ETV Bharat / city

কেউ বলছেন গর্বিত, কেউ আবার মেনে নিতে পারছেন না বর্ধমান স্টেশনের নাম পরিবর্তন - bardhaman

ঐতিহ্যবাহী বর্ধমান স্টেশনের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক । স্টেশনের নতুন নাম হবে বটুকেশ্বর দত্ত জংশন । এই নাম পরিবর্তনের খবর কানে যেতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বর্ধমানবাসীর মনে ।

নাম পরিবর্তনের খবর কানে যেতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বর্ধমানবাসীর মনে
author img

By

Published : Jul 21, 2019, 9:36 PM IST

Updated : Jul 21, 2019, 10:58 PM IST

বর্ধমান, 21 জুলাই : ব্রিটিশ আমলে পূর্ব ভারতের প্রথম রেললাইন স্থাপন করা হয় 1854 সালে । ঠিক পরের বছরই সেই লাইন বর্ধমান হয়ে রানিগঞ্জ বর্ধিত হয় । সেই সুবাদে তৈরি হয়েছিল ভারতের অন্যতম পুরনো স্টেশন, বর্ধমান । ঐতিহ্যবাহী বর্ধমান স্টেশনের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক । স্টেশনের নতুন নাম হবে বটুকেশ্বর দত্ত জংশন । এই নাম পরিবর্তনের খবর কানে যেতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বর্ধমানবাসীর মনে ।

1910-এর 18 নভেম্বর । বর্ধমান জেলার খণ্ডঘোষ থানা এলাকার ওঁয়াড়ি গ্রামে জন্ম বটুকেশ্বর দত্তর । বর্ধমানের ভূমিপুত্র এই বিপ্লবীর নামে স্টেশনের নামকরণ হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দা ও অধ্যাপক শ্রীকান্ত বসু । তিনি বলেন, "এই নাম পরিবর্তনের মাধ্যমে একজন প্রকৃত স্বাধীনতা সংগ্রামীকে সম্মান জানানো হচ্ছে । যিনি ভগৎ সিংয়ের সঙ্গে ব্রিটিশ সরকারের ভিত নড়িয়ে দিয়েছিলেন তাঁর নামে বর্ধমান জংশনের নামকরণ করে বর্ধমানবাসীকে গর্বিত করা হল বলে আমি মনে করি ।"

আবার স্টেশনের নামকরণ করার সিদ্ধান্তকে অবশ্য সমর্থন করছেন না নিত্যযাত্রী কে ডি গঙ্গোপাধ্যায় । তাঁর বক্তব্য, "বটুকেশ্বর দত্তকে অন্যভাবে সম্মান জানানো যেত । তাঁকে আমরা সম্মান করি । কিন্তু এইভাবে ঐতিহ্যবাহী একটা স্টেশনের নাম পরিবর্তন করার ফলে একদিকে যেমন মানুষের অসুবিধা হবে তেমনি বর্ধমান তার ঐতিহ্য হারাবে । আমি এই নাম পরিবর্তন কোনও ভাবেই মেনে নিতে পারছি না ।"

নাম পরিবর্তনের খবর কানে যেতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বর্ধমানবাসীর মনে
নাম পরিবর্তনের খবর কানে যেতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বর্ধমানবাসীর মনে

আবার ইতিহাসের গবেষক সর্বজিৎ যশ বলেন, "বর্ধমান জেলা, শহর ও স্টেশনের নাম ওতপ্রোত ভাবে জড়িত । এই নামকরণের ফলে বর্ধমানের ঐতিহ্য মোটেই হারাবে না । এক দিকে যেমন বর্ধমান স্টেশনের নাম মনে রাখবেন সবাই, তেমনি যারা বিপ্লবী বটুকেশ্বর দত্তকে চেনেন না, জানেন না, তারাও তাঁর কার্যকলাপ সম্পর্কে অবগত হবেন ।

"

বর্ধমান, 21 জুলাই : ব্রিটিশ আমলে পূর্ব ভারতের প্রথম রেললাইন স্থাপন করা হয় 1854 সালে । ঠিক পরের বছরই সেই লাইন বর্ধমান হয়ে রানিগঞ্জ বর্ধিত হয় । সেই সুবাদে তৈরি হয়েছিল ভারতের অন্যতম পুরনো স্টেশন, বর্ধমান । ঐতিহ্যবাহী বর্ধমান স্টেশনের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক । স্টেশনের নতুন নাম হবে বটুকেশ্বর দত্ত জংশন । এই নাম পরিবর্তনের খবর কানে যেতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বর্ধমানবাসীর মনে ।

1910-এর 18 নভেম্বর । বর্ধমান জেলার খণ্ডঘোষ থানা এলাকার ওঁয়াড়ি গ্রামে জন্ম বটুকেশ্বর দত্তর । বর্ধমানের ভূমিপুত্র এই বিপ্লবীর নামে স্টেশনের নামকরণ হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দা ও অধ্যাপক শ্রীকান্ত বসু । তিনি বলেন, "এই নাম পরিবর্তনের মাধ্যমে একজন প্রকৃত স্বাধীনতা সংগ্রামীকে সম্মান জানানো হচ্ছে । যিনি ভগৎ সিংয়ের সঙ্গে ব্রিটিশ সরকারের ভিত নড়িয়ে দিয়েছিলেন তাঁর নামে বর্ধমান জংশনের নামকরণ করে বর্ধমানবাসীকে গর্বিত করা হল বলে আমি মনে করি ।"

আবার স্টেশনের নামকরণ করার সিদ্ধান্তকে অবশ্য সমর্থন করছেন না নিত্যযাত্রী কে ডি গঙ্গোপাধ্যায় । তাঁর বক্তব্য, "বটুকেশ্বর দত্তকে অন্যভাবে সম্মান জানানো যেত । তাঁকে আমরা সম্মান করি । কিন্তু এইভাবে ঐতিহ্যবাহী একটা স্টেশনের নাম পরিবর্তন করার ফলে একদিকে যেমন মানুষের অসুবিধা হবে তেমনি বর্ধমান তার ঐতিহ্য হারাবে । আমি এই নাম পরিবর্তন কোনও ভাবেই মেনে নিতে পারছি না ।"

নাম পরিবর্তনের খবর কানে যেতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বর্ধমানবাসীর মনে
নাম পরিবর্তনের খবর কানে যেতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বর্ধমানবাসীর মনে

আবার ইতিহাসের গবেষক সর্বজিৎ যশ বলেন, "বর্ধমান জেলা, শহর ও স্টেশনের নাম ওতপ্রোত ভাবে জড়িত । এই নামকরণের ফলে বর্ধমানের ঐতিহ্য মোটেই হারাবে না । এক দিকে যেমন বর্ধমান স্টেশনের নাম মনে রাখবেন সবাই, তেমনি যারা বিপ্লবী বটুকেশ্বর দত্তকে চেনেন না, জানেন না, তারাও তাঁর কার্যকলাপ সম্পর্কে অবগত হবেন ।

"

Intro:

বর্ধমান স্টেশনের নাম পরিবর্তনের খবর কানে যেতেই মিশ্র প্রতিক্রিয়া বর্ধমানবাসীর

পুলক যশ ,বর্ধমান


ব্রিটিশ ভারতে রেললাইন স্থাপনের ঠিক পরের বছর 1856 সালে বর্ধমান থেকে রানীগঞ্জ পর্যন্ত রেললাইন বসানো হয়েছিল। সেই ঐতিহ্যবাহী বর্ধমান স্টেশনের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে রেল দপ্তর । স্টেশনের নতুন নামকরণ করা হবে বটুকেশ্বর দত্ত জংশন। এই নাম পরিবর্তনের খবর কানে যেতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বর্ধমান শহর বাসীর মনে ।



Body:
বর্ধমান জেলার বাসিন্দা বিপ্লবী বটুকেশ্বর দত্ত ছিলেন ব্রিটিশ ভারতে ভগৎ সিং এর সহযোগী । ভগত সিংয়ের সঙ্গে সেই সময় তিনি পার্লামেন্টে বোমা মেরে ছিলেন এবং দীর্ঘদিন ধরে বর্ধমানের ওয়ারি গ্রামে মাটির নিচে একটি বাড়িতে আত্মগোপন করেছিলেন। সেই বটুকেশ্বর দত্ত কে সম্মান জানিয়ে তার নামে বর্ধমান স্টেশন এর নামকরণ পরিবর্তন করা হচ্ছে ।এই কারণে বর্ধমান বাসী খুশি ।কিন্তু ব্রিটিশ ভারতে অন্যতম গুরুত্বপূর্ণ রেল স্টেশন ছিল বর্ধমান জংশন ।1855 খ্রিস্টাব্দে ভারতের রেল লাইন স্থাপনের ঠিক পরের বছর 1856 খ্রিস্টাব্দে বর্ধমান থেকে রানীগঞ্জ পর্যন্ত রেল লাইন পাতা হয়েছিল। ফলে সেই ঐতিহ্যবাহী রেল স্টেশনের নাম পরিবর্তন তা অনেকেই মেনে নিতে পারছেন না ।কেউ বলছেন বিপ্লবী বটুকেশ্বর দত্ত কে অন্যভাবে সম্মান জানানো যেত। তাকে আমরা সম্মান করি ।কিন্তু এইভাবে ঐতিহ্যবাহী একটা স্টেশনের নাম পরিবর্তন করার ফলে একদিকে যেমন মানুষ জনে অসুবিধা হবে তেমনি বর্ধমান তার ঐতিহ্য হারাবে ।


Conclusion:কিন্তু বর্ধমানের অধ্যাপক থেকে ইতিহাসের গবেষক সকলেই একবাক্যে স্বীকার করে নিয়েছেন নাম পরিবর্তনের ফলে বর্ধমানের ঐতিহ্য মোটেই হারাবে না। কারণ বর্ধমান স্টেশন সংলগ্ন শহরের নাম বর্ধমানই থাকছে ।তাই তারা মনে করছেন তারা একদিকে যেমন বর্ধমান স্টেশনের নাম মনে রাখবেন তেমনি যারা বিপ্লবী বটুকেশ্বর দত্ত কে চেনেন না, জানেন না তারাও তো আর কার্যকলাপ সম্পর্কে জানতে পারবেন।
Last Updated : Jul 21, 2019, 10:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.