ETV Bharat / city

লকডাউন অমান্যে দুর্গাপুরে গ্রেপ্তার 7 জন

দুর্গাপুরের B-জোন চণ্ডীদাস বাজারে সোনাপট্টি লাগোয়া একটি ফাঁকা জায়গায় আড্ডা মারছিল বেশ কয়েকজন যুবক। খবর পেয়ে ঘটনাস্থানে যায় দুর্গাপুর থানার পুলিশ। এই এলাকা থেকে 7 জনকে গ্রেপ্তার করে পুলিশ ।

lockdown
গ্রেফতার 7 জন
author img

By

Published : Apr 26, 2020, 11:42 PM IST

দুর্গাপুর, 26 এপ্রিল : লকডাউন অমান্য করায় দুর্গাপুরে গ্রেপ্তার সাতজন । চণ্ডীদাস বাজারে সোনাপট্টি লাগোয়া এলাকায় জমায়েত করায় এই গ্রেপ্তার করা হয়েছে । পরে দুর্গাপুর থানা থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পায় ধৃতরা।


দুর্গাপুরের B-জোন চণ্ডীদাস বাজারে সোনাপট্টি লাগোয়া একটি ফাঁকা জায়গায় আড্ডা মারছিল বেশ কয়েকজন যুবক। খবর পেয়ে ঘটনাস্থানে যায় দুর্গাপুর থানার পুলিশ।এই এলাকা থেকে 7 জনকে গ্রেপ্তার করে পুলিশ ।গ্রেপ্তার হওয়া সবার বাড়ি B-জোন এলাকাতে। গ্রেপ্তার হওয়া 7 জনের নাম সঞ্জয় মন্ডল ,রাম কৃপাল, প্রীতম মন্ডল, কৃশানু কর্মকার ,নিরূপম সিনহা, সুপ্রদীপ প্রামাণিক ও দীপক সিং। এদের সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে ।

চণ্ডীদাস বাজার এলাকায় আজ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান ছাড়াও অন্যান্য কিছু দোকানও খুলে রাখার অভিযোগ ওঠে ।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কড়া ভূমিকা গ্রহণ করে। দ্রুত সেসব দোকান বন্ধ করে দেওয়া হয় । দুর্গাপুরের রাস্তায় লকডাউন অমান্য করে বেরোনোর ফলে কয়েকদিন আগে প্রায় 50 জনকে গ্রেপ্তার করেছিল দুর্গাপুর থানার পুলিশ ।কিন্তু তারপরেও হুঁশ ফেরেনি অনেকের। পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারি চলছে শহরে ।

দুর্গাপুর, 26 এপ্রিল : লকডাউন অমান্য করায় দুর্গাপুরে গ্রেপ্তার সাতজন । চণ্ডীদাস বাজারে সোনাপট্টি লাগোয়া এলাকায় জমায়েত করায় এই গ্রেপ্তার করা হয়েছে । পরে দুর্গাপুর থানা থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পায় ধৃতরা।


দুর্গাপুরের B-জোন চণ্ডীদাস বাজারে সোনাপট্টি লাগোয়া একটি ফাঁকা জায়গায় আড্ডা মারছিল বেশ কয়েকজন যুবক। খবর পেয়ে ঘটনাস্থানে যায় দুর্গাপুর থানার পুলিশ।এই এলাকা থেকে 7 জনকে গ্রেপ্তার করে পুলিশ ।গ্রেপ্তার হওয়া সবার বাড়ি B-জোন এলাকাতে। গ্রেপ্তার হওয়া 7 জনের নাম সঞ্জয় মন্ডল ,রাম কৃপাল, প্রীতম মন্ডল, কৃশানু কর্মকার ,নিরূপম সিনহা, সুপ্রদীপ প্রামাণিক ও দীপক সিং। এদের সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে ।

চণ্ডীদাস বাজার এলাকায় আজ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান ছাড়াও অন্যান্য কিছু দোকানও খুলে রাখার অভিযোগ ওঠে ।পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কড়া ভূমিকা গ্রহণ করে। দ্রুত সেসব দোকান বন্ধ করে দেওয়া হয় । দুর্গাপুরের রাস্তায় লকডাউন অমান্য করে বেরোনোর ফলে কয়েকদিন আগে প্রায় 50 জনকে গ্রেপ্তার করেছিল দুর্গাপুর থানার পুলিশ ।কিন্তু তারপরেও হুঁশ ফেরেনি অনেকের। পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারি চলছে শহরে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.