ETV Bharat / city

Youth Dead Body Found: তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার, অভিযোগের তির সদ্য ভোটে জেতা কাউন্সিলরের বিরুদ্ধে - youth girl dead body found at east Bardhaman

পৌরভোটের ফল বের হতেই এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যপক উত্তেজনা ছড়াল বর্ধমান পৌরসভার 27 নং ওয়ার্ডের বাবুরবাগ এলাকায় (Youth Dead Body Found)। অভিযোগ তৃণমূল কংগ্রেসের সদ্য বিজয়ী কাউন্সিলর বসির আহমেদের বিরুদ্ধে ৷

Youth Dead Body Found
তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার
author img

By

Published : Mar 2, 2022, 10:58 PM IST

বর্ধমান, 2 মার্চ: পৌরভোটের ফল বের হওয়ার পরেই এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যপক উত্তেজনা ছড়াল বর্ধমান পৌরসভার 27 নং ওয়ার্ডের বাবুরবাগ এলাকায়। অভিযোগ তৃণমূল কংগ্রেসের সদ্য বিজয়ী কাউন্সিলর বসির আহমেদের হুমকির জেরেই এই তরুণী আত্মঘাতী হয়েছে (Youth Dead Body Found)। মৃত তরুণীর নাম তুহিনা খাতুন (27)। তাঁর বাড়ি 27 নং ওয়ার্ডের বাবুরবাগ মসজিদ সংলগ্ন নতুন পল্লিতে। যদিও, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বসির আহমেদ।

স্থানীয় ও তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, 27 নং ওয়ার্ড এলাকায় তৃণমূলের দুটি গোষ্ঠী আছে। একদল বসির আহমেদের অনুগামী। অন্যদল মুক্তার মিয়ার অনুগামী। পৌরভোটে কে টিকিট পাবে তা নিয়ে প্রার্থী ঘোষণার আগে থেকেই ঠান্ডা লড়াই চলছিল দুই গোষ্ঠীর মধ্যে। মুক্তার মিয়ার অনুগামী হিসেবে পরিচিত ছিল তুহিনা খাতুন নামে এই তরুণী। সে বিএ প্রথম বর্ষের ছাত্রী। তাঁরা তিন বোন। তাঁর অপর দুই বোনের বিয়ে হয়ে গিয়েছে। তাঁরা তিন জনেই মুক্তার মিয়ার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে কাজ করত। পৌরভোটে 27 নং ওয়ার্ডে টিকিট পায় বসির আহমেদ ওরফে বাদশা। অভিযোগ টিকিট পাওয়ার পরেই এই তরুণীর বাড়ির সামনে দেওয়ালে ছবি আঁকা হয়। এই ছবিতে দেখানো হয়েছে তিন তরুণীর ঝুলন্ত ছবি। ওই ছবি দেখিয়ে বসির আহমেদের অনুগামীরা হুমকি দিত এই তিন বোনকে এইভাবে ঝোলানো হবে। এমনকি তাদের ধর্ষণ করার হুমকি দেওয়া হয়। বসির আহমেদ টিকিট পাওয়ায় তরুণীর বাড়ির লোকজন বিষয়টি মিটমাটের জন্য বসির আহমেদের কাছে যায় কিন্তু তাদের তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এদিন বসির আহমেদ নির্বাচনে জিততেই ওই তরুণীর বাড়ির সামনে বোমা মারা হয় বলে অভিযোগ। এমনকি তার বাড়ির দরজায় লাথি মেরে তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। এরপরেই ভয়ে ওই তরুণী গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ। ঘটনায় এলাকায় ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: গুসকরায় পুলিশকে লক্ষ্য করে ইট, পুলিশের লাঠিচার্জ

তৃণমূল নেতা মুক্তার মিঁয়া বলেন, "বাবুরবাগ এলাকায় আমার সঙ্গে এই মেয়েগুলি পার্টি করত। এরা তিন বোন। এদের মধ্যে একজন কলেজে পড়ে। বাকি দু'জনে গৃহবধূ। যেহেতু আমি টিকিট পাইনি, বাদশা টিকিট পায় তাই নির্বাচনের আগে থেকেই তাদের প্রাণে মারার ও ধর্ষণের হুমকি দেওয়া হয়। তাঁদের বাড়ির সামনে তিনটে মেয়ের ঝুলন্ত ছবি দেওয়ালে আঁকা হয়। এই ছবির মাধ্যমে বলা হয়েছে তিন বোনকে গলায় দড়ি দিয়ে ঝুলতে হবে। আজ ভোটের ফল বেরোতেই তাদের বাড়ির সামনে বোম ফাটিয়ে দরজায় লাথি মেরে তাঁদের ঘর থেকে বেরোতে বলা হয়। এরপরেই ভয়ে মেয়েটি আত্মঘাতী হয়।" অন্যদিকে, তৃণমূল কাউন্সিলর বসির আহমেদ বলেন, "আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। এই পরিবারকে কোনও হুমকি দেওয়া হয়নি। পুলিশ ঘটনার তদন্ত করলেই আসল ঘটনা জানা যাবে।"

বর্ধমান, 2 মার্চ: পৌরভোটের ফল বের হওয়ার পরেই এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যপক উত্তেজনা ছড়াল বর্ধমান পৌরসভার 27 নং ওয়ার্ডের বাবুরবাগ এলাকায়। অভিযোগ তৃণমূল কংগ্রেসের সদ্য বিজয়ী কাউন্সিলর বসির আহমেদের হুমকির জেরেই এই তরুণী আত্মঘাতী হয়েছে (Youth Dead Body Found)। মৃত তরুণীর নাম তুহিনা খাতুন (27)। তাঁর বাড়ি 27 নং ওয়ার্ডের বাবুরবাগ মসজিদ সংলগ্ন নতুন পল্লিতে। যদিও, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বসির আহমেদ।

স্থানীয় ও তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, 27 নং ওয়ার্ড এলাকায় তৃণমূলের দুটি গোষ্ঠী আছে। একদল বসির আহমেদের অনুগামী। অন্যদল মুক্তার মিয়ার অনুগামী। পৌরভোটে কে টিকিট পাবে তা নিয়ে প্রার্থী ঘোষণার আগে থেকেই ঠান্ডা লড়াই চলছিল দুই গোষ্ঠীর মধ্যে। মুক্তার মিয়ার অনুগামী হিসেবে পরিচিত ছিল তুহিনা খাতুন নামে এই তরুণী। সে বিএ প্রথম বর্ষের ছাত্রী। তাঁরা তিন বোন। তাঁর অপর দুই বোনের বিয়ে হয়ে গিয়েছে। তাঁরা তিন জনেই মুক্তার মিয়ার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে কাজ করত। পৌরভোটে 27 নং ওয়ার্ডে টিকিট পায় বসির আহমেদ ওরফে বাদশা। অভিযোগ টিকিট পাওয়ার পরেই এই তরুণীর বাড়ির সামনে দেওয়ালে ছবি আঁকা হয়। এই ছবিতে দেখানো হয়েছে তিন তরুণীর ঝুলন্ত ছবি। ওই ছবি দেখিয়ে বসির আহমেদের অনুগামীরা হুমকি দিত এই তিন বোনকে এইভাবে ঝোলানো হবে। এমনকি তাদের ধর্ষণ করার হুমকি দেওয়া হয়। বসির আহমেদ টিকিট পাওয়ায় তরুণীর বাড়ির লোকজন বিষয়টি মিটমাটের জন্য বসির আহমেদের কাছে যায় কিন্তু তাদের তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এদিন বসির আহমেদ নির্বাচনে জিততেই ওই তরুণীর বাড়ির সামনে বোমা মারা হয় বলে অভিযোগ। এমনকি তার বাড়ির দরজায় লাথি মেরে তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। এরপরেই ভয়ে ওই তরুণী গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ। ঘটনায় এলাকায় ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: গুসকরায় পুলিশকে লক্ষ্য করে ইট, পুলিশের লাঠিচার্জ

তৃণমূল নেতা মুক্তার মিঁয়া বলেন, "বাবুরবাগ এলাকায় আমার সঙ্গে এই মেয়েগুলি পার্টি করত। এরা তিন বোন। এদের মধ্যে একজন কলেজে পড়ে। বাকি দু'জনে গৃহবধূ। যেহেতু আমি টিকিট পাইনি, বাদশা টিকিট পায় তাই নির্বাচনের আগে থেকেই তাদের প্রাণে মারার ও ধর্ষণের হুমকি দেওয়া হয়। তাঁদের বাড়ির সামনে তিনটে মেয়ের ঝুলন্ত ছবি দেওয়ালে আঁকা হয়। এই ছবির মাধ্যমে বলা হয়েছে তিন বোনকে গলায় দড়ি দিয়ে ঝুলতে হবে। আজ ভোটের ফল বেরোতেই তাদের বাড়ির সামনে বোম ফাটিয়ে দরজায় লাথি মেরে তাঁদের ঘর থেকে বেরোতে বলা হয়। এরপরেই ভয়ে মেয়েটি আত্মঘাতী হয়।" অন্যদিকে, তৃণমূল কাউন্সিলর বসির আহমেদ বলেন, "আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। এই পরিবারকে কোনও হুমকি দেওয়া হয়নি। পুলিশ ঘটনার তদন্ত করলেই আসল ঘটনা জানা যাবে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.