ETV Bharat / city

পোস্টাল ব্যালটে ভোট দেওয়া হল না, বিক্ষোভ আশাকর্মীদের - health worker

ভোটের ডিউটি করেও ভোট দিতে না পারায় বিক্ষোভ শুরু করেন দুর্গাপুর নগর নিগমের আশাকর্মীরা । তাঁদের অভিযোগ, কমিশনের নিয়ম মেনে আবেদন পত্র জমা করেও সোমবার পর্যন্ত পোস্টাল ব্যালট পাননি তাঁরা।

ভোটে কর্তব্যরত আশাকর্মী
ভোটে কর্তব্যরত আশাকর্মী
author img

By

Published : Apr 28, 2021, 1:29 PM IST

Updated : Apr 28, 2021, 1:50 PM IST

দুর্গাপুুর, 28শে এপ্রিল: ভোট দিতে না পেরে ক্ষুব্ধ হলেন ভোটে কর্তব্যরত আশাকর্মীরা । তাঁদের অভিযোগ, ভোটের ডিউটি করেও কেন তাঁরা ভোট দিতে পারলেন না । মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দুর্গাপুর নগর নিগমের মূল গেটে ।

ভোটের ডিউটি করেও কেন তাঁরা ভোট দিতে পারবেন না এই প্রশ্ন তুলেই বিক্ষোভ শুরু করেন দুর্গাপুর নগর নিগমের আশাকর্মীরা। তাঁরা জানান, পোস্টাল ব্যালটের জন্য কমিশনের নিয়ম মেনে আবেদন পত্র জমা করেছিলেন দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দফতরে । তারপরেও সোমবার পর্যন্ত পোস্টাল ব্যালট পাননি । ঘটনার জন্য সরাসরি দুর্গাপুর নগর নিগমের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন আশাকর্মীরা।

বিক্ষোভ আশাকর্মীদের

দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ রাখি তেওয়ারি আশাকর্মীদের ভোট না দিতে পারার অভিযোগের সত্যতা মেনে নিয়ে যাবতীয় দায় চাপিয়েছেন দুর্গাপুর মহকুমা প্রশাসন ও নির্বাচনী আধিকারিকদের উপর । এখন দেখার বিষয় আদপে এই আশাকর্মীরা ভোট দিতে পারেন কি না ।

দুর্গাপুুর, 28শে এপ্রিল: ভোট দিতে না পেরে ক্ষুব্ধ হলেন ভোটে কর্তব্যরত আশাকর্মীরা । তাঁদের অভিযোগ, ভোটের ডিউটি করেও কেন তাঁরা ভোট দিতে পারলেন না । মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দুর্গাপুর নগর নিগমের মূল গেটে ।

ভোটের ডিউটি করেও কেন তাঁরা ভোট দিতে পারবেন না এই প্রশ্ন তুলেই বিক্ষোভ শুরু করেন দুর্গাপুর নগর নিগমের আশাকর্মীরা। তাঁরা জানান, পোস্টাল ব্যালটের জন্য কমিশনের নিয়ম মেনে আবেদন পত্র জমা করেছিলেন দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দফতরে । তারপরেও সোমবার পর্যন্ত পোস্টাল ব্যালট পাননি । ঘটনার জন্য সরাসরি দুর্গাপুর নগর নিগমের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন আশাকর্মীরা।

বিক্ষোভ আশাকর্মীদের

দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ রাখি তেওয়ারি আশাকর্মীদের ভোট না দিতে পারার অভিযোগের সত্যতা মেনে নিয়ে যাবতীয় দায় চাপিয়েছেন দুর্গাপুর মহকুমা প্রশাসন ও নির্বাচনী আধিকারিকদের উপর । এখন দেখার বিষয় আদপে এই আশাকর্মীরা ভোট দিতে পারেন কি না ।

Last Updated : Apr 28, 2021, 1:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.