ETV Bharat / city

ধস এলাকায় পুনর্বাসনের দাবি বিক্ষোভ বাম-কংগ্রেসের - ECL

খনি অঞ্চলে একের পর এক ধসের ঘটনায় আতঙ্কিত খনি শ্রমিকেরা। ইতিমধ্যেই মাটি ধসেছে ECL-র আবাসনেও । প্রাণহানির ঘটনাও ঘটেছে।

দুর্গাপুর
দুর্গাপুর
author img

By

Published : Sep 9, 2020, 10:33 PM IST

দুর্গাপুর 9 সেপ্টেম্বর : ধস কবলিত এলাকায় পুনর্বাসন দাবিতে বিক্ষোভ ৷ আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি অফিসের বিল্ডিং-র সামনে আজ সকালে 12টা নাগাদ বিক্ষোভ দেখায় 16টি বাম সংগঠন ও কংগ্রেস ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আসানসোল দুর্গাপুরের বিভিন্ন খনি অঞ্চলের 133টি গ্রামকে পুনর্বাসনের জন্য 2600 কোটি টাকা রাজ্য সরকারকে দেওয়া হয়েছে কোল ইন্ডিয়ার পক্ষ থেকে ৷ অথচ সাধারণ মানুষ কিছুই পাইনি ৷ এমনটাই আজ দাবি করেন পাণ্ডবেশ্বর CPI(M)-র প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়।

খনি অঞ্চলে একের পর এক ধসের ঘটনায় আতঙ্কিত খনি শ্রমিকেরা। ইতিমধ্যেই মাটি ধসেছে ECL-র আবাসনেও । প্রাণহানির ঘটনাও ঘটেছে। এ বছর অতিরিক্ত বর্ষণের কারণে খনি অঞ্চলে ধসের ঘটনা অন্যান্য বারের তুলনায় অনেকটাই বেশি। ইতিমধ্যেই বিঘা বিঘা জমিতে ধস নেমেছে ৷ একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে ৷ এই সমস্ত অঞ্চলের মানুষদের পুনর্বাসনের দাবিতে আজ পথে নামে বাম-কংগ্রেস ৷

সেই সঙ্গে পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূল ও BJP-র বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলেও দাবি বিক্ষোভকারীদের ৷ সেই অভিযোগের প্রেক্ষিতে কংগ্রেস ও একাধিক বাম সংগঠন ধারাবাহিক আন্দোলন চালাবে বলেও জানান গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। আজ প্রায় চার ঘণ্টা বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা ৷ পুলিশের আশ্বাসে অবশেষে বিক্ষোভ ওঠে ৷

দুর্গাপুর 9 সেপ্টেম্বর : ধস কবলিত এলাকায় পুনর্বাসন দাবিতে বিক্ষোভ ৷ আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি অফিসের বিল্ডিং-র সামনে আজ সকালে 12টা নাগাদ বিক্ষোভ দেখায় 16টি বাম সংগঠন ও কংগ্রেস ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আসানসোল দুর্গাপুরের বিভিন্ন খনি অঞ্চলের 133টি গ্রামকে পুনর্বাসনের জন্য 2600 কোটি টাকা রাজ্য সরকারকে দেওয়া হয়েছে কোল ইন্ডিয়ার পক্ষ থেকে ৷ অথচ সাধারণ মানুষ কিছুই পাইনি ৷ এমনটাই আজ দাবি করেন পাণ্ডবেশ্বর CPI(M)-র প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চট্টোপাধ্যায়।

খনি অঞ্চলে একের পর এক ধসের ঘটনায় আতঙ্কিত খনি শ্রমিকেরা। ইতিমধ্যেই মাটি ধসেছে ECL-র আবাসনেও । প্রাণহানির ঘটনাও ঘটেছে। এ বছর অতিরিক্ত বর্ষণের কারণে খনি অঞ্চলে ধসের ঘটনা অন্যান্য বারের তুলনায় অনেকটাই বেশি। ইতিমধ্যেই বিঘা বিঘা জমিতে ধস নেমেছে ৷ একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে ৷ এই সমস্ত অঞ্চলের মানুষদের পুনর্বাসনের দাবিতে আজ পথে নামে বাম-কংগ্রেস ৷

সেই সঙ্গে পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূল ও BJP-র বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে বলেও দাবি বিক্ষোভকারীদের ৷ সেই অভিযোগের প্রেক্ষিতে কংগ্রেস ও একাধিক বাম সংগঠন ধারাবাহিক আন্দোলন চালাবে বলেও জানান গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। আজ প্রায় চার ঘণ্টা বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা ৷ পুলিশের আশ্বাসে অবশেষে বিক্ষোভ ওঠে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.