ETV Bharat / city

Lady Rescued : আউশগ্রামে জঙ্গল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার তরুণী, কারণ নিয়ে ধোঁয়াশা - Purba Bardhaman

আউশগ্রামের একটি জঙ্গল থেকে এক তরুণীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হল ৷ দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরেননি তিনি ৷ ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Lady Rescued in Ausgram
Lady Rescued in Ausgram
author img

By

Published : Oct 16, 2021, 3:34 PM IST

বর্ধমান, 16 অক্টোবর : বন্ধুর সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরেননি তরুণী । পরে তাঁকে অচৈতন্য অবস্থায় একটি জঙ্গলের ভিতরে পাওয়া যায় ৷ কীভাবে তিনি ওই জায়গায় পৌঁছলেন তার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে বর্ধমানের আউশগ্রামে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তবে তদন্তের স্বার্থে কিছুই জানাতে চাননি অতিরিক্ত পুলিশ সুপার ৷ এমন ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

আউশগ্রামের মলডাঙা আদিবাসীপাড়ার কাছে একটা জঙ্গল থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয় । প্রথমে তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র এবং পরে রাতের দিকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । খবর পেয়ে রাতেই মেডিক্যাল কলেজ হাসপাতালে যান অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম বর্ধমানের বুদবুদ এলাকার বাসিন্দা ওই তরুণী ডিভোর্সি । শুক্রবার বিকেল নাগাদ এক বন্ধুর সঙ্গে ঠাকুর দেখতে বের হন । রাতের দিকে মলডাঙার একটা জঙ্গলের অচৈতন্য অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা । স্থানীয়দের অনুমান, তরুণীকে গণধর্ষণ করা হয়েছে । যদিও পুলিশ বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি । পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে । তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাচ্ছে না ।

গোটা বিষয়টি নিয়ে তদন্তের স্বার্থে মুখ খুলতে চায়নি পুলিশ

অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায় বলেন, "এই মুহূর্তে আমরা কিছু বলব না । পুরো বিষয়টি খতিয়ে দেখছি । তদন্তের স্বার্থে কিছুই বলা যাবে না ।"

আরও পড়ুন : Rashid Khan : সঙ্গীত শিল্পী রশিদ খানকে ফোনে খুনের হুমকি, গ্রেফতার 2

বর্ধমান, 16 অক্টোবর : বন্ধুর সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরেননি তরুণী । পরে তাঁকে অচৈতন্য অবস্থায় একটি জঙ্গলের ভিতরে পাওয়া যায় ৷ কীভাবে তিনি ওই জায়গায় পৌঁছলেন তার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে বর্ধমানের আউশগ্রামে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তবে তদন্তের স্বার্থে কিছুই জানাতে চাননি অতিরিক্ত পুলিশ সুপার ৷ এমন ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

আউশগ্রামের মলডাঙা আদিবাসীপাড়ার কাছে একটা জঙ্গল থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয় । প্রথমে তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র এবং পরে রাতের দিকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় । খবর পেয়ে রাতেই মেডিক্যাল কলেজ হাসপাতালে যান অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম বর্ধমানের বুদবুদ এলাকার বাসিন্দা ওই তরুণী ডিভোর্সি । শুক্রবার বিকেল নাগাদ এক বন্ধুর সঙ্গে ঠাকুর দেখতে বের হন । রাতের দিকে মলডাঙার একটা জঙ্গলের অচৈতন্য অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা । স্থানীয়দের অনুমান, তরুণীকে গণধর্ষণ করা হয়েছে । যদিও পুলিশ বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি । পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে । তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাচ্ছে না ।

গোটা বিষয়টি নিয়ে তদন্তের স্বার্থে মুখ খুলতে চায়নি পুলিশ

অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায় বলেন, "এই মুহূর্তে আমরা কিছু বলব না । পুরো বিষয়টি খতিয়ে দেখছি । তদন্তের স্বার্থে কিছুই বলা যাবে না ।"

আরও পড়ুন : Rashid Khan : সঙ্গীত শিল্পী রশিদ খানকে ফোনে খুনের হুমকি, গ্রেফতার 2

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.