ETV Bharat / city

Asansol By Election 2022 : পাণ্ডবেশ্বরে বিজেপি নেতার গাড়িতে গুলি চলার ঘটনার তদন্তে ফরেনসিক দল - Attack on BJP IT Cell Leadr Jiten Chatterjee in Durgapur

পাণ্ডবেশ্বরে গতকাল রাতে দুষ্কৃতী হামলার শিকার হন বিজেপির আইটি সেলের নেতা জীতেন চট্টোপাধ্যায় ৷ তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ ৷ ড্রাইভার সিটের কাঁচে গুলি লেগেছে ৷ ওই ঘটনায় আজ ফরেনসিক দল গাড়িটি পরীক্ষা করবে (Forensic Team in Investigation for Firing on BJP Leader Car in Durgapur) ৷

Asansol By Election 2022 Forensic Team in Investigation for Firing on BJP Leader Car in Durgapur
Asansol By Election 2022 Forensic Team in Investigation for Firing on BJP Leader Car in Durgapur
author img

By

Published : Apr 11, 2022, 12:49 PM IST

দুর্গাপুর, 11 এপ্রিল : মঙ্গলবার আসানসোল লোকসভা উপনির্বাচন (Asansol By Election 2022) ৷ আর তার আগে প্রচারের শেষদিনে উত্তপ্ত হয়ে উঠল পাণ্ডবেশ্বর ৷ অভিযোগ বিজেপির আইটি সেলের নেতা জীতেন চট্টোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় (Attack on BJP IT Cell Leadr Jiten Chatterjee in Durgapur) ৷ ওই ঘটনায় এবার তদন্তে ফরেনসিক দল (Forensic Team in Investigation for Firing on BJP Leader Car in Durgapur) ৷ ফরেনসিক বিশেষজ্ঞরা গাড়িটি পরীক্ষা করবেন ৷ পাশাপাশি নমুনাও সংগ্রহ করবেন তাঁরা ৷ এই ঘটনায় শাসকদলের দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিজেপি নেতা ৷ যদিও, তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, ভোট বৈতরণী পার করতে এটা বিজেপির কৌশল ৷

জানা গিয়েছে, আসানসোল লোকসভা উপনির্বাচনে প্রচারের শেষদিনের কাজ সেরে বাড়ি ফিরছিলেন পশ্চিম বর্ধমানে বিজেপির আইটি সেলের নেতা জীতেন চট্টোপাধ্যায় ৷ অভিযোগ সেই সময় পাণ্ডবেশ্বরের কুমারডিহি এলাকায় বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় ৷ রবিবার রাতেই পাণ্ডবেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন জীতেন চট্টোপাধ্যায় ৷ নির্বাচন কমিশনেও অভিযোগ জানানো হয়েছে ৷ খবর পেয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট ডিসি ইস্ট অভিষেক গুপ্তা ঘটনাস্থলে যান ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : Attack on BJP Leader : পাণ্ডবেশ্বরে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি

এই ঘটনায় কোনও প্রাণহানি না হলেও, গাড়ির ক্ষতি হয়েছে ৷ ফরেনসিক দফতরকেও বিষয়টি জানানো হয়েছে ৷ অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন ৷ ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা জানান, গুলির কোনও খোল গাড়ির ভিতরে পাওয়া যায়নি ৷ ঘটনাস্থল থেকেও এখনও পর্যন্ত উদ্ধার হয়নি গুলির খোল ৷

এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করা হলেও, তা অস্বীকার করেছে শাসক শিবির ৷ তৃণমূলের তরফে পাল্টা দাবি করা হয়েছে, পাণ্ডবেশ্বরের জীতেন চট্টোপাধ্যায় কিছুদিন আগে পর্যন্ত আসানসোলের এক দাপুটে বিজেপি নেতার চক্ষুশূল ছিলেন ৷ সেই কারণেও এই ঘটনা ঘটে থাকতে পারে বলে দাবি শাসকদলের ৷ যদিও, পুলিশ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷ কে বা কারা এই গুলি চালিয়েছে ? তেমন কয়েকজন সন্দেহভাজনের তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছে ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা ৷

দুর্গাপুর, 11 এপ্রিল : মঙ্গলবার আসানসোল লোকসভা উপনির্বাচন (Asansol By Election 2022) ৷ আর তার আগে প্রচারের শেষদিনে উত্তপ্ত হয়ে উঠল পাণ্ডবেশ্বর ৷ অভিযোগ বিজেপির আইটি সেলের নেতা জীতেন চট্টোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় (Attack on BJP IT Cell Leadr Jiten Chatterjee in Durgapur) ৷ ওই ঘটনায় এবার তদন্তে ফরেনসিক দল (Forensic Team in Investigation for Firing on BJP Leader Car in Durgapur) ৷ ফরেনসিক বিশেষজ্ঞরা গাড়িটি পরীক্ষা করবেন ৷ পাশাপাশি নমুনাও সংগ্রহ করবেন তাঁরা ৷ এই ঘটনায় শাসকদলের দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিজেপি নেতা ৷ যদিও, তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে, ভোট বৈতরণী পার করতে এটা বিজেপির কৌশল ৷

জানা গিয়েছে, আসানসোল লোকসভা উপনির্বাচনে প্রচারের শেষদিনের কাজ সেরে বাড়ি ফিরছিলেন পশ্চিম বর্ধমানে বিজেপির আইটি সেলের নেতা জীতেন চট্টোপাধ্যায় ৷ অভিযোগ সেই সময় পাণ্ডবেশ্বরের কুমারডিহি এলাকায় বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় ৷ রবিবার রাতেই পাণ্ডবেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন জীতেন চট্টোপাধ্যায় ৷ নির্বাচন কমিশনেও অভিযোগ জানানো হয়েছে ৷ খবর পেয়ে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট ডিসি ইস্ট অভিষেক গুপ্তা ঘটনাস্থলে যান ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : Attack on BJP Leader : পাণ্ডবেশ্বরে বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি

এই ঘটনায় কোনও প্রাণহানি না হলেও, গাড়ির ক্ষতি হয়েছে ৷ ফরেনসিক দফতরকেও বিষয়টি জানানো হয়েছে ৷ অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন ৷ ডিসিপি (পূর্ব) অভিষেক গুপ্তা জানান, গুলির কোনও খোল গাড়ির ভিতরে পাওয়া যায়নি ৷ ঘটনাস্থল থেকেও এখনও পর্যন্ত উদ্ধার হয়নি গুলির খোল ৷

এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করা হলেও, তা অস্বীকার করেছে শাসক শিবির ৷ তৃণমূলের তরফে পাল্টা দাবি করা হয়েছে, পাণ্ডবেশ্বরের জীতেন চট্টোপাধ্যায় কিছুদিন আগে পর্যন্ত আসানসোলের এক দাপুটে বিজেপি নেতার চক্ষুশূল ছিলেন ৷ সেই কারণেও এই ঘটনা ঘটে থাকতে পারে বলে দাবি শাসকদলের ৷ যদিও, পুলিশ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷ কে বা কারা এই গুলি চালিয়েছে ? তেমন কয়েকজন সন্দেহভাজনের তালিকা তৈরি করা হয়েছে বলে জানিয়েছে ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.