ETV Bharat / city

রবিবারে জমজমাট দুর্গাপুর, প্রচারে জিতেন্দ্র থেকে বিশ্বনাথ - বিধানসভা নির্বাচন 2021

দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পাড়িয়াল ওয়ার্ডের কাউন্সিলর রমাপ্রসাদ হালদার ও তৃণমূল নেতা কর্মীদের নিয়ে দুর্গাপুর নগর নিগমের 20 নম্বর ওয়ার্ডে জমজমাট প্রচার সারেন । রবিবাসরীয় সকালে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুই দুর্গাপুর নগর নিগমের 28,29 নম্বর ওয়ার্ডে প্রচার চালান ।

প্রচারে জিতেন্দ্র এবং  বিশ্বনাথ
প্রচারে জিতেন্দ্র এবং বিশ্বনাথ
author img

By

Published : Mar 21, 2021, 10:06 PM IST

দুর্গাপুর, 21 মার্চ : রবিবাসরীয় সকালে জমজমাট দুর্গাপুর । বিজেপি, তৃণমূলের একাধিক জনসভা ও প্রচারে মাতল শিল্পনগরী ।

পাণ্ডবেশ্বরের রাম সীতা মন্দিরে সস্ত্রীক পুজো দেন প্রচারে নামেন তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি । হরিপুরে মন্দিরে পুজো দেওয়ার পর, দলের এক মহিলা কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজ সারেন । পাণ্ডবেশ্বর থেকে জয়লাভের পর এলাকার রামভক্তদের নিয়ে অযোধ্যায় রামমন্দির নির্মানকার্য দেখতে যাবেন বলেও জানান তিনি । অন্যদিকে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পাড়িয়াল ওয়ার্ডের কাউন্সিলর রমাপ্রসাদ হালদার ও তৃণমূল নেতা কর্মীদের নিয়ে দুর্গাপুর নগর নিগমের 20 নম্বর ওয়ার্ডে জমজমাট প্রচার সারেন । রবিবাসরীয় সকালে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুই দুর্গাপুর নগর নিগমের 28,29 নম্বর ওয়ার্ডে প্রচার চালান । আবার এদিন যেহেতু শিল্পশ্রমিক মহলের ছুটির দিন তাই এইদিনে স্টিল টাউনশিপে প্রচার চালান দুর্গাপুর পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার ।

প্রচারে জিতেন্দ্র এবং বিশ্বনাথ

আরও পড়ুন : পাণ্ডবেশ্বরে প্রচার শুরু জিতেন্দ্র-র, শুনতে হল 'গোব্যাক মীরজাফ়র'

গতকাল একটি ছবি ভাইরাল হয় । সেই ছবিতে দেখা গেছে বিজেপিতে যোগ দেওয়া জিতেন্দ্র তিওয়ারির পাশে বসে দুর্গাপুর নগর নিগমের তৃণমূল মেয়র পারিষদ সদস্য প্রভাত চট্টোপাধ্যায়ের বড় ছেলে । প্রভাত চট্টোপাধ্যায় ও বিশ্বনাথ পাড়িয়ালের মধ্যে রাজনৈতিক বিরোধ সর্বজনবিদিত । এহেন প্রভাত চট্টোপাধ্যায়ের ছেলে জিতেন্দ্র তিওয়ারির কাছে তাই নিয়ে উৎফুল্ল বিশ্বনাথ পাড়িয়ালের অনুগামীরা সোশ্যাল মিডিয়াতে নিন্দায় সরব হয়েছেন । বিশ্বনাথ পাড়িয়াল ও সাংবাদিকদের সামনে প্রভাতের নাম না করে তার অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন । যদিও প্রভাত চট্টোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন, তিনি আমৃত্যু মমতা বন্দোপধ্যায়ের চরনতলেই থাকবেন । তাই তাঁর দিকে আঙুল তোলার আগে তাঁরা একবার আয়নায় নিজেদের মুখ দেখুন । যারা টিকিট না পেয়ে দলবদল করে । একদিকে প্রার্থীদের জমজমাট প্রচার অন্যদিকে রাজনৈতিক তর্জা দুর্গাপুরে অব্যহত ।

দুর্গাপুর, 21 মার্চ : রবিবাসরীয় সকালে জমজমাট দুর্গাপুর । বিজেপি, তৃণমূলের একাধিক জনসভা ও প্রচারে মাতল শিল্পনগরী ।

পাণ্ডবেশ্বরের রাম সীতা মন্দিরে সস্ত্রীক পুজো দেন প্রচারে নামেন তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি । হরিপুরে মন্দিরে পুজো দেওয়ার পর, দলের এক মহিলা কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজ সারেন । পাণ্ডবেশ্বর থেকে জয়লাভের পর এলাকার রামভক্তদের নিয়ে অযোধ্যায় রামমন্দির নির্মানকার্য দেখতে যাবেন বলেও জানান তিনি । অন্যদিকে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ পাড়িয়াল ওয়ার্ডের কাউন্সিলর রমাপ্রসাদ হালদার ও তৃণমূল নেতা কর্মীদের নিয়ে দুর্গাপুর নগর নিগমের 20 নম্বর ওয়ার্ডে জমজমাট প্রচার সারেন । রবিবাসরীয় সকালে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুই দুর্গাপুর নগর নিগমের 28,29 নম্বর ওয়ার্ডে প্রচার চালান । আবার এদিন যেহেতু শিল্পশ্রমিক মহলের ছুটির দিন তাই এইদিনে স্টিল টাউনশিপে প্রচার চালান দুর্গাপুর পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার ।

প্রচারে জিতেন্দ্র এবং বিশ্বনাথ

আরও পড়ুন : পাণ্ডবেশ্বরে প্রচার শুরু জিতেন্দ্র-র, শুনতে হল 'গোব্যাক মীরজাফ়র'

গতকাল একটি ছবি ভাইরাল হয় । সেই ছবিতে দেখা গেছে বিজেপিতে যোগ দেওয়া জিতেন্দ্র তিওয়ারির পাশে বসে দুর্গাপুর নগর নিগমের তৃণমূল মেয়র পারিষদ সদস্য প্রভাত চট্টোপাধ্যায়ের বড় ছেলে । প্রভাত চট্টোপাধ্যায় ও বিশ্বনাথ পাড়িয়ালের মধ্যে রাজনৈতিক বিরোধ সর্বজনবিদিত । এহেন প্রভাত চট্টোপাধ্যায়ের ছেলে জিতেন্দ্র তিওয়ারির কাছে তাই নিয়ে উৎফুল্ল বিশ্বনাথ পাড়িয়ালের অনুগামীরা সোশ্যাল মিডিয়াতে নিন্দায় সরব হয়েছেন । বিশ্বনাথ পাড়িয়াল ও সাংবাদিকদের সামনে প্রভাতের নাম না করে তার অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন । যদিও প্রভাত চট্টোপাধ্যায় সাংবাদিকদের জানিয়েছেন, তিনি আমৃত্যু মমতা বন্দোপধ্যায়ের চরনতলেই থাকবেন । তাই তাঁর দিকে আঙুল তোলার আগে তাঁরা একবার আয়নায় নিজেদের মুখ দেখুন । যারা টিকিট না পেয়ে দলবদল করে । একদিকে প্রার্থীদের জমজমাট প্রচার অন্যদিকে রাজনৈতিক তর্জা দুর্গাপুরে অব্যহত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.