বর্ধমান, 18 মে : পূর্ব বর্ধমানে নতুন করে কোরোনায় আক্রান্ত আরও একজন । এবার মুম্বই থেকে ফেরা এক যুবকের শরীরে মিলল কোরোনার ভাইরাসের হদিস। তাঁকে দুর্গাপুরের কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ওই যুবকের বাড়ি পূর্বস্থলীতে । ইতিমধ্যে প্রশাসনের তরফে তাঁর বাড়ির এলাকায় ব্যারিকেড করা শুরু হয়েছে । এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 7।
ওই যুবক মহারাষ্ট্রে কাজ করতে গেছিলেন । দিন সাতেক আগে আরও 6 জনের সঙ্গে একটি গাড়িতে বাড়ি ফেরেন । 14 মে তাঁরা আসানসোলে পৌঁছান । সেখানে তাঁদের নমুনা সংগ্রহ করা হয় । এরপর ওই যুবক বাড়ি ফিরে আসেন । বাড়ি ফেরার পর তিনি নিজেই পূর্বস্থলী ব্লক স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করালে তাঁকে হোম কোয়ারানটিনে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা । গতরাতে পশ্চিম বর্ধমান স্বাস্থ্য বিভাগ থেকে তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য বিভাগের কাছে আসে । সেই রিপোর্টে তাঁর কোরোনা পজ়িটিভ ধরা পড়ে ।
এই বিষয়ে পূর্ব বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায় বলেন, " পূর্বস্থলীর ওই যুবকের রিপোর্ট পজ়িটিভ এসেছে । তাঁর সংস্পর্শে 10 জন এসেছিলেন । এছাড়া আরও কারা সংস্পর্শে এসেছিলেন তাঁদের চিহ্নিত করা হচ্ছে।"
পূর্বস্থলীতে কোরোনায় আক্রান্ত মুম্বই ফেরত যুবক
পূর্ব বর্ধমানের এক যুবকের শরীরে মিলল কোরোনা ভাইরাসের হদিস। তাঁকে দুর্গাপুরের কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । ইতিমধ্যেই প্রশাসনের তরফে তাঁর বাড়ির এলাকায় ব্যারিকেড করা শুরু হয়েছে ।
বর্ধমান, 18 মে : পূর্ব বর্ধমানে নতুন করে কোরোনায় আক্রান্ত আরও একজন । এবার মুম্বই থেকে ফেরা এক যুবকের শরীরে মিলল কোরোনার ভাইরাসের হদিস। তাঁকে দুর্গাপুরের কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ওই যুবকের বাড়ি পূর্বস্থলীতে । ইতিমধ্যে প্রশাসনের তরফে তাঁর বাড়ির এলাকায় ব্যারিকেড করা শুরু হয়েছে । এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 7।
ওই যুবক মহারাষ্ট্রে কাজ করতে গেছিলেন । দিন সাতেক আগে আরও 6 জনের সঙ্গে একটি গাড়িতে বাড়ি ফেরেন । 14 মে তাঁরা আসানসোলে পৌঁছান । সেখানে তাঁদের নমুনা সংগ্রহ করা হয় । এরপর ওই যুবক বাড়ি ফিরে আসেন । বাড়ি ফেরার পর তিনি নিজেই পূর্বস্থলী ব্লক স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করালে তাঁকে হোম কোয়ারানটিনে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা । গতরাতে পশ্চিম বর্ধমান স্বাস্থ্য বিভাগ থেকে তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য বিভাগের কাছে আসে । সেই রিপোর্টে তাঁর কোরোনা পজ়িটিভ ধরা পড়ে ।
এই বিষয়ে পূর্ব বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায় বলেন, " পূর্বস্থলীর ওই যুবকের রিপোর্ট পজ়িটিভ এসেছে । তাঁর সংস্পর্শে 10 জন এসেছিলেন । এছাড়া আরও কারা সংস্পর্শে এসেছিলেন তাঁদের চিহ্নিত করা হচ্ছে।"