত চার সদস্য ফের তাঁকে ডাকেন ৷ এরপর ফের 50 হাজার টাকা দাবি করেন ৷ দু’এক কথা হতে হতে, ওই চার ক্লাব সদস্য লোকজন নিয়ে এসে হাজির হন ওই ব্যবসায়ীর ফার্নিচারের ওয়ার্কশপের সামনে ৷ এরপর দোকানের বৈধ কাগজপত্র এমনকি ট্যাক্স ক্লিয়ার আছে কি না, তার নথি দেখতে চান ওই ব্যবসায়ীর কাছ থেকে ৷ তিনি প্রতিবাদ করেন ৷ তার পরই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ ৷ তাঁর অভিযোগ, দাবি মতো চাঁদা না দেওয়া পর্যন্ত ওয়ার্কশপ খোলা যাবে না বলে শাসিয়ে গিয়েছেন অভিযুক্ত ক্লাব সদস্যরা ।

অভিযোগ, সংশ্লিষ্ট দুর্গাপুজো মহিলাদের দ্বারা পরিচালিত ৷ তার পরও ওই ক্লাবের যুবকরা ওই ব্যবসায়ীর থেকে চাঁদা চেয়েছিলেন ৷ না দেওয়াতে মারধর করেছেন৷ ওই ব্যবসায়ী দুর্গাপুরের প্রান্তিকা ফাঁড়িতে অভিযুক্ত চার ক্লাব সদস্যর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে । ওই ব্যবসায়ী দুর্গাপুর চেম্বার অফ কমার্সেও (Durgapur Chamber of Commerce) লিখিত অভিযোগ করেন ।

যাবতীয় অভিযোগ অস্বীকার করে এক ক্লাব সদস্য জানান, সন্ধে হলেই ওই ওয়ার্কশপে তারস্বরে গান চালিয়ে মদের আসর বসে ৷ পাড়া থেকে ক্লাবকে লিখিত ভাবে জানানো হয়েছিল ৷ গতকাল সন্ধ্যায় ওই ওয়ার্কশপে গিয়ে সেটাই তাঁরা জানতে চেয়েছিলেন ৷ কিন্তু দু’এক কথা হতে হতে পরিস্থিতি উত্তপ্ত হয় ৷ কিন্তু মারধর করা হয়নি বলে জানিয়েছেন বেনাচিতির ওই ক্লাবের সদস্যরা । পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে । গোটা ঘটনায় উত্তেজনা রয়েছে দুর্গাপুরের বেনাচিতি মহিস্কাপুর প্লট এলাকায় ।

আরও পড়ুন : 35 বছর পর গ্রামের বাড়ি বাঁকুড়ায় দুর্গাপুজো দেখতে এসে নিঁখোজ মা-মেয়ে

দুর্গাপুর, 17 অক্টোবর : ক্লাবের দাবিমাফিক দুর্গাপুজোর (Durga Puja) চাঁদা 50 হাজার টাকা না দেওয়ায় এক ব্যবসায়ীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ৷ দুর্গাপুরের (Durgapur) 15 নম্বর ওয়ার্ডে প্রভাত সংঘ নামে স্থানীয় একটি ক্লাবের বেশ কয়েকজন সদস্যের বিরুদ্ধে মারধরে জড়িত থাকার অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় ক্লাবের চার সদস্যর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী ।

ঘটনার সূত্রপাত দুর্গাপুজোর সময়। বেনাচিতির মহিস্কাপুর প্লটে প্রভাত সংঘ নামে একটি ক্লাবের সদস্যরা মিথিলেশ শর্মা নামে এক ফার্নিচার ব্যবসায়ীর কাছে দুর্গাপুজোর চাঁদা হিসেবে 50 হাজার টাকা চান বলে অভিযোগ ৷ কিন্তু ওই ব্যবসায়ী বলেছিলেন, এক থেকে খুব জোর দুই হাজার টাকা তিনি দিতে পারেন ৷ এতে রাজি হয়নি ক্লাব কর্তৃপক্ষ ৷ তখনকার মতো বিষয়টি ধামাচাপা পড়ে যায় ৷

কিন্তু বিপত্তি বাঁধে শনিবার সন্ধ্যা নাগাদ ৷ ওই ব্যবসায়ীর অভিযোগ, ক্লাবের সামনে দিয়ে যাওয়ার সময় অভিযুক্ত চার সদস্য ফের তাঁকে ডাকেন ৷ এরপর ফের 50 হাজার টাকা দাবি করেন ৷ দু’এক কথা হতে হতে, ওই চার ক্লাব সদস্য লোকজন নিয়ে এসে হাজির হন ওই ব্যবসায়ীর ফার্নিচারের ওয়ার্কশপের সামনে ৷ এরপর দোকানের বৈধ কাগজপত্র এমনকি ট্যাক্স ক্লিয়ার আছে কি না, তার নথি দেখতে চান ওই ব্যবসায়ীর কাছ থেকে ৷ তিনি প্রতিবাদ করেন ৷ তার পরই তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ ৷ তাঁর অভিযোগ, দাবি মতো চাঁদা না দেওয়া পর্যন্ত ওয়ার্কশপ খোলা যাবে না বলে শাসিয়ে গিয়েছেন অভিযুক্ত ক্লাব সদস্যরা ।

অভিযোগ, সংশ্লিষ্ট দুর্গাপুজো মহিলাদের দ্বারা পরিচালিত ৷ তার পরও ওই ক্লাবের যুবকরা ওই ব্যবসায়ীর থেকে চাঁদা চেয়েছিলেন ৷ না দেওয়াতে মারধর করেছেন৷ ওই ব্যবসায়ী দুর্গাপুরের প্রান্তিকা ফাঁড়িতে অভিযুক্ত চার ক্লাব সদস্যর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে । ওই ব্যবসায়ী দুর্গাপুর চেম্বার অফ কমার্সেও (Durgapur Chamber of Commerce) লিখিত অভিযোগ করেন ।

যাবতীয় অভিযোগ অস্বীকার করে এক ক্লাব সদস্য জানান, সন্ধে হলেই ওই ওয়ার্কশপে তারস্বরে গান চালিয়ে মদের আসর বসে ৷ পাড়া থেকে ক্লাবকে লিখিত ভাবে জানানো হয়েছিল ৷ গতকাল সন্ধ্যায় ওই ওয়ার্কশপে গিয়ে সেটাই তাঁরা জানতে চেয়েছিলেন ৷ কিন্তু দু’এক কথা হতে হতে পরিস্থিতি উত্তপ্ত হয় ৷ কিন্তু মারধর করা হয়নি বলে জানিয়েছেন বেনাচিতির ওই ক্লাবের সদস্যরা । পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে । গোটা ঘটনায় উত্তেজনা রয়েছে দুর্গাপুরের বেনাচিতি মহিস্কাপুর প্লট এলাকায় ।

আরও পড়ুন : 35 বছর পর গ্রামের বাড়ি বাঁকুড়ায় দুর্গাপুজো দেখতে এসে নিঁখোজ মা-মেয়ে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.