বর্ধমান,২৮ মার্চ : জেলায় লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে বর্ধমানে এলেন রাজ্য পুলিশের DG বীরেন্দ্র। ব্যবসায়ীদের কালোবাজারি প্রসঙ্গ তুলে তিনি বলেন, "আগের থেকে কালোবাজারি কিছুটা হলেও কমেছে ।তবে এটা একদম বন্ধ হওয়া দরকার।"
শনিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভা এলাকায় পুলিশের আধিকারিক, স্থানীয় জনপ্রতিনিধি এবং ব্যবসায়ীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন DG বীরেন্দ্র । জিনিসপত্রের দাম যাতে কোনওভাবেই নাগালের বাইরে না যায় সে বিষয়ে সবাইকে নজর রাখতে অনুরোধ করেন তিনি ।কালোবাজারি যাতে বন্ধ হয় সে বিষয়ে ব্যবসায়ী সংগঠনকে সতর্ক করা হয়েছে।
রাজ্য পুলিশের DG বলেন, "লকডাউন পরিস্থিতিতে যে কোনও বিষয়ে পুলিশ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে।" ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, "জিনিস মজুত রাখার প্রবণতা, কালোবাজারF আগের থেকে অনেকটাই কমে গিয়েছে। তবে এটা সম্পূর্ণ বন্ধ হওয়া দরকার।"
কালোবাজারি নিয়ে ব্যবসায়ীদের সতর্ক করলেন DG - black market
শনিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভা এলাকায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, স্থানীয় জনপ্রতিনিধি এবং ব্যবসায়ীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন DG বীরেন্দ্র । কালোবাজারি যাতে বন্ধ হয় সে বিষয়ে ব্যবসায়ী সংগঠনকে সতর্ক করা হয়েছে।
![কালোবাজারি নিয়ে ব্যবসায়ীদের সতর্ক করলেন DG birendra](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6579551-1019-6579551-1585418310343.jpg?imwidth=3840)
বর্ধমান,২৮ মার্চ : জেলায় লকডাউন পরিস্থিতি খতিয়ে দেখতে বর্ধমানে এলেন রাজ্য পুলিশের DG বীরেন্দ্র। ব্যবসায়ীদের কালোবাজারি প্রসঙ্গ তুলে তিনি বলেন, "আগের থেকে কালোবাজারি কিছুটা হলেও কমেছে ।তবে এটা একদম বন্ধ হওয়া দরকার।"
শনিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি পৌরসভা এলাকায় পুলিশের আধিকারিক, স্থানীয় জনপ্রতিনিধি এবং ব্যবসায়ীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন DG বীরেন্দ্র । জিনিসপত্রের দাম যাতে কোনওভাবেই নাগালের বাইরে না যায় সে বিষয়ে সবাইকে নজর রাখতে অনুরোধ করেন তিনি ।কালোবাজারি যাতে বন্ধ হয় সে বিষয়ে ব্যবসায়ী সংগঠনকে সতর্ক করা হয়েছে।
রাজ্য পুলিশের DG বলেন, "লকডাউন পরিস্থিতিতে যে কোনও বিষয়ে পুলিশ সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে।" ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, "জিনিস মজুত রাখার প্রবণতা, কালোবাজারF আগের থেকে অনেকটাই কমে গিয়েছে। তবে এটা সম্পূর্ণ বন্ধ হওয়া দরকার।"