ETV Bharat / city

CM Mamata Banerjee : ধান কেনাবেচায় দুর্নীতি করলেই এফআইআর, হুঁশিয়ারি মমতার - ধান কেনাবেচায় দুর্নীতি করলেই এফআইআর

ধান কেনাবেচা নিয়ে দুর্নীতি করলেই এফআইআর দায়ের হবে বলে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee gives strong message against the flaws in paddy purchase) ৷ সোমবার বর্ধমানে সরকারি প্রকল্পরের সহায়তা প্রদান অনুষ্ঠানের মঞ্চে নিজেই এই প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী ৷

mamata banerjee on paddy purchase
ধান কেনাবেচা নিয়ে দুর্নীতি প্রসঙ্গে হুঁশিয়ারি মমতার
author img

By

Published : Jun 27, 2022, 6:54 PM IST

Updated : Jun 27, 2022, 7:58 PM IST

বর্ধমান, 27 জুন: কিষান মান্ডিগুলিতে ধান কেনাবেচায় দুর্নীতির বিষয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ধান কেনাবেচা নিয়ে দুর্নীতি করলেই এফআইআর দায়ের হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি (Mamata Banerjee gives strong message against the flaws in paddy purchase) ৷ সোমবার বর্ধমানে সরকারি প্রকল্পরের সহায়তা প্রদান অনুষ্ঠানের মঞ্চে নিজেই এই প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন : অগ্নিপথকে উজ্জ্বলা গ্যাসের সঙ্গে তুলনা করে কেন্দ্রকে তোপ মমতার

তিনি বলেন, "এখানে চিফ সেক্রেটারি থেকে শুরু করে জেলাশাসক সকলেই আছেন । আমার কাছে একটা অভিযোগ বারবার আসছে যেখানে দেখা যাচ্ছে, অনেক সময় চাষিরা যখন কিষান মান্ডিতে ধান বিক্রি করতে যান, তখন তাঁদের নানারকমভাবে ফিরিয়ে দেওয়া হয়। আমি আজ থেকে বলে যাচ্ছি, যেখানে ধান কেনা-বেচা হচ্ছে, সেখান থেকে কেউ যদি ধান ফিরিয়ে দেয় এবং আপনার সময় মতো কাজ না-করা হয় তাহলে আপনি বিডিও অফিসে যাবেন, এফআইআর করবেন ৷ পুলিশের কাছে গিয়ে এফআইআর করবেন । আর আমি পুলিশ এবং বিডিও-কে বলব এই ধরনের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবেন ।"

ধান কেনাবেচা নিয়ে দুর্নীতি প্রসঙ্গে হুঁশিয়ারি মমতার

ধান কেনা নিয়ে পঞ্চায়েত ও জেলাশাসককেও সজাগ থাকতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "আমি পঞ্চায়েতগুলিকে বলব আরও একটু সজাগ থাকতে হবে । যাঁরা ধান বিক্রি করতে যাচ্ছেন তাঁরা যখন ধান বিক্রি করবেন তখন ওজন যেন ঠিক থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে ৷ কিষান মান্ডিগুলি যাতে ঠিকমতো দায়িত্ব নিয়ে কাজ করে সেদিকে লক্ষ্য রাখতে হবে । কেউ যদি কোনও কাজে গাফিলতি করে, আমি জেলাশাসককে বলে যাচ্ছি তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার জন্য । এরকম একটা কেস বাঁকুড়ায় ধরা পড়েছিল, আমরা সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি ।"

বর্ধমান, 27 জুন: কিষান মান্ডিগুলিতে ধান কেনাবেচায় দুর্নীতির বিষয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ধান কেনাবেচা নিয়ে দুর্নীতি করলেই এফআইআর দায়ের হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি (Mamata Banerjee gives strong message against the flaws in paddy purchase) ৷ সোমবার বর্ধমানে সরকারি প্রকল্পরের সহায়তা প্রদান অনুষ্ঠানের মঞ্চে নিজেই এই প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী ৷

আরও পড়ুন : অগ্নিপথকে উজ্জ্বলা গ্যাসের সঙ্গে তুলনা করে কেন্দ্রকে তোপ মমতার

তিনি বলেন, "এখানে চিফ সেক্রেটারি থেকে শুরু করে জেলাশাসক সকলেই আছেন । আমার কাছে একটা অভিযোগ বারবার আসছে যেখানে দেখা যাচ্ছে, অনেক সময় চাষিরা যখন কিষান মান্ডিতে ধান বিক্রি করতে যান, তখন তাঁদের নানারকমভাবে ফিরিয়ে দেওয়া হয়। আমি আজ থেকে বলে যাচ্ছি, যেখানে ধান কেনা-বেচা হচ্ছে, সেখান থেকে কেউ যদি ধান ফিরিয়ে দেয় এবং আপনার সময় মতো কাজ না-করা হয় তাহলে আপনি বিডিও অফিসে যাবেন, এফআইআর করবেন ৷ পুলিশের কাছে গিয়ে এফআইআর করবেন । আর আমি পুলিশ এবং বিডিও-কে বলব এই ধরনের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবেন ।"

ধান কেনাবেচা নিয়ে দুর্নীতি প্রসঙ্গে হুঁশিয়ারি মমতার

ধান কেনা নিয়ে পঞ্চায়েত ও জেলাশাসককেও সজাগ থাকতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, "আমি পঞ্চায়েতগুলিকে বলব আরও একটু সজাগ থাকতে হবে । যাঁরা ধান বিক্রি করতে যাচ্ছেন তাঁরা যখন ধান বিক্রি করবেন তখন ওজন যেন ঠিক থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে ৷ কিষান মান্ডিগুলি যাতে ঠিকমতো দায়িত্ব নিয়ে কাজ করে সেদিকে লক্ষ্য রাখতে হবে । কেউ যদি কোনও কাজে গাফিলতি করে, আমি জেলাশাসককে বলে যাচ্ছি তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার জন্য । এরকম একটা কেস বাঁকুড়ায় ধরা পড়েছিল, আমরা সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি ।"

Last Updated : Jun 27, 2022, 7:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.