বর্ধমান, 2 সেপ্টেম্বর : ফেসবুক শুটিং করতে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে বিবাদের জেরে তীব্র উত্তেজনা ছড়াল বর্ধমানের চৈতপুড়ে। এই ঘটনায় দুই যুবক-যুবতি ও এক মহিলাকে আটক করে গ্রামবাসীরা। অভিযুক্ত দুই যুবক পালিয়ে যায়। এই খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটকে রাখা তিনজনকে উদ্ধার করে নিয়ে যায় থানায়।
বর্ধমানে দামোদরের তীরে শুটিং ঘিরে উত্তেজনা - দামোদরের তীরে শুটিং
উদ্দেশ্য ছিল ফেসবুকের জন্য় শুটিং করা ৷ এজন্য বর্ধমানের চৈতপুড়ে দামোদর নদের পাড়ে সকালে হাজির হয় চারজন যুবক-যুবতি ও এক মহিলা ৷ কিন্তু শুটিং করতে গিয়ে গ্রামবাসীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ল তারা ৷ উত্তেজনার মধ্য়ে দুই যুবক-যুবতি কোনও রকমে পালিয়ে গেলেও তিনজনকে স্থানীয় ক্লাব ঘরে আটকে রাখে গ্রামবাসীরা ৷ পরে পুলিশ গিয়ে আটক তিনজনকে উদ্ধার করে ৷
![বর্ধমানে দামোদরের তীরে শুটিং ঘিরে উত্তেজনা Facebook shooting](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-8652580-1011-8652580-1599048272103.jpg?imwidth=3840)
শুটিং ঘিরে উত্তেজনা
বর্ধমান, 2 সেপ্টেম্বর : ফেসবুক শুটিং করতে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে বিবাদের জেরে তীব্র উত্তেজনা ছড়াল বর্ধমানের চৈতপুড়ে। এই ঘটনায় দুই যুবক-যুবতি ও এক মহিলাকে আটক করে গ্রামবাসীরা। অভিযুক্ত দুই যুবক পালিয়ে যায়। এই খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আটকে রাখা তিনজনকে উদ্ধার করে নিয়ে যায় থানায়।
দামোদরের তীরে শুটিং ঘিরে উত্তেজনা
দামোদরের তীরে শুটিং ঘিরে উত্তেজনা