মঙ্গলকোট, 25 ফেব্রুয়ারি : আমি মঙ্গলকোট বিধানসভা কেন্দ্রে আর দাঁড়াবো না। প্রতিদ্বন্দ্বিতা করব না। আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একথা আমি সরাসরি বলেছি । বর্ধমানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। নাম না করে এদিন অনুব্রত মণ্ডলকে একহাত নিয়ে সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, বীরভূমের গরম হাওয়া মঙ্গলকোটের মাটিকে উত্তপ্ত করছে। যে কথা তিনি দলকে জানিয়েছেন। এছাড়া মঙ্গলকোট এলাকায় বিভিন্ন কাজ করার ইচ্ছা থাকলেও তিনি সেই কাজ তিনি করতে পারেননি।
সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, "মঙ্গলকোট থেকে আমি আর প্রতিদ্বন্দ্বিতা করব না সেই কথা আমি দলের অন্যান্য সর্বোচ্চ নেতাদেরও জানিয়েছি। তাদের একটা কথাই বলেছি, পাঁচ বছর ধরে আমি আমার দায়িত্ব পালন করেছি। এবং ওখানকার মাটি খুব উত্তপ্ত হয়ে উঠেছে, সেটাও বলেছি। আমি জানিয়েছি যে আমি শান্তিপ্রিয় মানুষ, আমি কাউকে তুই বলে কথা বলি না, গালিগালাজ করি না। ওখানকার মাটি খুব গরম মেজাজি মাটি । সেই বীরভূম থেকে গরমটা এখানে খাওয়ানো হচ্ছে।" তাঁর কথায় দলের প্রতি একরাশ অভিমানের সুরও ধরা পড়েছে ৷ তিনি বলেন," দল দলের কাজ করছে । দলকে বলেছি তারা যদি কাজ করে তারাই থাকুক। ওখানে আমার ইচ্ছা ছিল আরও অনেক উন্নয়ন করার ৷ কিন্তু সেই কাজ করতে পারিনি ।পর্যটন দফতরকে বলেছিলাম সেখানে কাজ করানোর জন্য ।অনেক কাজের ইচ্ছে আছে। "
আরও পড়ুন :কংগ্রেসের টালবাহানার পরেও,সিদ্দিকীর সঙ্গে জোট বজায় রাখতে মরিয়া বাম
তিনি এসমস্ত কথা মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। দল তাঁর কাছে জানতে চেয়েছে, তিনি কোথায় দাঁড়াতে চান? তিনি বলেন" আমি বর্ধমান জেলায় দাঁড়াতে চাই । কোথায় দাঁড়াব, না দাঁড়াব তা দলের নেত্রী ঠিক করে দেবেন। এই নিয়ে আমি মন্তব্য করতে রাজি নই।"