দুর্গাপুর, 13 জুলাই: জাতীয় সড়কে দুর্ঘটনায় জখম হলেন এক বাইক আরোহী । প্রতিবাদে যান নিয়ন্ত্রণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা । বুধবার ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বরে 60 নম্বর জাতীয় সড়কের নিউ সোনপুর এলাকায় (Pandobeswar Road Blocked)।
জানা গিয়েছে, বুধবার সকাল আটটা নাগাদ পাণ্ডবেশ্বর থেকে হরিপুর যাওয়ার রাস্তার নিউ সোনপুর এলাকায় এই দুর্ঘটনায় মারাত্মক জখম হন সুকুমার ঘোষ নামে এক ব্যক্তি । সোনপুরের বাসিন্দা সুকুমার ঘোষ বাইক নিয়ে যাওয়ার সময় অন্য একটি বাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগলে দুর্ঘটনাটি ঘটে । ঘটনায় মারাত্মক জখম হন সুকুমারবাবু । তাঁকে ভর্তি করা হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে । এরপরই যান নিয়ন্ত্রণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয়রা ।
আরও পড়ুন : ডিএসপি'র গাড়ির সঙ্গে সংঘর্ষে বাইক চালকের মৃত্যু, দফায় দফায় অবরোধ ধূপগুড়িতে
এলাকাবাসীর অভিযোগ রাস্তাটি অতি দুর্ঘটনাপ্রবণ । এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে । বিষয়টি জানা থাকলেও প্রশাসন কোনও ব্যবস্থা এখনও নেয়নি বলে অভিযোগ তাঁদের । রাস্তাটিতে স্পিড ব্রেকার বসানোর দাবি জানান বিক্ষোভকারীরা । অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ । ঘণ্টাখানেক পর পুলিশের আশ্বাসে উঠে যায় অবরোধ ।