বর্ধমান,২৭ মার্চ:লকডাউনের বিধিনিষেধ সবাই মেনে চলছে কি না তা নজর রাখছে প্রশাসন । নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে মানুষকে বের হতে হচ্ছে । বিশেষ করে প্রতিদিনের সবজি কিনতে মানুষকে বাজারে যেতে হচ্ছে । বাজারে গিয়ে সতর্কতা মেনে কিভাবে জিনিস কিনতে হবে তার শিক্ষা দিতে হচ্ছে প্রশাসনকে । এমনই ঘটনা দেখা গেল বর্ধমানে ।
জিনিস কেনাকাটার জন্য রাস্তায় কিভাবে দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হবে সে বিষয়ে সাধারণ মানুষকে সচে্তন করার চেষ্টা করল প্রশাসন । জেলা পুলিশের পক্ষ থেকে চুন দিয়ে বর্ধমানের পুলিশ লাইন বাজারে চিহ্নিত করা হল।
জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় এদিন জনসাধারণকে বার্তা দেন কীভাবে তাঁরা বাইরে বের না হয়ে নিজেকে সুরক্ষিত রাখবেন।