বর্ধমান , 23 এপ্রিল : খণ্ডঘোষের বাদুলিয়ায় কোরোনা আক্রান্তের সন্ধান মেলায় আতঙ্ক ছড়িয়েছিল পূর্ব বর্ধমান জেলা জুড়ে। ওই ব্যক্তির পরিবারের 9 জন সদস্যের নমুনা সংগ্রহ করে কলকাতায় পাঠানো হয়েছিল। তাঁদের সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে।
খণ্ডঘোষের যে ব্যক্তি কোরোনা আক্রান্ত হয়েছিলেন তাঁর সংস্পর্শে আসা স্ত্রী, ছেলে, মেয়ে সহ পরিবারের 9 জনের নমুনা সংগ্রহ করে কলকাতায় পরীক্ষার জন্য পাটানো হয়েছিল । তাঁদের সকলের রিপোর্ট নেগেটিভ আশায় স্বস্তি পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, ওই পরিবারের সংস্পর্শে আসা আরও 10 জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। এদিকে মুর্শিদাবাদের সালারের কোরোনা রোগীর সংস্পর্শে আসা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের 39 জন চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের নমুনা সংগ্রহ করে কলকাতার পাঠানো হয়েছিল । তাঁদের সকলের রিপোর্টও নেগেটিভ এসেছে। তবে কাটোয়া মহকুমা হাসপাতালে যে সমস্ত চিকিৎসক-নার্সদের নমুনা কলকাতা পাঠানো হয়েছিল সেই রিপোর্ট এখনও আসেনি।
খণ্ডঘোষের কোরোনা আক্রান্তের পরিবারের সদস্যদের রিপোর্ট নেগেটিভ
বাদুলিয়ার এক ব্যক্তি কোরোনা আক্রান্ত হন । তাঁর পরিবারের সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে ।
বর্ধমান , 23 এপ্রিল : খণ্ডঘোষের বাদুলিয়ায় কোরোনা আক্রান্তের সন্ধান মেলায় আতঙ্ক ছড়িয়েছিল পূর্ব বর্ধমান জেলা জুড়ে। ওই ব্যক্তির পরিবারের 9 জন সদস্যের নমুনা সংগ্রহ করে কলকাতায় পাঠানো হয়েছিল। তাঁদের সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে।
খণ্ডঘোষের যে ব্যক্তি কোরোনা আক্রান্ত হয়েছিলেন তাঁর সংস্পর্শে আসা স্ত্রী, ছেলে, মেয়ে সহ পরিবারের 9 জনের নমুনা সংগ্রহ করে কলকাতায় পরীক্ষার জন্য পাটানো হয়েছিল । তাঁদের সকলের রিপোর্ট নেগেটিভ আশায় স্বস্তি পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, ওই পরিবারের সংস্পর্শে আসা আরও 10 জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। এদিকে মুর্শিদাবাদের সালারের কোরোনা রোগীর সংস্পর্শে আসা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের 39 জন চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের নমুনা সংগ্রহ করে কলকাতার পাঠানো হয়েছিল । তাঁদের সকলের রিপোর্টও নেগেটিভ এসেছে। তবে কাটোয়া মহকুমা হাসপাতালে যে সমস্ত চিকিৎসক-নার্সদের নমুনা কলকাতা পাঠানো হয়েছিল সেই রিপোর্ট এখনও আসেনি।