বর্ধমান, 3 জুন : পূর্ব বর্ধমান জেলায় কোরোনায় আক্রান্ত হল আরও তিনজন । আক্রান্তদের দুর্গাপুরের কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ।
বুধবার যে তিনজন কোরোনায় আক্রান্ত হয়েছে তাদের মধ্যে একজন কালনা, একজন কাটোয়া 1 নম্বর ব্লক ও আর একজন কাটোয়া দু'নম্বর ব্লকের বাসিন্দা । ওই এলাকাগুলিকে কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে। এখনও পর্যন্ত জেলায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 76। বাফার জ়োনের সংখ্যাও 76 । ইতিমধ্যেই 10টি জায়গায় বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে।
এদিকে বর্ধমানের প্রি কোভিড হাসপাতালে ভরতি থাকা চারজনের মৃত্যু হয়েছে । সেখানে এখন মোট 40 জন ভরতি রয়েছে । তাদের মধ্যে ছ'জনকে CCU-তে এবং ভেন্টিলেটরে রাখা হয়েছে। আটজনকে অক্সিজেন দেওয়া হচ্ছে । মৃতদের সোয়াবের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে দেখা হচ্ছে ।
পূর্ব বর্ধমানে কোরোনায় আক্রান্ত আরও 3 - burdwan corona hospital
পূর্ব বর্ধমানে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে । কোরোনায় আক্রান্ত হলেন আরও তিনজন ।
![পূর্ব বর্ধমানে কোরোনায় আক্রান্ত আরও 3 corona hospital in burdwan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7465244-766-7465244-1591199905033.jpg?imwidth=3840)
বর্ধমান, 3 জুন : পূর্ব বর্ধমান জেলায় কোরোনায় আক্রান্ত হল আরও তিনজন । আক্রান্তদের দুর্গাপুরের কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে ।
বুধবার যে তিনজন কোরোনায় আক্রান্ত হয়েছে তাদের মধ্যে একজন কালনা, একজন কাটোয়া 1 নম্বর ব্লক ও আর একজন কাটোয়া দু'নম্বর ব্লকের বাসিন্দা । ওই এলাকাগুলিকে কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে। এখনও পর্যন্ত জেলায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 76। বাফার জ়োনের সংখ্যাও 76 । ইতিমধ্যেই 10টি জায়গায় বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে।
এদিকে বর্ধমানের প্রি কোভিড হাসপাতালে ভরতি থাকা চারজনের মৃত্যু হয়েছে । সেখানে এখন মোট 40 জন ভরতি রয়েছে । তাদের মধ্যে ছ'জনকে CCU-তে এবং ভেন্টিলেটরে রাখা হয়েছে। আটজনকে অক্সিজেন দেওয়া হচ্ছে । মৃতদের সোয়াবের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে দেখা হচ্ছে ।