বর্ধমান, 14 মে : বর্ধমানের কোরোনা হাসপাতালে মৃত্যু হল একজনের । 24 ঘন্টায় কোরোনা উপসর্গ নিয়ে নতুন করে ভরতি হয়েছেন নয়জন ।
জেলা প্রশাসনের দেওয়া বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় কোরোনা হাসপাতালে এক জনের মৃত্যু হয়েছে। কোরোনার উপসর্গ থাকায় 9 জনকে ভরতি করা হয়েছে । 12 জন সুস্থ হয়ে যাওয়ায় তাঁদের ছুটি দেওয়া হয়েছে। এখন হাসপাতালে 78 জন ভরতি আছেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, কোরোনা সংক্রমণ রুখতে শহর ও গ্রামীণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। জ্বর, সর্দি সহ কোরোনার উপসর্গ নিয়ে যাঁরা বাড়িতে আছেন তাঁদেরও কোরোনা হাসপাতালে এনে চিকিৎসা করানো হচ্ছে। সুস্থ হলেই তাঁদের ছেড়ে দেওয়া হচ্ছে । ওই হাসপাতালে যে 78 জন ভরতি আছেন তাঁদের মধ্যে ক্রিটিকাল কেয়ার ইউনিটে রয়েছেন 8 জন। শ্বাসকষ্ট থাকায় অক্সিজেন দেওয়া হচ্ছে 6 জনকে।
মোট 380 জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। এরমধ্যে কলকাতার আরজি কর হাসপাতালে 373 জনের এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে 7 জনের নমুনা পরীক্ষা করা হচ্ছে।