দুর্গাপুর, 7 জুন : এসবিএসটিসি বা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমেরর প্রাক্তন চেয়ারম্যান তথা রিটায়ার্ড কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে সরকারি বাংলো খালি করতে নির্দেশ দিল আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ও জেলা প্রশাসন ৷ তাঁকে দ্রুত ওই সরকারি বাংলো খালি করতে বলা হয়েছে ৷ প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে শুভেন্দু অধিকারীর সঙ্গেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন দীপ্তাংশু চৌধুরী ৷ সেই সময় এসবিএসটিসি’র চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দেন তিনি ৷
প্রথমে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান ৷ ক্রমশ তৃণমূলের একেবারে প্রথম সারির নেতা হয়ে ওঠা । আর তার জেরেই 2020 সালের মাঝামাঝি সময়ে রিটায়ার্ড কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে এসবিএসটিসির চেয়ারম্যান করা হয়েছিল । সরকারি নিয়ম অনুযায়ী দীপ্তাংশু চৌধুরী দুর্গাপুর স্টিল টাউনশিপের একটি বাংলোতে থাকছিলেন ৷ কিন্তু পদ ছেড়ে দিলেও আবাসনটি তিনি ছাড়েননি ।
সূত্রের খবর, এই বাংলোটি বর্তমানে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের নামে বরাদ্দ করেছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কর্তৃপক্ষ । যার দেখভালের দায়িত্বে রয়েছে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ ৷ আর রিটায়ার্ড কর্নেল দীপ্তাংশু চৌধুরী বাংলোটি এখনও না ছাড়ায় বিতর্ক শুরু হয়েছে । সোমবার বিকালে বাংলোটি খালি করার জন্য যায় আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ, দুর্গাপুর মহকুমা প্রশাসন এবং দুর্গাপুর থানার পুলিশ ৷ কিন্তু সেই সময় সেখানে দীপ্তাংশু চৌধুরী ছিলেন না ৷ তাঁর ব্যক্তিগত দেহরক্ষী, সিআইএসএফ জওয়ানরা সেই বাংলোতে রয়েছেন ৷ সেই সঙ্গে তাঁর পরিবারের কয়েকজন সেই সরকারি বাংলোয় থাকছেন ।
আরও পড়ুন : দলীয় কর্মীদের ক্ষোভের মাঝেও প্রচারে দীপ্তাংশু চৌধুরী
তবে, কোনও পদক্ষেপ এখনও পর্যন্ত জেলা প্রশাসন নেয়নি ৷ কারণ যাঁকে এই বাংলোতে থাকতে দেওয়া হয়েছিল, সেই দীপ্তাংশ চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন না ৷ তাই প্রশাসনের পক্ষ থেকে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি । দীপ্তাংশু চৌধুরী সেখানে না যাওয়া পর্যন্ত তাই প্রশাসনকেও অপেক্ষা করতে হচ্ছে ৷ যদিও পুলিশের পক্ষ থেকে আবাসনে থাকা নিরাপত্তারক্ষী, কেন্দ্রীয় বাহিনী এবং বাসিন্দাদের বাড়ি ফাঁকা করে দিতে বলা হয়েছে ৷ তবে, প্রশাসনিক আধিকারিকদের তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, দীপ্তাংশু চৌধুরী না আসা পর্যন্ত, তাঁরা কোনওভাবেই সরকারি বাংলো খালি করবেন না ৷
আরও পড়ুন : হেরে গিয়েছেন বুঝেই নাকি বুথে ঘুমিয়ে পড়েছিলেন মমতা !