বর্ধমান, 22 জুলাই: ধর্মতলায় শহিদ দিবসের সভা থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় আহত হলেন 22 জন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক (11 People Injured in an Accident in Burdwan Returning from Shaheed Diwas। এদের মধ্যে গুরুতর আহত 11 জন দলীয় সমর্থক বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন । তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার হুগলির গুড়াপের কাছে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস।
স্থানীয় সূত্রে খবর, ধর্মতলার শহিদ সমাবেশ থেকে বাঁকুড়া রানীবাঁধে ফিরছিল তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে একটি গাড়ি । সেই গাড়িতে 30 জন কর্মী-সমর্থক ছিলেন। গাড়িটি হুগলির গুড়াপের কাছে জাতীয় সড়কের ধারে দাঁড়িয়েছিল বেশ কিছুক্ষণ । সেই সময় অন্য একটি গাড়ি এসে সেই গাড়ির পিছনে ধাক্কা মারে । দুর্ঘটনায় কমবেশি 22 জন আহত হলেও এদের মধ্যে 11 জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শান্তি সর্দার নামে এক তৃণমূল কর্মীর অবস্থা আশঙ্কাজনক ।
আরও পড়ুন: শহিদ দিবসে হুগলিতে জোড়া দুর্ঘটনা, আহত 7
দুর্ঘটনার খবর পেয়ে বৃবহস্পতিবার রাতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে যান বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস। তিনি বলেন, "কলকাতা থেকে ফেরার পথে একটা গাড়ি রাস্তায় দাঁড়িয়েছিল। পিছনে অনেক গাড়ি আসছিল। এর মধ্যে একটা গাড়ি ধাক্কা মারে। ঘটনায় 11 জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়েই হাসপাতালে এসেছি । আহতদের চিকিৎসা চলছে।"