ETV Bharat / city

কোরোনা আক্রান্ত মন্ত্রী স্বপন দেবনাথ - কোরোনায় আক্রান্ত মন্ত্রী

রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ কোরোনায় আক্রান্ত হলেন ৷ কলকাতার বেলেঘাটা ID-তে তাঁকে ভরতি করা হয়েছে ৷

minister swapan debnath
স্বপন দেবনাথ
author img

By

Published : Aug 11, 2020, 10:00 PM IST

Updated : Aug 11, 2020, 10:15 PM IST

বর্ধমান, 11 অগস্ট : এবার কোরোনায় আক্রান্ত হলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ । তাঁকে কলকাতার বেলেঘাটা ID-তে ভরতি করা হয়েছে ।

লকডাউনের মাঝে জেলার বিভিন্ন প্রান্তে গেছেন মন্ত্রী স্বপন দেবনাথ । কখনও সাধারণ মানুষের হাতে খাবার তুলে দিয়েছেন আবার কখনও ঝাঁটা হাতে হাসপাতালে সাফাই অভিযানে নেমেছেন । আবার কচুরিপানা ভরতি পুকুরে নেমে তা পরিষ্কারেও হাত লাগিয়েছেন । কিন্তু সোমবার আউসগ্রামের আদিবাসী দিবসে তাঁকে অংশ নিতে দেখা যায়নি ।


গতকাল কলকাতায় গিয়েছিলেন স্বপন দেবনাথ । সেখানেই তাঁর গলা ব্যথা শুরু হয় । এরপর তাঁর কোরোনা পরীক্ষা করা হয় । আজ রিপোর্ট পজ়িটিভ আসে। পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার হেমাতপুরের যে দলীয় কার্যালয়ে তিনি বসতেন তা দশ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু বলেন, "স্বপনদা গতকাল একটু অসুস্থ ছিলেন ৷ তাই আদিবাসী দিবসের অনুষ্ঠানে অংশ নিতে পারেননি । আজ তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে। তবে তিনি সুস্থ আছেন ।"

বর্ধমান, 11 অগস্ট : এবার কোরোনায় আক্রান্ত হলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ । তাঁকে কলকাতার বেলেঘাটা ID-তে ভরতি করা হয়েছে ।

লকডাউনের মাঝে জেলার বিভিন্ন প্রান্তে গেছেন মন্ত্রী স্বপন দেবনাথ । কখনও সাধারণ মানুষের হাতে খাবার তুলে দিয়েছেন আবার কখনও ঝাঁটা হাতে হাসপাতালে সাফাই অভিযানে নেমেছেন । আবার কচুরিপানা ভরতি পুকুরে নেমে তা পরিষ্কারেও হাত লাগিয়েছেন । কিন্তু সোমবার আউসগ্রামের আদিবাসী দিবসে তাঁকে অংশ নিতে দেখা যায়নি ।


গতকাল কলকাতায় গিয়েছিলেন স্বপন দেবনাথ । সেখানেই তাঁর গলা ব্যথা শুরু হয় । এরপর তাঁর কোরোনা পরীক্ষা করা হয় । আজ রিপোর্ট পজ়িটিভ আসে। পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার হেমাতপুরের যে দলীয় কার্যালয়ে তিনি বসতেন তা দশ দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু বলেন, "স্বপনদা গতকাল একটু অসুস্থ ছিলেন ৷ তাই আদিবাসী দিবসের অনুষ্ঠানে অংশ নিতে পারেননি । আজ তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে। তবে তিনি সুস্থ আছেন ।"

Last Updated : Aug 11, 2020, 10:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.