ETV Bharat / city

কাঁকসায় মিশন নির্মল বাংলার শৌচাগার নির্মাণে দুর্নীতির অভিযোগ - durgapur

মিশন নির্মল বাংলার শৌচালয় নির্মাণ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলল BJP । তদন্তের দাবি জানিয়েছে তারা । অপরদিকে স্থানীয় শাসকদলও চাইছে তদন্ত ।

Allegations of corruption on Mission Nirmal Bangla
মিশন নির্মল বাংলার শৌচাগার নির্মাণে দুর্নীতির অভিযোগ
author img

By

Published : Jun 16, 2020, 2:34 AM IST

দুর্গাপুর, 15 জুন : ছাই মেশানো সিমেন্ট এবং নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে মিশন নির্মল বাংলার শৌচাগার । এমন অভিযোগ তুলল দুর্গাপুরের BJP-র নেতাকর্মীরা । সোমবার কাঁকসা থানা এলাকার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের বিষ্টুপুর গ্রামের ঘটনা । শতাধিক শৌচাগার নির্মাণে শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল BJP-র পক্ষ থেকে । তবে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলে জানিয়েছেন শাসকদলের নেতারা । তাঁরাও তদন্ত চাইছেন ।

লকডাউন শিথিল হতেই কাঁকসা থানার বিষ্টুপুরে প্রায় 150টি শৌচালয় নির্মাণের কাজ শুরু হয়েছে । যার মধ্যে 100 টি শৌচালয় নির্মাণ হয়ে গিয়েছে । এই শৌচালয় নির্মাণ নিয়ে BJP-র নেতাকর্মীদের কাছে অভিযোগ জানায় এলাকার মানুষজন । তারা অভিযোগ করে, নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে শৌচালয়গুলি ।

সোমবার সকালে কাঁকসার BJP মণ্ডলের সাধারণ সম্পাদক ভগীরথ ঘোষ অভিযোগ করেন, "এই সিমেন্টের বস্তাগুলি হাতে করে সেলাই করা । এর মধ্যে ছাই আছে । আমড়া কাঠ দিয়ে তৈরি দরজা লাগানো হচ্ছে শৌচালয়গুলিতে । এমন কী, বেড় দিয়ে চেম্বার তৈরি হয়নি । অথচ ছবি তুলে ঠিকাদাররা টাকা পেয়ে যাচ্ছে । এখানে দুর্নীতি স্পষ্ট । কাটমানি খাচ্ছেন তৃণমূলের নেতারা ।" স্থানীয় BJP নেতারা এই বিষয়টিকে স্থানীয় পঞ্চায়েত থেকে BDO সর্বস্তরে জানাতে চান ।

অন্যদিকে অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থানে আসেন মলানদিঘি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি পিন্টু গড়াই । তিনি বলেন, "সব কাজই তো রাজ্যের শাসকদল করাচ্ছে । কিন্তু সেই কাজটা নেতানেত্রীরা ঠিকাদারি নিয়ে করছে না । ঘটনার তদন্ত হোক আমরাও চাই । তৃণমূল নেতারা উন্নয়নের কাজ করছেন । কিন্তু এই কাজ করছে যে ঠিকাদার সে কি সামগ্রী দিয়ে কাজ করছে ? তা তদন্ত সাপেক্ষ ।"

দুর্গাপুর, 15 জুন : ছাই মেশানো সিমেন্ট এবং নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে মিশন নির্মল বাংলার শৌচাগার । এমন অভিযোগ তুলল দুর্গাপুরের BJP-র নেতাকর্মীরা । সোমবার কাঁকসা থানা এলাকার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের বিষ্টুপুর গ্রামের ঘটনা । শতাধিক শৌচাগার নির্মাণে শাসকদলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল BJP-র পক্ষ থেকে । তবে স্থানীয় তৃণমূল নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলে জানিয়েছেন শাসকদলের নেতারা । তাঁরাও তদন্ত চাইছেন ।

লকডাউন শিথিল হতেই কাঁকসা থানার বিষ্টুপুরে প্রায় 150টি শৌচালয় নির্মাণের কাজ শুরু হয়েছে । যার মধ্যে 100 টি শৌচালয় নির্মাণ হয়ে গিয়েছে । এই শৌচালয় নির্মাণ নিয়ে BJP-র নেতাকর্মীদের কাছে অভিযোগ জানায় এলাকার মানুষজন । তারা অভিযোগ করে, নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে শৌচালয়গুলি ।

সোমবার সকালে কাঁকসার BJP মণ্ডলের সাধারণ সম্পাদক ভগীরথ ঘোষ অভিযোগ করেন, "এই সিমেন্টের বস্তাগুলি হাতে করে সেলাই করা । এর মধ্যে ছাই আছে । আমড়া কাঠ দিয়ে তৈরি দরজা লাগানো হচ্ছে শৌচালয়গুলিতে । এমন কী, বেড় দিয়ে চেম্বার তৈরি হয়নি । অথচ ছবি তুলে ঠিকাদাররা টাকা পেয়ে যাচ্ছে । এখানে দুর্নীতি স্পষ্ট । কাটমানি খাচ্ছেন তৃণমূলের নেতারা ।" স্থানীয় BJP নেতারা এই বিষয়টিকে স্থানীয় পঞ্চায়েত থেকে BDO সর্বস্তরে জানাতে চান ।

অন্যদিকে অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থানে আসেন মলানদিঘি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি পিন্টু গড়াই । তিনি বলেন, "সব কাজই তো রাজ্যের শাসকদল করাচ্ছে । কিন্তু সেই কাজটা নেতানেত্রীরা ঠিকাদারি নিয়ে করছে না । ঘটনার তদন্ত হোক আমরাও চাই । তৃণমূল নেতারা উন্নয়নের কাজ করছেন । কিন্তু এই কাজ করছে যে ঠিকাদার সে কি সামগ্রী দিয়ে কাজ করছে ? তা তদন্ত সাপেক্ষ ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.