ETV Bharat / city

Indian Oil Bottling Plant Problem : আইওসি-র এলপিজি প্লান্টে পরিবহণ ব্যবসায়ীকে হুমকি, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর - আইওসি’র এলপিজি প্লান্টে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগ

আইওসি’র এলপিজি বটলিং প্লান্টে নতুন ট্রাক ঢোকানোকে কেন্দ্র করে সমস্যা ৷ তোলাবাজি নিয়ে মুখ খোলায়, দুর্গাপুর পৌরনিগমের কাউন্সিলরের বিরুদ্ধে পরিবহণ ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল (Allegation Against TMC Councillor to Create Problem in Durgapur IOC LPG Plant) ৷

Allegation Against TMC Councillor to Creates Problem in Durgapur IOC LPG Plant
Allegation Against TMC Councillor to Creates Problem in Durgapur IOC LPG Plant
author img

By

Published : Apr 26, 2022, 1:58 PM IST

দুর্গাপুর, 26 এপ্রিল : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের এলপিজি বটলিং প্লান্টে নতুন ট্রাক ঢোকানোকে কেন্দ্র করে তৃণমূল কাউন্সিলর তথা দুর্গাপুর পৌরনিগমের মেয়র পারিষদের বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগ উঠল (Allegation Against TMC Councillor to Create Problem in Durgapur IOC LPG Plant) ৷ ট্রাক ঢোকানোকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেছিলেন পরিবহণ সংস্থার কয়েকজন মালিক ৷ কীসের ভিত্তিতে তাঁরা এই অভিযোগ করছেন ? পরিবহণ সংস্থার এক মালিককে সেই প্রশ্ন করেন মেয়র পারিষদ রুমা পাড়িয়াল ৷ অভিযোগ, তিনি হুমকিও দিয়েছেন পরিবহণ সংস্থার ওই মালিককে ৷

প্রসঙ্গত, সোমবার সকালে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে এলপিজি বটলিং প্লান্টে (LPG bottling plant of Indian Oil Corporation) পরিবহণের কাজ করা সংস্থাগুলিকে একটি নোটিস পাঠানো হয় ৷ সেখানে নির্দেশ দেওয়া হয়েছিল, 25 এপ্রিলের মধ্যে সব নতুন ট্রাক বটলিং প্লান্টে ঢোকাতে হবে ৷ পুরনো ট্রাকে আর গ্যাস সিলিন্ডার সরবরাহ করা যাবে না ৷ তার পরেই পরিবহণ সংস্থাগুলি নতুন ট্রাক প্লান্টে ঢোকাতে শুরু করে ৷ সেই কাজ চলাকালীন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা সুনিশ্চিত করতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছিল আইওসি’র এলপিজি প্লান্টে ৷

এ নিয়ে কয়েকদিন আগে পরিবহণ ব্যবসায়ী হরিহর যাদব অভিযোগ করেছিলেন, তৃণমূলের তরফে তোলাবাজি করা হচ্ছে ট্রাক থেকে ৷ অভিযোগ, কেন তিনি এ কথা সংবাদমাধ্যমে বলেছেন ? তা জানতে চেয়ে হুমকি দেন দুর্গাপুর পৌরনিগমের মেয়র পারিষদ রুমা পাড়িয়াল ৷

আরও পড়ুন : Indian Oil Bottling Plant Problem : দুর্গাপুরে বটলিং প্ল্যান্টে নতুন গাড়িকে ঢুকতে বাধা, তোলাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আইওসি’র এলপিজি প্লান্টে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগ

এই ঘটনার কথা জানতে পেরে জেলা নেতৃত্বের কাছে এ নিয়ে রিপোর্ট চেয়েছে তৃণমূলের রাজ্য নেতৃত্ব ৷ মেয়র পারিষদের এই আচরণের নিন্দা করেছেন দুর্গাপুর পৌরনিগমের ডেপুটি মেয়র অমিতাভ বন্দ্যোপাধ্যায় এবং আরেক মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায় ৷ তৃণমূল কাউন্সিলরের আচরণের সমালোচনা করেছেন পশ্চিম বর্ধমানের সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার ৷

দুর্গাপুর, 26 এপ্রিল : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের এলপিজি বটলিং প্লান্টে নতুন ট্রাক ঢোকানোকে কেন্দ্র করে তৃণমূল কাউন্সিলর তথা দুর্গাপুর পৌরনিগমের মেয়র পারিষদের বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগ উঠল (Allegation Against TMC Councillor to Create Problem in Durgapur IOC LPG Plant) ৷ ট্রাক ঢোকানোকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেছিলেন পরিবহণ সংস্থার কয়েকজন মালিক ৷ কীসের ভিত্তিতে তাঁরা এই অভিযোগ করছেন ? পরিবহণ সংস্থার এক মালিককে সেই প্রশ্ন করেন মেয়র পারিষদ রুমা পাড়িয়াল ৷ অভিযোগ, তিনি হুমকিও দিয়েছেন পরিবহণ সংস্থার ওই মালিককে ৷

প্রসঙ্গত, সোমবার সকালে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে এলপিজি বটলিং প্লান্টে (LPG bottling plant of Indian Oil Corporation) পরিবহণের কাজ করা সংস্থাগুলিকে একটি নোটিস পাঠানো হয় ৷ সেখানে নির্দেশ দেওয়া হয়েছিল, 25 এপ্রিলের মধ্যে সব নতুন ট্রাক বটলিং প্লান্টে ঢোকাতে হবে ৷ পুরনো ট্রাকে আর গ্যাস সিলিন্ডার সরবরাহ করা যাবে না ৷ তার পরেই পরিবহণ সংস্থাগুলি নতুন ট্রাক প্লান্টে ঢোকাতে শুরু করে ৷ সেই কাজ চলাকালীন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা সুনিশ্চিত করতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছিল আইওসি’র এলপিজি প্লান্টে ৷

এ নিয়ে কয়েকদিন আগে পরিবহণ ব্যবসায়ী হরিহর যাদব অভিযোগ করেছিলেন, তৃণমূলের তরফে তোলাবাজি করা হচ্ছে ট্রাক থেকে ৷ অভিযোগ, কেন তিনি এ কথা সংবাদমাধ্যমে বলেছেন ? তা জানতে চেয়ে হুমকি দেন দুর্গাপুর পৌরনিগমের মেয়র পারিষদ রুমা পাড়িয়াল ৷

আরও পড়ুন : Indian Oil Bottling Plant Problem : দুর্গাপুরে বটলিং প্ল্যান্টে নতুন গাড়িকে ঢুকতে বাধা, তোলাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আইওসি’র এলপিজি প্লান্টে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ‘দাদাগিরি’র অভিযোগ

এই ঘটনার কথা জানতে পেরে জেলা নেতৃত্বের কাছে এ নিয়ে রিপোর্ট চেয়েছে তৃণমূলের রাজ্য নেতৃত্ব ৷ মেয়র পারিষদের এই আচরণের নিন্দা করেছেন দুর্গাপুর পৌরনিগমের ডেপুটি মেয়র অমিতাভ বন্দ্যোপাধ্যায় এবং আরেক মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায় ৷ তৃণমূল কাউন্সিলরের আচরণের সমালোচনা করেছেন পশ্চিম বর্ধমানের সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.