দুর্গাপুর, 6 নভেম্বর : তৃণমূল পঞ্চায়েত সদস্য়ার স্বামীর বিরুদ্ধে এক বিধবা মহিলাকে উত্য়ক্ত করার অভিযোগ ৷ ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বুদবুদের তিলডাং গ্রামে ৷ ওই ব্য়ক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন মহিলা ৷ ঘটনায় স্থানীয় তৃণমূলের তরফে অভিযুক্তের বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে ৷
তিলডাং গ্রামের তৃণমূলের পঞ্চায়েত সদস্য়ার স্বামী শেখ রাজেশ ৷ অভিযোগ, এই শেখ রাজেশ দীর্ঘদিন ধরে গ্রামেরই এক বিধবা মহিলাকে উত্য়ক্ত করে চলেছেন ৷ এমনকী যখন তখন তাঁর বাড়িতেও ঢুকে পড়েন তিনি। প্রতিবাদ করলে রাজেশ তাঁকে হুমকি দেয় বলে অভিযোগ করেন ওই মহিলা ৷ শুক্রবার এই ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি ৷ বুদবুদ থানায় শেখ রাজেশের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা ৷
শেখ রাজেশ তিলডাং গ্রামের তৃণমূল নেতা নামে পরিচিত ৷ এনিয়ে গলসি 1নং ব্লকের তৃণমূল সভাপতি জনার্দন চট্টোপাধ্য়ায়কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তাঁর এই ঘটনার কথা জানা নেই ৷ তবে, কেউ এধরনের কাজ করে থাকলে প্রশাসন উচিত ব্য়বস্থা নেবে ৷ তৃণমূল দলের তরফে এধরনের কাজকে সমর্থন করা হবে না ৷
অন্য়দিকে, BJP-র জেলা সহ সভাপতি রমন শর্মা গোটা ঘটনার নিন্দা করেছেন ৷ তিনি বলেন, এই ধরনের ঘটনা বাংলার সভ্য়তা ও সংস্কৃতি নয় ৷ যারা এধরনের কাজ করে বা করার মানসিকতা রাখে তারা মানুষ নয় ৷ প্রশাসনের কাছে তিনি আর্জি রাখেন, যাতে আইনানুগ ব্য়বস্থা নেওয়া হয় অভিযুক্তের বিরুদ্ধে ৷