বর্ধমান, 19 মে : এবার জাল কারখানার হদিশ মিলল বর্ধমানের খাগড়াগড়ে । সেখান থেকে বেশ কিছু জালনোট ও নকল টাকা ছাপার মেশিন উদ্ধার করেছে পুলিশ । ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে । ধৃতরা হল দীপংকর চক্রবর্তী, গোপাল সিং ও বিপুল সরকার (Three arrested in Burdwan with fake currency)।
গোপন সূত্রে খবরে বর্ধমান থানার পুলিশ জানতে পারে খাগড়াগড় এলাকার মাঠপাড়ার একটা বাড়িতে জালনোটের কারবার চলছে । বৃহস্পতিবার ওই বাড়িতে পুলিশ হঠাৎ হানা দেয় । সেখান থেকে বেশ কিছু পরিমাণ নকল টাকা ছাপানোর যন্ত্র পুলিশ উদ্ধার করে ।
ধৃতদের মধ্যে দীপঙ্কর চক্রবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা এলাকার বাসিন্দা । বাকি দুজন গোপাল সিং ও বিপুল সরকার বর্ধমান শহরের বাসিন্দা বলে জানা গিয়েছে । পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশিস সেন বলেন, "খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ খাগড়াগড়ের একটা বাড়িতে হানা দেয় । সেখানে নকল টাকা ছাপানোর কাজ চলছিল । সেখান থেকে তিন জনকে পুলিশ গ্রেফতার করেছে । ধৃতদের কাছ থেকে 12 হাজার 500 টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে ।"
আরও পড়ুন : TMC Leader Arrested : চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার তৃণমূলের উপপ্রধান
পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের সঙ্গে কোন চক্রের যোগ আছে কি না, তা জানার চেষ্টা করছে । আগামিকাল ধৃতদের আদালতে তুলে পুলিশ হেপাজতে নেওয়ার আবেদন করা হবে বলে জানা গিয়েছে ।