ETV Bharat / city

BJP : বাবার খুনে সুকান্তর কাছে সিবিআই তদন্তের দাবি বিজেপির কর্মীর - Latest News on Sukanta Majumder

বৃহস্পতিবার দুর্গাপুরে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (BJP President Sukanta Majumder) ৷ সেখানে তিনি দেখা করেন দুর্গাপুরের 41 নম্বর ওয়ার্ডের শ্রমিক নগরে বিজেপি বুথ সভাপতি রাজা সরকারের সঙ্গে ৷ রাজা সরকারের বাবাকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ ৷ রাজা এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন (BJP Leader demands CBI Probe in his Father Murder Case) ৷

bjp-leader-demands-cbi-probe-in-his-father-murder-case
BJP : বাবার খুনে সুকান্তর কাছে সিবিআই তদন্তের দাবি বিজেপির কর্মীর
author img

By

Published : Apr 21, 2022, 6:25 PM IST

দুর্গাপুর, 21 এপ্রিল : "আমার বাবাকে যারা খুন করেছে, তাদের কঠোরতম শাস্তি চাই । আমি চাই সিবিআই তদন্ত হোক", বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সামনে পেয়ে এমনই দাবি করলেন দুর্গাপুরে দলেরই এক কর্মী ৷ বৃহস্পতিবার ওই বিজেপি কর্মী রাজা সরকারের বাড়িতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার (BJP President Sukanta Majumder) ৷ সেখানেই ওই কর্মী রাজ্য সভাপতির কাছে এই দাবি জানান (BJP Leader demands CBI Probe in his Father Murder Case) ৷

bjp leader demands cbi probe in his father murder case
দুর্গাপুরে বিজেপির সুকান্ত মজুমদার

দুর্গাপুরের 41 নম্বর ওয়ার্ডের শ্রমিক নগরে বিজেপি বুথ সভাপতি রাজা সরকারের বাবা রামপ্রসাদ সরকারকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল তৃণমূল কর্মীর বিরুদ্ধে (BJP Leader's Father Allegedly Beaten to Death by TMC) ৷ অভিযুক্তরা স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে দাবি বিজেপির ৷ বৃহস্পতিবার দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তিনি বলেন, ‘‘তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ কিন্তু এই তিনজন শুধু নয় এর পেছনে রয়েছে বৃহত্তর ষড়যন্ত্র । খুনের পর পরিবারকে হুমকি দেওয়া হয়েছে ।’’

bjp leader demands cbi probe in his father murder case
দুর্গাপুরে বিজেপির সুকান্ত মজুমদার

তিনি আরও অভিযোগ করেন, যেভাবে রাজ্যে একের পর এক বিজেপি কর্মীরা খুন হচ্ছে আইনের শাসন নেই এই রাজ্যে । পশ্চিমবঙ্গে যতদিন না পর্যন্ত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আসবে, ততদিন পর্যন্ত ভয়ঙ্কর অবস্থায় থাকবে । সুকান্ত মজুমদারের দাবি, ‘‘যারা খুন করেছে বুথ সভাপতির বাবাকে, তারা তৃণমূল কাউন্সিলরের খুব ঘনিষ্ঠ । পুলিশ-প্রশাসন যদি না পারে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে তাহলে ছেড়ে দিক, প্রয়োজনে সিবিআই তদন্তের জন্য আদালতেও যাব আমরা ।’’

বাবার খুনে সুকান্তর কাছে সিবিআই তদন্তের দাবি বিজেপির কর্মীর

যে ওয়ার্ডে এই ঘটনা, সেই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) কাউন্সিলর শিপুল সাহার অভিযোগ, "পরিবার সিবিআই তদন্তের দাবি করতেই পারে ৷ তবে বিজেপি এই ঘটনা শুধু নয় রাজ্যজুড়ে বিশৃঙখলা তৈরির অপচেষ্টা চালাচ্ছে । এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় । যারা দোষী তারা ধরা পড়েছে । আমিও চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ।’’

আরও পড়ুন : Dilip attacks Sukanta over BJP conflict: সুকান্তর অভিজ্ঞতা কম, দল থেকে যোগ্যদের বাদ দিলে চলবে না: দিলীপ

দুর্গাপুর, 21 এপ্রিল : "আমার বাবাকে যারা খুন করেছে, তাদের কঠোরতম শাস্তি চাই । আমি চাই সিবিআই তদন্ত হোক", বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সামনে পেয়ে এমনই দাবি করলেন দুর্গাপুরে দলেরই এক কর্মী ৷ বৃহস্পতিবার ওই বিজেপি কর্মী রাজা সরকারের বাড়িতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার (BJP President Sukanta Majumder) ৷ সেখানেই ওই কর্মী রাজ্য সভাপতির কাছে এই দাবি জানান (BJP Leader demands CBI Probe in his Father Murder Case) ৷

bjp leader demands cbi probe in his father murder case
দুর্গাপুরে বিজেপির সুকান্ত মজুমদার

দুর্গাপুরের 41 নম্বর ওয়ার্ডের শ্রমিক নগরে বিজেপি বুথ সভাপতি রাজা সরকারের বাবা রামপ্রসাদ সরকারকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল তৃণমূল কর্মীর বিরুদ্ধে (BJP Leader's Father Allegedly Beaten to Death by TMC) ৷ অভিযুক্তরা স্থানীয় তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে দাবি বিজেপির ৷ বৃহস্পতিবার দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । তিনি বলেন, ‘‘তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ কিন্তু এই তিনজন শুধু নয় এর পেছনে রয়েছে বৃহত্তর ষড়যন্ত্র । খুনের পর পরিবারকে হুমকি দেওয়া হয়েছে ।’’

bjp leader demands cbi probe in his father murder case
দুর্গাপুরে বিজেপির সুকান্ত মজুমদার

তিনি আরও অভিযোগ করেন, যেভাবে রাজ্যে একের পর এক বিজেপি কর্মীরা খুন হচ্ছে আইনের শাসন নেই এই রাজ্যে । পশ্চিমবঙ্গে যতদিন না পর্যন্ত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আসবে, ততদিন পর্যন্ত ভয়ঙ্কর অবস্থায় থাকবে । সুকান্ত মজুমদারের দাবি, ‘‘যারা খুন করেছে বুথ সভাপতির বাবাকে, তারা তৃণমূল কাউন্সিলরের খুব ঘনিষ্ঠ । পুলিশ-প্রশাসন যদি না পারে দোষীদের উপযুক্ত শাস্তি দিতে তাহলে ছেড়ে দিক, প্রয়োজনে সিবিআই তদন্তের জন্য আদালতেও যাব আমরা ।’’

বাবার খুনে সুকান্তর কাছে সিবিআই তদন্তের দাবি বিজেপির কর্মীর

যে ওয়ার্ডে এই ঘটনা, সেই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) কাউন্সিলর শিপুল সাহার অভিযোগ, "পরিবার সিবিআই তদন্তের দাবি করতেই পারে ৷ তবে বিজেপি এই ঘটনা শুধু নয় রাজ্যজুড়ে বিশৃঙখলা তৈরির অপচেষ্টা চালাচ্ছে । এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় । যারা দোষী তারা ধরা পড়েছে । আমিও চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ।’’

আরও পড়ুন : Dilip attacks Sukanta over BJP conflict: সুকান্তর অভিজ্ঞতা কম, দল থেকে যোগ্যদের বাদ দিলে চলবে না: দিলীপ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.