বর্ধমান, 24 অক্টোবর: পুজোর পর নতুন করে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ ৷ তার মধ্যেই নতুন ত্রাস হয়ে ধরা দিচ্ছে ভাইরাল সংক্রমণ । গত এক মাসে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে 1200 শিশুর মধ্যে ভাইরাল সংক্রমণ ধরা পড়েছে । এর মধ্যে 9 শিশুর মৃত্যুও হয়েছে , যাদের প্রত্যেকেরই বয়স ছ’মাসেরও কম ছিল ৷ তবে চিকিৎসকদের দাবি, এই সংক্রমণ কোভিড সংক্রমণ নয় ৷ ঠান্ডা লেগেই অসুস্থ হয়ে পড়ে শিশুরা ৷ এমনকি কারও কারও মধ্যে শ্বাসকষ্টের সমস্যাও দেখা দেয় ৷
ভাইরাল সংক্রমিত শিশুদের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ইতিমধ্যেই দু’টি আলাদা ওয়ার্ড তৈরি করা হয়েছে ৷ প্রয়োজন বুঝে আরও একটি ওয়ার্ড খোলা হবে ৷ ভাইরালে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত হাসপাতালে যত শিশু ভর্তি হয়েছে, তাদের মধ্যে অধিকাংশেরই বয়স ছ’মাসও পেরোয়নি ৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সাধারণত সর্দি হওয়ার দু’-একদি নয় দিন পর জ্বর আসছে শিশুদের ৷ তার পর কাশি এবং শ্বাসকষ্ট শুরু হচ্ছে ৷ তাই ছ’মাসে পর্যন্ত বয়স যাদের, তারা কাহিল হয়ে পড়ছে ৷ গত এক মাসে প্রতিদিন গড়ে 40 থেকে 50 শিশুকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে ৷
আরও পড়ুন: Child Death: তোর্সা নদীতে ভেসে যাওয়া 2 শিশুকন্যার দেহ উদ্ধার
তবে যে 9 শিশুর মৃত্যু হয়েছে, তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল বলে দাবি হাসপাতালের কর্মীদের ৷ তাঁদের দাবি, শিশুগুলিকে সুস্থ করে তুলতে চেষ্টায় কোনও খামতি নেই ৷ যারা মারা গিয়েছে, তাদের অবস্থা খুবই খারাপ ছিল ৷ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক কৌস্তভ নায়েক বলেন, ‘‘এটা ভাইরাল সংক্রমণ । প্রতিবছর শীত পড়ার সঙ্গে সঙ্গে এটা হয়ে থাকে । মাসখানেক থেকে আবার চলেও যায় । তবে এবার কিছুটা দীর্ঘ সময় ধরেই চলছে ৷ আবহাওয়ার তারতম্যের জন্যেই তা হয়ে থাকবে ৷ একটানা বৃষ্টি হয়েই চলেছে ৷ তাতেই আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে শিশুরা ৷’’
ওই চিকিৎসক যদিও সাফ জানিয়েছেন, এই ভাইরাল সংক্রমণের সঙ্গে কোভিডের কোনও সম্পর্ক নেই ৷ প্রত্যেকের কোভিট রিপোর্টই নেগেটিভ ৷ আরএবি ভাইরাস থেকে মূলত এই সংক্রমণ ঘটছে বলে জানিয়েছেন শিশু বিভাগের প্রধান অধ্যাপক ৷ তিনি জানিয়েছেন, হাসপাতালের চিকিৎসকেরা সতর্ক রয়েছেন ৷ শিশুভর্তির হার বাড়লেও দুশ্চিন্তার কিছু নেই ৷ ছ’মাসের কম বয়সি শিশুদের নিয়ে একটু বেশি ঝুঁকি রয়েছে ৷ তাই দু’টি আলাদা ওয়ার্ড তৈরি করা হয়েছে ৷ শিশুভর্তির হার বাড়লে আরও একটি ওয়ার্ড খোলার বন্দোবস্তও করা আছে ৷
আরও পড়ুন: Children drown in Torsa : তোর্সায় তলিয়ে গেল একই পরিবারের দুই নাবালিকা