ETV Bharat / city

"এত অধৈর্য হলে কী করে হবে", পার্শ্বশিক্ষকদের বার্তা শিক্ষামন্ত্রীর - পার্থ চট্টোপাধ্যায় সংক্রান্ত খবর

আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সায়েন্স কংগ্রেস অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ সেখানে পার্শ্বশিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে বলেন, "আমরা পার্শ্বশিক্ষকদের 40 শতাংশ থেকে 65 শতাংশ বেতন বাড়িয়েছি । তাঁদের মেডিকেল লিভের সংখ্যা বাড়িয়েছি । আমরা তাঁদের PF-এর মধ্যে নিয়ে এসেছি । কিন্তু তারপরও এত অধৈর্য হলে কী করে হবে ৷"

Pratha Chatterjee's comment on Para Teacher agitation at Burdwan University
পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : Dec 9, 2019, 9:01 PM IST

বর্ধমান, 9 ডিসেম্বর : পার্শ্বশিক্ষকদের প্রতি সহানুভূতিশীল সরকার ৷ অনেক সুবিধা দেওয়া হয়েছে ৷ অথচ তাঁরা অধৈর্য হয়ে পড়ছেন ৷ আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সায়েন্স কংগ্রেস অনুষ্ঠানে যোগ দিতে এসে পার্শ্বশিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে এই মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷

তিনি বলেন, "আন্দোলনরত পার্শ্বশিক্ষকদের বোঝা উচিত প্রোজেক্টের অধীনে কাজ করলে সেটা বন্ধ হয়ে যেতে পারে । কিন্তু আমাদের সরকার সেগুলি বন্ধ হতে দেয়নি । তা সত্ত্বেও আমি বলেছি নিশ্চয়ই বিষয়টি দেখব । আমরা পার্শ্বশিক্ষকদের 40 শতাংশ থেকে 65 শতাংশ বেতন বাড়িয়েছি । অনেকেই প্রশিক্ষিত ছিলেন না, তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি । তাঁদের মেডিকেল লিভের সংখ্যা বাড়িয়েছি । আমরা তাঁদের PF-এর মধ্যে নিয়ে এসেছি । আমরা করছি তো ৷ কিন্তু তারপরও এত অধৈর্য হলে কী করে হবে ৷"

দেখুন ভিডিয়ো...

শিক্ষামন্ত্রী আরও বলেন, "2002-2004 সাল থেকে যাঁরা পার্শ্বশিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন তাঁদের তখন বেতন ছিল 1000 টাকা ৷ 2010 সালে তাঁদের বেতন বাড়িয়ে করা হয় 5000 টাকা । মাত্র আট বছরে আমরা তাদের বেতন বাড়িয়ে করেছি 13,000 টাকা ।" শিক্ষামন্ত্রীর প্রশ্ন, "এটা কি আমাদের অপরাধ ? " তা সত্ত্বেও তিনি সব সংগঠনের সঙ্গে বসতে রাজি বলে জানান ৷ বলেন, "আমি একেবারে এই সংক্রান্ত আলোচনা শেষ করতে চাই ৷ বিরোধী নেতারা অসত্য, বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছেন ৷ আমি ওঁদের কাছ থেকে সেই কাগজপত্রগুলি চাই ৷ কেন্দ্রীয় সরকার দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে না ৷ যদি কাগজপত্র দেয় তাহলে নিশ্চয়ই আমি ব্যবস্থা করব ৷ "

বর্ধমান, 9 ডিসেম্বর : পার্শ্বশিক্ষকদের প্রতি সহানুভূতিশীল সরকার ৷ অনেক সুবিধা দেওয়া হয়েছে ৷ অথচ তাঁরা অধৈর্য হয়ে পড়ছেন ৷ আজ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সায়েন্স কংগ্রেস অনুষ্ঠানে যোগ দিতে এসে পার্শ্বশিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে এই মন্তব্য করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷

তিনি বলেন, "আন্দোলনরত পার্শ্বশিক্ষকদের বোঝা উচিত প্রোজেক্টের অধীনে কাজ করলে সেটা বন্ধ হয়ে যেতে পারে । কিন্তু আমাদের সরকার সেগুলি বন্ধ হতে দেয়নি । তা সত্ত্বেও আমি বলেছি নিশ্চয়ই বিষয়টি দেখব । আমরা পার্শ্বশিক্ষকদের 40 শতাংশ থেকে 65 শতাংশ বেতন বাড়িয়েছি । অনেকেই প্রশিক্ষিত ছিলেন না, তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি । তাঁদের মেডিকেল লিভের সংখ্যা বাড়িয়েছি । আমরা তাঁদের PF-এর মধ্যে নিয়ে এসেছি । আমরা করছি তো ৷ কিন্তু তারপরও এত অধৈর্য হলে কী করে হবে ৷"

দেখুন ভিডিয়ো...

শিক্ষামন্ত্রী আরও বলেন, "2002-2004 সাল থেকে যাঁরা পার্শ্বশিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন তাঁদের তখন বেতন ছিল 1000 টাকা ৷ 2010 সালে তাঁদের বেতন বাড়িয়ে করা হয় 5000 টাকা । মাত্র আট বছরে আমরা তাদের বেতন বাড়িয়ে করেছি 13,000 টাকা ।" শিক্ষামন্ত্রীর প্রশ্ন, "এটা কি আমাদের অপরাধ ? " তা সত্ত্বেও তিনি সব সংগঠনের সঙ্গে বসতে রাজি বলে জানান ৷ বলেন, "আমি একেবারে এই সংক্রান্ত আলোচনা শেষ করতে চাই ৷ বিরোধী নেতারা অসত্য, বিভ্রান্তিমূলক কথাবার্তা বলছেন ৷ আমি ওঁদের কাছ থেকে সেই কাগজপত্রগুলি চাই ৷ কেন্দ্রীয় সরকার দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে না ৷ যদি কাগজপত্র দেয় তাহলে নিশ্চয়ই আমি ব্যবস্থা করব ৷ "

Intro:
আমরা অনেক সুবিধা দিয়েছি অথচ পার্শ্বশিক্ষকেরা অধৈর্য হয়ে পড়ছেন বললেন শিক্ষামন্ত্রী

পুলক যশ , বর্ধমান

পার্শ্বশিক্ষকদের আমরা একের পর এক সুবিধা দিয়েছি। তাদের বেতন বৃদ্ধি করেছি অথচ তারা অধৈর্য হয়ে পড়ছে। তবুও আমরা পার্শ্বশিক্ষকদের প্রতি সহানুভূতিশীল। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাইন্স কংগ্রেস অনুষ্ঠানে যোগ দিতে এসে একথা বললেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রী বলেন তাদের বোঝা উচিত প্রজেক্ট এর অধীনে কাজ করলে সেটা বন্ধ হয়ে যেতে পারে ।কিন্তু আমাদের সরকার সেগুলি বন্ধ হতে দেয়নি। তা সত্ত্বেও আমি বলেছি নিশ্চয়ই বিষয়টি দেখবো। কিন্তু বলার মানে এই নয় যে আমরা 40 থেকে 65% বেতন বাড়িয়েছি। ওরা প্রশিক্ষিত ছিলনা ওদের প্রশিক্ষিত প্রশিক্ষনের ব্যবস্থা করেছি। ওদের মেডিকেল লিভ বাড়িয়েছি। আমরা এদের পিএফের মধ্যে নিয়ে এসেছি। অথচ তারা অধৈর্য হয়ে পড়ছে। তারা যখন 2004 সালে প্যারাটিচার হিসেবে যোগ দেয় তখন তাদের মাইনে ছিল 1000 টাকা। 2010 সালে তাদের মাইনে হয় 5000 টাকা। অথচ মাত্র আট বছরে আমরা তাদের মাইনে 13000 টাকা করেছি। এটা করে কি আমাদের অপরাধ প্রশ্ন তোলেন শিক্ষা মন্ত্রী। তিনি বলেন আমরা তা সত্বেও ওদের সঙ্গে বসবো ওদের সংগঠনের সঙ্গে কথা বলব। আমি চাই এই বিষয়টি দ্রুত আলোচনার মাধ্যমে শেষ হোক। যে বিভ্রান্তি মূলক কথাবার্তা বিরোধী নেতারা বলছেন আমি তাদের কাছ থেকে সেই কাগজপত্রগুলো চাই। যারা বলছে কেন্দ্রীয় সরকার দিচ্ছে রাজ্য সরকার দিচ্ছে না সেই কাগজপত্র হাতে পেলেই আমাদের ব্যবস্থা নিতে সুবিধা হবে।


Body:
আমরা অনেক সুবিধা দিয়েছি অথচ পার্শ্বশিক্ষকেরা অধৈর্য হয়ে পড়ছেন বললেন শিক্ষামন্ত্রী


Conclusion:
আমরা অনেক সুবিধা দিয়েছি অথচ পার্শ্বশিক্ষকেরা অধৈর্য হয়ে পড়ছেন বললেন শিক্ষামন্ত্রী
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.