দুর্গাপুর, 2 জুন: দুর্গাপুর মহকুমার বিভিন্ন এলাকায় গতরাত থেকে আজ সকাল পর্যন্ত একাধিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 4 জনের ।
গতরাতে দুর্গাপুর থানা এলাকার মেইনগেটে 2 নম্বর জাতীয় সড়ক পার করার সময় গাড়ির ধাক্কায় ঘটনাস্থানেই মারা যান রাজু প্রসাদ (24) নামে এক যুবক । আহত হন রাজুপ্রসাদের বন্ধু রাজু রুইদাস (23) । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছয় ওয়ারিয়া ফাঁড়ির পুলিশ । আশঙ্কাজনক অবস্থায় রাজুকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । আজ সকালে সেখানে তাঁর মৃত্যু হয় । দু'জনেরই বাড়ি দুর্গাপুরের আমরাই গ্রামে । পুলিশের অনুমান সড়ক পারাপারের সময় কোনও গাড়ি তাঁদের ধাক্কা মেরে পালিয়ে যায় ।
অন্যদিকে কাঁকসা থানার অন্তর্গত পানাগড় বাজার এলাকায় গতরাতে নিজের বাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক যুবতির । নাম প্রতিমা পাল (27) । রাতেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় কাঁকসা থানার পুলিশ ।
এদিকে, আজ সকালে কাঁকসার মাঠপাড়া এলাকায় আম পাড়তে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু হয় এক বৃদ্ধের । নাম সুকুমার রায় (61) । পা ফসকে ছাদ থেকে পড়ে যান । কাঁকসা থানার পুলিশ দেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় ।