ETV Bharat / city

কোরোনা আক্রান্ত চিকিৎসককে ডিউটি করানোর অভিযোগ

কোরোনা রিপোর্ট আসার পরেও এক মহিলা চিকিৎসককে ডিউটি করানোর অভিযোগ উঠল ৷ দুর্গাপুরের সরকারি মহকুমা হাসপাতালে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে ৷ ওই মহিলা চিকিৎসকের সোয়াব পরীক্ষার জন্য চলতি মাসের 4 তারিখ পাঠান হয় ৷ 7 জুলাই রিপোর্ট এলে দেখা যায় তিনি কোরোনা আক্রান্ত ৷ কিন্তু এই খবরের পরেও তাঁকে জরুরি বিভাগে ডিউটি করানো হয় ৷

coroner infected doctor on duty
মহিলা চিকিৎসক কোরোনায় আক্রান্ত
author img

By

Published : Jul 8, 2020, 10:42 PM IST

দুর্গাপুর, 8 জুলাই : কোরোনা আক্রান্ত চিকৎসককে জরুরী বিভাগে ডিউটি করোনার অভিযোগ উঠল দুর্গাপুর মহাকুমা হাসপাতালে । কোরোনা আক্রান্ত ওই মহিলা চিকিৎসক কলকাতার কোনও একটি কোভিড হাসপাতালে ভরতি হতে পারেন । আপাতত তিনি বাড়িতেই আছেন। জানান," আমি অত্যন্ত অসুস্থ । এখন কিছু বলতে পারব না"।


এতদিন পর্যন্ত দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের কোরোনাতে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু এবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে 57 বছরের এক মহিলা চিকিৎসকের আক্রান্ত । চলতি মাসের 4 তারিখে দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কোরোনা পরীক্ষার জন্য লালারসের নমুনা বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। 7 জুলাই মহিলা চিকিৎসকের রিপোর্ট কোরোনা পজিটিভ আসে । এর পরেও তিনি হাসপাতালের জরুরি বিভাগে 7 জুলাই ডিউটি করেন বলে অভিযোগ ।

BJP-র পক্ষ থেকে অমিতাভ বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানিয়ে বলেন ,"আমরা শুনেছি এই হাসপাতালে মহিলা চিকিৎসক কোরোনাতে আক্রান্ত ৷ এমন রিপোর্ট পাওয়ার পরেও তাঁকে হাসপাতালে ডিউটি করানো হয়েছে। অবিলম্বে এই হাসপাতালের অন্যান্য নার্স এবং ডাক্তারদের কোরোনা পরীক্ষা করা উচিত ।" এখন এই চিকিৎসক কতজন রোগীকে দেখেছেন ? তাদের ক্ষেত্রে সোয়াব পরীক্ষার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করে জেলা স্বাস্থ্যদপ্তর? এইসব প্রশ্ন উঠছে হাসপাতালের কর্মী ও চিকিৎসকদের মধ্য়ে ৷ তবে এই ঘটনায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়েছে।

দুর্গাপুর, 8 জুলাই : কোরোনা আক্রান্ত চিকৎসককে জরুরী বিভাগে ডিউটি করোনার অভিযোগ উঠল দুর্গাপুর মহাকুমা হাসপাতালে । কোরোনা আক্রান্ত ওই মহিলা চিকিৎসক কলকাতার কোনও একটি কোভিড হাসপাতালে ভরতি হতে পারেন । আপাতত তিনি বাড়িতেই আছেন। জানান," আমি অত্যন্ত অসুস্থ । এখন কিছু বলতে পারব না"।


এতদিন পর্যন্ত দুর্গাপুরে বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের কোরোনাতে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু এবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে 57 বছরের এক মহিলা চিকিৎসকের আক্রান্ত । চলতি মাসের 4 তারিখে দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কোরোনা পরীক্ষার জন্য লালারসের নমুনা বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। 7 জুলাই মহিলা চিকিৎসকের রিপোর্ট কোরোনা পজিটিভ আসে । এর পরেও তিনি হাসপাতালের জরুরি বিভাগে 7 জুলাই ডিউটি করেন বলে অভিযোগ ।

BJP-র পক্ষ থেকে অমিতাভ বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানিয়ে বলেন ,"আমরা শুনেছি এই হাসপাতালে মহিলা চিকিৎসক কোরোনাতে আক্রান্ত ৷ এমন রিপোর্ট পাওয়ার পরেও তাঁকে হাসপাতালে ডিউটি করানো হয়েছে। অবিলম্বে এই হাসপাতালের অন্যান্য নার্স এবং ডাক্তারদের কোরোনা পরীক্ষা করা উচিত ।" এখন এই চিকিৎসক কতজন রোগীকে দেখেছেন ? তাদের ক্ষেত্রে সোয়াব পরীক্ষার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করে জেলা স্বাস্থ্যদপ্তর? এইসব প্রশ্ন উঠছে হাসপাতালের কর্মী ও চিকিৎসকদের মধ্য়ে ৷ তবে এই ঘটনায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে চাঞ্চল্য ছড়িয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.