ETV Bharat / city

দিদিকে গুলি করে পলাতক ভাই গ্রেফতার - গ্রেফতার দিদিকে গুলি করে পলাতক ভাই

13 মে দুপুরে নিউটাউনশিপ থানার অন্তর্গত সুভাষপল্লির বাসিন্দা নিজের দিদি বেবি উপাধ্যায়কে কাছ থেকে পরপর দু’টি গুলি করে পালায় আরজু উপাধ্যায় ।

arrested brother who shoot his elder sister in durgapur
arrested brother who shoot his elder sister in durgapur
author img

By

Published : May 15, 2021, 4:47 PM IST

দুর্গাপুর, 15 মে : দিদিকে গুলি করে পলাতক ছিল ভাই ৷ তাকে গ্রেফতার করল পুলিশ । অভিযুক্তকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করল দুর্গাপুরের নিউটাউনশিপ থানার পুলিশ । ধৃতের নাম আরজু উপাধ্যায় । এদিন ডিভিসি মোড় সংলগ্ন পরিত্যক্ত একটি জঙ্গল থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ।

13 মে দুপুরে নিউটাউনশিপ থানার অন্তর্গত সুভাষপল্লির বাসিন্দা নিজের দিদি বেবি উপাধ্যায়কে কাছ থেকে পরপর দুটি গুলি করে পালায় আরজু উপাধ্যায় । আরজুর দিদি স্থানীয় এক যুবককে বিবাহ করেন । যা মেনে নিতে পারেনি আরজু ৷ এই কারণেই দিদিকে গুলি করে সে । জানা গিয়েছে, বেবি বিধবা ৷ তাঁর এক প্রাপ্তবয়স্ক ছেলে রয়েছে । তিনি নতুন করে যে যুবককে বিয়ে করেন, তাঁর বয়স আরজুর থেকে কম । এই কারণেই দিদির বিয়ে মেনে নিতে না পেরে ভাগ্নে ও আরজু বেবি উপাধ্যায়কে খুনের পরিকল্পনা করে । সেই মতো গত 13 তারিখে কাছ থেকে দিদির উপরে গুলি চালায় ৷ গুলিতে বেবি আহত হন ৷ বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ৷

গ্রেফতারের পর আজই দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে অভিযুক্ত আরজু উপাধ্যায়কে । পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তে গতি আনতে চাইছে । অভিযুক্ত আর কোনও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

দুর্গাপুর, 15 মে : দিদিকে গুলি করে পলাতক ছিল ভাই ৷ তাকে গ্রেফতার করল পুলিশ । অভিযুক্তকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করল দুর্গাপুরের নিউটাউনশিপ থানার পুলিশ । ধৃতের নাম আরজু উপাধ্যায় । এদিন ডিভিসি মোড় সংলগ্ন পরিত্যক্ত একটি জঙ্গল থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ।

13 মে দুপুরে নিউটাউনশিপ থানার অন্তর্গত সুভাষপল্লির বাসিন্দা নিজের দিদি বেবি উপাধ্যায়কে কাছ থেকে পরপর দুটি গুলি করে পালায় আরজু উপাধ্যায় । আরজুর দিদি স্থানীয় এক যুবককে বিবাহ করেন । যা মেনে নিতে পারেনি আরজু ৷ এই কারণেই দিদিকে গুলি করে সে । জানা গিয়েছে, বেবি বিধবা ৷ তাঁর এক প্রাপ্তবয়স্ক ছেলে রয়েছে । তিনি নতুন করে যে যুবককে বিয়ে করেন, তাঁর বয়স আরজুর থেকে কম । এই কারণেই দিদির বিয়ে মেনে নিতে না পেরে ভাগ্নে ও আরজু বেবি উপাধ্যায়কে খুনের পরিকল্পনা করে । সেই মতো গত 13 তারিখে কাছ থেকে দিদির উপরে গুলি চালায় ৷ গুলিতে বেবি আহত হন ৷ বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ৷

গ্রেফতারের পর আজই দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে অভিযুক্ত আরজু উপাধ্যায়কে । পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তে গতি আনতে চাইছে । অভিযুক্ত আর কোনও অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.