ETV Bharat / city

বর্ধমানে নকল ঘি তৈরির কারখানার হদিশ, আটক 2

author img

By

Published : Jan 28, 2020, 2:59 AM IST

Updated : Jan 28, 2020, 8:25 AM IST

বর্ধমান শহরে নকল ঘি তৈরির কারখানার হদিশ পেল পুলিশ । শহরের দিঘিরপাড় মালির মাঠ এলাকায় সোমবার নকল ঘি তৈরির এক কারখানায় হানা দেন পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা ৷ কারখানার দুই মালিক অনিল সাউ ও ভুবনেশ্বর সাউকে আটক করা হয়েছে । মঙ্গলবার তাদের আদালতে তোলা হবে ।

fake ghee factory at burdwan
নকল ঘি তৈরির কারখানার হদিশ

বর্ধমান, 28 জানুয়ারি : শহরে নকল ঘি তৈরির কারখানার হদিশ পেল পূর্ব বর্ধমান জেলা পুলিশ । এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দু'জনকে আটক করেছে । সোমবার বর্ধমানের দিঘিরপাড় মালির মাঠ এলাকায় নকল ঘি তৈরির ওই কারখানায় হানা দেন পুলিশের এনফ্রোর্সমেন্ট বাঞ্চের অফিসাররা ।


পুলিশ সূত্রে জানা গেছে , সোমবার গোপন সূত্রে খবর পেয়ে জেলা পুলিশের ডেপুটি পুলিশ সুপার সৌভিক পাত্র ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা মিলে আচমকা হানা দেন এই কারখানায় । সেসময় কারখানার উনানে বড় বড় কড়াইয়ে চলছিল ঘি তৈরির কাজ । পুলিশ দেখে কারখানার বেশ কয়েকজন কর্মী পালিয়ে যায় । কিন্তু ধরা পড়ে কারখানার দুই মালিক অনিল সাউ ও ভুবনেশ্বর সাউ । কারখানা থেকে উদ্ধার হয়েছে ৫০০কেজির মতো নকল ঘি ভর্তি টিন ও জার ।

নকল ঘি তৈরির কারখানার হদিশ


ডেপুটি পুলিশ সুপার সৌভিক পাত্র বলেন, শহরের বিভিন্ন মিষ্টির দোকানের নষ্ট হয়ে যাওয়া মিষ্টির সঙ্গে অন্য বস্তু মিশিয়ে এই নকল ঘি তৈরি হত । এখানকার তৈরি ঘি শহরের বিভিন্ন জায়গায় বিক্রির জন্য পাঠানো হত । পুলিশ কারখানার সব সামগ্রী ও এই কাজে ব্যবহৃত দুটি ছোটো গাড়িও বাজেয়াপ্ত করেছে । ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হবে ।

স্থানীয় বাসিন্দা মহিন খান, শেখ রফিকরা জানান, "এখানে প্রত্যেক দিন ছোটো ছোটো গাড়িতে টিন ও জার ভরতি কিছু আনা এবং নিয়ে যাওয়া হয় । এই বিষয়ে জিজ্ঞাসা করলে বলা হত গোরুর খাবারের জন্য চিটে গুড় তৈরি করা হচ্ছে। এই কারখানা থেকে সারাদিন দুর্গন্ধ ছড়ায় । এর ফলে আশপাশের সবাইয়ের অসুবিধা হয় । কিন্তু বললেও শুনত না ।" স্থানীয় সূত্রে জানা গেছে, এই কারখানার জায়গা সাহানা বেগম নামে এক মহিলার । তাঁর কাছ থেকে অনিল সাউ ও ভুবনেশ্বর সাউ কারখানা চালানোর জন্য ভাড়া নিয়েছিল।

বর্ধমান, 28 জানুয়ারি : শহরে নকল ঘি তৈরির কারখানার হদিশ পেল পূর্ব বর্ধমান জেলা পুলিশ । এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দু'জনকে আটক করেছে । সোমবার বর্ধমানের দিঘিরপাড় মালির মাঠ এলাকায় নকল ঘি তৈরির ওই কারখানায় হানা দেন পুলিশের এনফ্রোর্সমেন্ট বাঞ্চের অফিসাররা ।


পুলিশ সূত্রে জানা গেছে , সোমবার গোপন সূত্রে খবর পেয়ে জেলা পুলিশের ডেপুটি পুলিশ সুপার সৌভিক পাত্র ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা মিলে আচমকা হানা দেন এই কারখানায় । সেসময় কারখানার উনানে বড় বড় কড়াইয়ে চলছিল ঘি তৈরির কাজ । পুলিশ দেখে কারখানার বেশ কয়েকজন কর্মী পালিয়ে যায় । কিন্তু ধরা পড়ে কারখানার দুই মালিক অনিল সাউ ও ভুবনেশ্বর সাউ । কারখানা থেকে উদ্ধার হয়েছে ৫০০কেজির মতো নকল ঘি ভর্তি টিন ও জার ।

নকল ঘি তৈরির কারখানার হদিশ


ডেপুটি পুলিশ সুপার সৌভিক পাত্র বলেন, শহরের বিভিন্ন মিষ্টির দোকানের নষ্ট হয়ে যাওয়া মিষ্টির সঙ্গে অন্য বস্তু মিশিয়ে এই নকল ঘি তৈরি হত । এখানকার তৈরি ঘি শহরের বিভিন্ন জায়গায় বিক্রির জন্য পাঠানো হত । পুলিশ কারখানার সব সামগ্রী ও এই কাজে ব্যবহৃত দুটি ছোটো গাড়িও বাজেয়াপ্ত করেছে । ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হবে ।

স্থানীয় বাসিন্দা মহিন খান, শেখ রফিকরা জানান, "এখানে প্রত্যেক দিন ছোটো ছোটো গাড়িতে টিন ও জার ভরতি কিছু আনা এবং নিয়ে যাওয়া হয় । এই বিষয়ে জিজ্ঞাসা করলে বলা হত গোরুর খাবারের জন্য চিটে গুড় তৈরি করা হচ্ছে। এই কারখানা থেকে সারাদিন দুর্গন্ধ ছড়ায় । এর ফলে আশপাশের সবাইয়ের অসুবিধা হয় । কিন্তু বললেও শুনত না ।" স্থানীয় সূত্রে জানা গেছে, এই কারখানার জায়গা সাহানা বেগম নামে এক মহিলার । তাঁর কাছ থেকে অনিল সাউ ও ভুবনেশ্বর সাউ কারখানা চালানোর জন্য ভাড়া নিয়েছিল।

Intro:বর্ধমানে হদিস নকল ঘিয়ের কারখানার,
আটক দুই
সন্তোষ দাস, বর্ধমান


নকল ঘি তৈরি কারখানার হদিস পেল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।


পুলিশ সূত্রে জানা গেছে , এদিন গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমানের দীঘিরপাড় মালির মাঠ এলাকায় জেলা পুলিশের ডেপুটি পুলিশসুপার সৌভিক পাত্র ও এনফ্রোর্সমেন্ট বাঞ্চের অফিসাররা মিলে হঠাৎ হানা দেয় মালির মাঠে ঘি-কারখানায়। তখনও উনানে বড় বড় কড়াইয়ে চলছিলো ঘি তৈরীর কাজ। পুলিশ দেখে বাকি কর্মীরা পালিয়ে গেলেও ধরা পরে কারখানার দুই মালিক অনিল সাউ ও ভূবনেশ্বর সাউ। উদ্ধার হয়েছে ৫০০কেজির মতো নকল ঘি ভর্তী টিন ও জার।
সৌভিক পাত্র জানান, এখানে অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে ঘি তৈরীর হচ্ছিলো, যা তৈরী করা হচ্ছিলো বিভিন্ন মিষ্টির দোকান থেকে আনা মিষ্টির-গাদ থেকে। এখানকার তৈরী ঘি শহরের বিভিন্ন জায়গায় বিক্রির জন্য পাঠানো হতো। পুলিশ কারখানার সব সামগ্রী ও এই কাজে ব্যবহৃত দুটি ছোট গাড়িও আটক করেছে। ধৃতদের আর তথ্যের জন্য জিঞ্জাসাবাদ চালানো হবে, মঙ্গলবার তাদের আদালতে তোলা হবে ।
স্থানিয় বাসিন্দা মহিন খান, শেখ রফিকরা জানাচ্ছেন, এখানে প্রত্যেক দিন ছোট ছোট গাড়িতে টিন ও জার ভরতি কিছু আনা হতো এবং নিয়ে যাওয়া হতো। এই বিষয়ে জিঞ্জাসা করলে বলা হতো গরুর খাবারের জন্য চিটে গুর তৈরী করা হচ্ছে। এই কারখানা থেকে সারাদিন বিটকট গন্ধ ছাড়তো, এতে আশপাশের সবাইকার অসুবিধা হতো। কিন্তু এদের বললেও শুনতো না। জানাগেছে, কারখানা জায়গা টি সাহানা বেগম নামে এক মহিলার। তিনি বেশ কয়েক মাস ধরে অনিল সাউ ও ভূবনেশ্বর সাউকে কারখানা চালানোর জন্য ভাড়া দিয়েছিলেন।Body:বর্ধমানে হদিস নকল ঘিয়ের কারখানার,
আটক দুইConclusion:বর্ধমানে হদিস নকল ঘিয়ের কারখানার,
আটক দুই
Last Updated : Jan 28, 2020, 8:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.