বর্ধমান, 4 জুন : প্রায় চার মাস আগে হাসপাতালের এক অস্থায়ী কর্মীর মৃত্যু হয়। আর তার পর মৃত কর্মীর পরিবারের লোকেদের বাদ দিয়েই বাইরের একজনকে নিয়োগ করে হাসপাতাল কর্তৃপক্ষ । এই অভিযোগে সামাজিক দূরত্বকে শিকেয় তুলে বিক্ষোভ দেখাল শাসক দলের শ্রমিক সংগঠন । তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTTUC সরকারি হাসপাতালের ভিতরে ঢুকে বিক্ষোভ দেখাল ।
বর্ধমান হাসপাতালের শাখা অনাময় হাসপাতালে উত্তম দে নামে এক ব্যক্তি অস্থায়ী কর্মী পদে কাজ করতেন। গত মার্চ মাসে তিনি মারা যান। তাঁর মৃত্যুর পরে ডেথ সার্টিফিকেট এখনও পরিবারের সদস্যরা হাতে পায়নি । এরইমধ্যে ওই পরিবারের লোকেদের বাদ দিয়ে অন্য এক কর্মীকে নিয়োগ করা হয়েছে সুপারভাইজারের মাধ্যমে । এই অভিযোগ INTTUC-র । পরিবারের অভিযোগ, মোটা টাকার বিনিময়ে বাইরে থেকে কর্মী নিয়োগ করা হয়েছে। তাই তাঁরা বিষয়টি তৃণমূল শ্রমিক সংগঠনকে জানায় । বৃহস্পতিবার শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সংগঠনের কর্মীরা গিয়ে হাসপাতালের ভেতরে ঢুকে পড়ে । সেখানে হাসপাতাল সুপারের ঘরের সামনে চিৎকার-চেঁচামেচি করে বিক্ষোভ দেখাতে শুরু করে শ্রমিক সংগঠনের সদস্যরা ।
ওই হাসপাতালে জরুরি পরিষেবা দেওয়া হয়। কিন্তু তৃণমূল কংগ্রেসের আন্দোলনের ফলে হাসপাতাল চত্বর অশান্ত হয়ে ওঠে ।এই শ্রমিক সংগঠনের আন্দোলন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মৃত কর্মীর দিদি ঝরনা ভট্টাচার্য বলেন তাঁর ভাই অনাময় হাসপাতালে কাজ করতেন । তাঁর ভাইয়ের মৃত্যুর পর পরিবারে উপার্জন ব্যক্তি আর কেউ নেই। তাঁর বাড়িতে আছে তার দাদা এবং তার মা ।