দুর্গাপুর, 30 জুন : দুর্গাপুর মহকুমা প্রশাসন ভবনের তিনজনের শরীরে মিলল কোরোনা । তাঁদের কাঁকসা থানা এলাকার কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । যার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল দুর্গাপুর মহকুমা প্রশাসন ভবন ও সেখানে থাকা রাজ্য সরকারের একাধিক দপ্তর ।
গত সপ্তাহে দুর্গাপুর মহকুমা প্রশাসনের এক ম্যাজিস্ট্রেটের কোরোনাতে আক্রান্ত হওয়ার ঘটনা জানা যায় । চাঞ্চল্য ছড়ায় সেখানে । মোট 48 জনের সোয়াব পরীক্ষা করা হয় । পরে আরও একজন ডেপুটি ম্যাজিস্ট্রেটের কোরোনা পজ়িটিভ পাওয়া যায় । এরপর গতকাল, মহকুমা প্রশাসন ভবনের আরও তিনজন কোরোনা আক্রান্তের খবর মেলে। তাঁদের মধ্যে একজন ক্যান্টিন অপারেটর, একজন ডেপুটি ম্যাজিস্ট্রেটের গাড়ি চালক এবং মহকুমা প্রশাসন দপ্তরে থাকা পরিবহন দপ্তরের একজন ফটোগ্রাফার। তবে গতকাল প্রশাসন ভবন খোলার কথা থাকলেও তা আবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার নির্দেশিকা জারি করা হয়েছে।
দুর্গাপুর মহকুমা প্রশাসন ভবনের পাশেই রয়েছে খাদ্য দপ্তর ,পরিবহন দপ্তর, ক্রেতা সুরক্ষা দপ্তরসহ রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর । এছাড়াও রয়েছে পোস্ট অফিস ,ট্রেজারি এবং দুর্গাপুর মহকুমা আদালত । তাই সংক্রমণ বাড়ার আশঙ্কা একেবারেই উড়িয়ে দিচ্ছে না বিশেষজ্ঞমহল ।