কাঁকসা : বায়ুসেনা আধিকারিকের মৃতদেহউদ্ধার ঘিরে চাঞ্চল্য । ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা থানার হাটতলাএলাকায়। মৃত বায়ুসেনা আধিকারিকের নাম আশিস কুমার(30)।
চাকরিসূত্রে জানুয়ারি মাস থেকে তিনি কাঁকসার হাটতলা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন । একাইথাকতেন । পানাগড় এয়ারফোর্স স্টেশন অর্জন সিং-এ কর্মরত ছিলেন তিনি। বায়ুসেনা সূত্রেজানা গিয়েছে, গতকালডিউটিতে যোগ দেননি তিনি ৷ কাউকে কিছুই জানাননি ছুটির ব্যাপারে ৷ তরপরই বায়ুসেনারপক্ষ থেকে তার সাঙ্গে ফোনে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করা হয় ৷ কিন্তু না হওযায়বাড়ির মালিক পরেশনাথ ঘোষের সাঙ্গে যোগাযোগ করে আধিকারিকেরা ।
এরপর ঘরের কাঁচের জানালা ভেঙেবায়ুসেনার ওই আধিকারিকের অচৈতন্য দেহ বাথরুম থেকে উদ্ধার করে পুলিশ ও বায়ুসেনাআধিকারিকেরা। স্থানীয় হাসপাতালে তার দেহ নিয়ে গেল চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণাকরেন । জানা গিয়েছে, উত্তরপ্রদেশের কানপুরের বাসিন্দা ছিলেন তিনি। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।