ETV Bharat / city

চিন্তন শিবিরের মাঝে জেলা সভাপতিকে সরানোর দাবি BJP কর্মীদেরই ! - bjp party workers demand to remove lalakshman ghorui

গতকাল দুর্গাপুরে সিটিসেন্টারের বেসরকারি হোটেলে BJP-র চিন্তন শিবিরের শেষদিনের বৈঠক হয় । দুপুরের দিকে হোটেল থেকে সামান্য দূরে স্থানীয় BJP নেতা পিন্টু সেন ও তাঁর অনুগামীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন । তাঁরা লক্ষ্মণকে অপসারণের দাবিও তোলেন ।

bjp কর্মীদের বিক্ষোভ
author img

By

Published : Aug 12, 2019, 5:02 AM IST

দুর্গাপুর, 12 অগাস্ট : পশ্চিম বর্ধমান জেলা BJP সভাপতি লক্ষ্মণ ঘোড়ুইয়ের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ এনে অপসারণের দাবি তুলল দলীয় নেতা, কর্মীদের একাংশ । তাদের অভিযোগ, পুরোনো কর্মীদের কোনও কর্মসূচির কথা জানানো হচ্ছে না । যারা টাকা দিচ্ছে তারাই কর্মসূচিতে অংশ নিতে পারছে । বিষয়টিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন লক্ষ্মণ ।

গতকাল দুর্গাপুরে সিটিসেন্টারের বেসরকারি হোটেলে BJP-র চিন্তন শিবিরের শেষদিনের বৈঠক হয় । দুপুরের দিকে হোটেল থেকে সামান্য দূরে স্থানীয় BJP নেতা পিন্টু সেন ও তাঁর অনুগামীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন । তাঁরা লক্ষ্মণকে অপসারণের দাবিও তোলেন । পিন্টু বলেন, "আমরা 1990 থেকে দলের কর্মী । অথচ লক্ষ্মণবাবু আমাদের তোয়াক্কা করেন না । হোটেল মালিক, প্রোমোটারদের নিয়ে দল করছেন । পকেট ফাঁকা হলে আবার অন্য কাউকে দলে নিয়ে আসবেন ।" প্রশ্ন তোলেন, কীভাবে একজন ডেকোরেটার্স থেকে বিশাল বাড়ি বানালেন লক্ষ্মণ ঘোড়ুই ?

চিন্তন শিবির থেকে বেরোলে এবিষয়ে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করা হয় । তিনি বলেন, "ওরা TMC থেকে আসা লোক । BJP কর্মীরা পার্টির বিরুদ্ধে বলে না । আমাদের একটি ডিসিপ্লিন আছে । এরা পার্টিটা বুঝতে পারেনি । এরকম করলে পার্টিতে রাখা যাবে না ।" দিলীপবাবুর বক্তব্যে আরও ক্ষুব্ধ হন পিন্টুরা । তিনি বেরিয়ে যাওয়ার পর কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন, শিবপ্রকাশের সামনে চিৎকার করে বলেন, "কয়লা মাফিয়াদের কাছ থেকে টাকা তুলে লক্ষ্মণ ঘোড়ুই প্রাসাদের মতো বাড়ি বানিয়েছে । লক্ষ্মণ ঘোড়ুইয়ের কাছ থেকে টাকা নিয়ে কেউ কেউ তাঁকে পদে বসিয়ে রেখেছে । এভাবে চলতে থাকলে 2021-এ BJP সাফ হয়ে যাবে ।" একথা বলার পর সেখানে উপস্থিত BJP কর্মীদের সঙ্গে পিন্টুর অনুগামীদের ঝামেলা শুরু হয় । একসময়ে তা প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছায় । উপস্থিত কার্যকর্তারা তা থামান ।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন লক্ষ্মণ ঘোড়ুই । তাঁর কথায়, "এদেরকে দলের সঙ্গে কোনওদিন দেখিনি । দলের প্রতি দায়বদ্ধ বলেও মনে হয় না । আমার বিরুদ্ধে কেউ এধরনের অভিযোগ করেননি । ওঁরা কেন করলেন বুঝতে পারছি না ।"

দুর্গাপুর, 12 অগাস্ট : পশ্চিম বর্ধমান জেলা BJP সভাপতি লক্ষ্মণ ঘোড়ুইয়ের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ এনে অপসারণের দাবি তুলল দলীয় নেতা, কর্মীদের একাংশ । তাদের অভিযোগ, পুরোনো কর্মীদের কোনও কর্মসূচির কথা জানানো হচ্ছে না । যারা টাকা দিচ্ছে তারাই কর্মসূচিতে অংশ নিতে পারছে । বিষয়টিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন লক্ষ্মণ ।

গতকাল দুর্গাপুরে সিটিসেন্টারের বেসরকারি হোটেলে BJP-র চিন্তন শিবিরের শেষদিনের বৈঠক হয় । দুপুরের দিকে হোটেল থেকে সামান্য দূরে স্থানীয় BJP নেতা পিন্টু সেন ও তাঁর অনুগামীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন । তাঁরা লক্ষ্মণকে অপসারণের দাবিও তোলেন । পিন্টু বলেন, "আমরা 1990 থেকে দলের কর্মী । অথচ লক্ষ্মণবাবু আমাদের তোয়াক্কা করেন না । হোটেল মালিক, প্রোমোটারদের নিয়ে দল করছেন । পকেট ফাঁকা হলে আবার অন্য কাউকে দলে নিয়ে আসবেন ।" প্রশ্ন তোলেন, কীভাবে একজন ডেকোরেটার্স থেকে বিশাল বাড়ি বানালেন লক্ষ্মণ ঘোড়ুই ?

চিন্তন শিবির থেকে বেরোলে এবিষয়ে BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করা হয় । তিনি বলেন, "ওরা TMC থেকে আসা লোক । BJP কর্মীরা পার্টির বিরুদ্ধে বলে না । আমাদের একটি ডিসিপ্লিন আছে । এরা পার্টিটা বুঝতে পারেনি । এরকম করলে পার্টিতে রাখা যাবে না ।" দিলীপবাবুর বক্তব্যে আরও ক্ষুব্ধ হন পিন্টুরা । তিনি বেরিয়ে যাওয়ার পর কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন, শিবপ্রকাশের সামনে চিৎকার করে বলেন, "কয়লা মাফিয়াদের কাছ থেকে টাকা তুলে লক্ষ্মণ ঘোড়ুই প্রাসাদের মতো বাড়ি বানিয়েছে । লক্ষ্মণ ঘোড়ুইয়ের কাছ থেকে টাকা নিয়ে কেউ কেউ তাঁকে পদে বসিয়ে রেখেছে । এভাবে চলতে থাকলে 2021-এ BJP সাফ হয়ে যাবে ।" একথা বলার পর সেখানে উপস্থিত BJP কর্মীদের সঙ্গে পিন্টুর অনুগামীদের ঝামেলা শুরু হয় । একসময়ে তা প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছায় । উপস্থিত কার্যকর্তারা তা থামান ।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন লক্ষ্মণ ঘোড়ুই । তাঁর কথায়, "এদেরকে দলের সঙ্গে কোনওদিন দেখিনি । দলের প্রতি দায়বদ্ধ বলেও মনে হয় না । আমার বিরুদ্ধে কেউ এধরনের অভিযোগ করেননি । ওঁরা কেন করলেন বুঝতে পারছি না ।"

Intro:দুর্গাপুরে বিজেপি দুদিনের চিন্তন শিবিরের আজ শেষদিনের বৈঠক যখন চলছিল সিটিসেন্টারের বেসরকারি হোটেলে।সেইসময় ওই হোটেল থেকে সামান্য দূরে অন্য একটি বেসরকারি হোটেলে গেরুয়া শিবিরের দুই শ্রমিক সংগঠন বিএমএস(ভারতীয় মজদুর সংঘ) ও বি জে এম টি ইউ(ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন) এর কর্মীদের মধ্যে হাতাহাতি হয়।আর তার ঠিক কিছুক্ষন পরেই পিন্টু সেন নামক এক বিজেপি কর্মী বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে যে হোটেলের সামনে চিন্তন শিবির চলছিল তার বাইরে পশ্চিম বর্ধমানের বিজেপি র জেলা সভাপতি লক্ষন ঘোড়ুই কে সরানোর দাবী ওঠে।পিন্টুবাবুর অভিযোগ, তিনি ১৯৯০ সাল থেকে বিজেপি করছেন।দুর্গাপুর পুরসভা নির্বাচনে দলের প্রার্থী হয়েছিলেন।তার মত পুরানো বিজেপি নেতা কর্মীরা আজ বঞ্চিত। পিন্টু সেনের অভিযোগ, "" লক্ষন ঘোড়ুই এখন দলের দুর্দিনের সাথীদের ভুলে গিয়ে প্রমোটার,হোটেল মালিক,কম্পিউটার দোকানের মালিকদের নিয়ে দল করছেন।""হোটেলের বাইরে লক্ষন ঘোড়ুই দূর হাটো স্লোগান তোলার পাশাপাশি পিন্টুবাবু দাবী করেন,""এই লক্ষন ঘোড়ুই সামান্য এক ডেকোরেটর ব্যাবসায়ী থেকে আজ কিভাবে বিশাল বাড়ি বানালেন?এত বিলাসিতা কি করে?""বিজেপি র এই নেতা বলেন "" আমরা সামান্য টোটো চালিয়ে খাচ্ছি।নিজের সামান্য আয় দিয়ে মানুষের কাজ করে যাচ্ছি।""লক্ষন ঘোড়ুই নতুন নতুন লোক নিয়ে ঘুরছে।আবার এদের পকেট ফাঁকা হলে অন্য লোক ধরবে এমন অভিযোগ তোলেন চিন্তন শিবিরের বাইরে পশ্চিম বর্ধমান জেলা সভাপতির অপসারন চাওয়া বিজেপি কর্মীসমর্থকেরা।কেন্দ্রীয় ও রাজ্য নেতারা দুর্গাপুরে এলেও দলের পুরানো কর্মীদের বদলে হোটেলের বাইরে নতুনদের ভীড় আর সেইজন্য পিন্টু সেনদের মতো পুরনো নেতাদের কোন খবরই দেওয়া হচ্ছে না। এই কারণে বহু মানুষের ব্যঙ্গ-বিদ্রূপ তাদের সহ্য করতে হচ্ছে বলেও দাবি বিদ্রোহী এই বিজেপি নেতার।এই বিষয়ে বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "" যারা বলছে তারা টিএমসি র লোক।বিজেপি র লোক পার্টির বিরুদ্ধে এভাবে বিক্ষোভ করেনা।আমাদের অভিযোগ এর নির্দিষ্ট জায়গা আছে।ডিসিপ্লিন এ চলতে হবে।এরা পার্টি টা বুঝতে পারেনি।এরকম করলে এদের পার্টি তে রাখা যাবেনা।"" জেলা সভাপতি কে অপসারণের দাবী তোলা এই বিজেপি নেতা কর্মীরা দিলীপ ঘোষের এই বক্তব্যে আরো ক্ষিপ্ত হয়ে ওঠেন।দিলীপ ঘোষ বেরিয়ে যাওয়ার পরে অরবিন্দ মেনন,শ্রীপ্রকাশজি র মত কেন্দ্রীয় এবং রাজু ব্যানার্জ্জী,লকেট চ্যাটার্জির সামনেই এরা আওয়াজ তোলেন,'""কয়লা মাফিয়াদের কাছে টাকা তুলছে লক্ষন ঘোড়ুই।প্রাসাদের মত বাড়ি করেছে।এই লক্ষন ঘোড়ুই এর কাছে টাকা নিয়ে কেও কেও তাকে পদে বসিয়ে রেখেছে।এই বিজেপি ২০২১ এ সাফ হয়ে যাবে।""এই কথা বলার পরেই সেখানে উপস্থিত বিজেপি কর্মীদের সাথে বিক্ষোভকারী বিজেপি র নেতা কর্মীদের হাতাহাতি হয়।বিজেপি র অন্যান্য কার্যকর্তারা তাদের থামিয়ে দেন।পরে দিলীপ ঘোষ তাদের তৃনমুলের বলায় ক্ষুব্ধ হয়ে তারা বিজেপির পুরানো নেতাদের তাদেরকে দেওয়া সার্টিফিকেট তুলে সাংবাদিকদের দেখিয়ে বলেন "" আমরা যখন বিজেপি করতে শুরু করি তখন দিলীপ ঘোষ সভাপতি ছিলেন না।তাই তিনি জানেন না।""চিন্তন শিবির শেষে সিটিসেন্টারে এই ঘটনাকে ঘিরে বেশ কিছুক্ষন উত্তেজনা থাকে।Body:FConclusion:G

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.