ETV Bharat / city

Murder : সন্দেহের বশে ঘুমন্ত স্ত্রীকে শাবল দিয়ে খুন, গ্রেফতার অভিযুক্ত - সন্দেহের বশে ঘুমন্ত স্ত্রীকে শাবল দিয়ে খুন করল স্বামী

সন্দেহই কাল হল ৷ বিয়ের পর থেকেই স্ত্রীকে সন্দেহ করত স্বামী ৷ তার জন্য নিত্য অশান্তি লেগেই থাকত ৷ সম্প্রতি তার জেরেই ঝগড়া করে বাপের বাড়ি চলে আসেন স্ত্রী ৷ বিজয়া দশমীর প্রণাম সারতে শ্বশুরবাড়ি আসে স্বামীও ৷ সেখানেই ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে খুন করে ৷ রবিবার সকালে ঘটনাটি ঘটেছে কালনায় উসুবপুরে ৷

Murder, Kalna Wife Murder
সন্দেহের বশে ঘুমন্ত স্ত্রীকে শাবল দিয়ে খুন করল স্বামী
author img

By

Published : Oct 17, 2021, 4:33 PM IST

বর্ধমান, 17 অক্টোবর : স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরেই অশান্তি চলছিল । রাগ করে স্ত্রী পায়েল মালিক (24) কালনায় উসুবপুর এলাকায় বাপের বাড়ি চলে আসেন । এদিকে দশমীতে বিজয়া করতে শ্বশুরবাড়িতে আসে পায়েলের স্বামী ঋজু বিশ্বাস । সেখানেই ঘুমন্ত স্ত্রীকে শাবল দিয়ে মেরে খুন করল স্বামী ৷ পরে অবশ্য খুনের কথা স্বীকার করে নেয় ৷ পুলিশ খুনে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করেছে ৷ অভিযুক্তকেও গ্রেফতার করেছে ৷

রবিবার সকালের দিকে বাপের বাড়িতে পায়েল তখনও ঘুমে আচ্ছন্ন ৷ পরিবারের অন্যরা ঘরের কাজে ব্যস্ত ৷ তার মধ্যেই শাবল জাতীয় কিছু দিয়ে পায়েলের মাথায় আঘাত করে তাঁকে খুন করে ঋজু ৷ রক্তাক্ত অবস্থায় পায়েল ঘরেই পড়ে থাকে । স্থানীয় এক সিভিক ভলান্টিয়ারের বাড়ি গিয়ে খুনের কথা স্বীকার করে ঋজু । স্থানীয়রা তাকে মারধর করে কালনার বুলবুলিতলা ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেন ।

বিয়ের পর থেকেই ঋজু পায়েলকে কারণে-অকারণে সন্দেহ করতে শুরু করে । শুরু হয় অশান্তি । এমন অশান্তি লেগেই থাকত ৷ অশান্তির জেরেই পুজোর কয়েকদিন আগে পায়েল বাপের বাড়িতে চলে আসেন । বিজয়া দশমী উপলক্ষে ঋজু শ্বশুরবাড়িতে আসে । সেখানেই রবিবার সকালে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে খুন করে সে ৷

পায়েলের এক আত্মীয় রেখা ধর বলেন, "বিয়ের পর থেকেই পায়েলের স্বামী তাকে সন্দেহ করত । সংসারে অশান্তি চলত এনিয়ে । পায়েলকে খুন করার হুমকিও দিত তার স্বামী । রাগ করে পায়েল মাঝে মধ্যেই বাপের বাড়ি চলে আসত । তাদের দু'টি সন্তান রয়েছে ।"

আরও পড়ুন : Lady Rescued : আউশগ্রামে জঙ্গল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার তরুণী, কারণ নিয়ে ধোঁয়াশা

বর্ধমান, 17 অক্টোবর : স্বামী-স্ত্রীর মধ্যে বেশ কিছুদিন ধরেই অশান্তি চলছিল । রাগ করে স্ত্রী পায়েল মালিক (24) কালনায় উসুবপুর এলাকায় বাপের বাড়ি চলে আসেন । এদিকে দশমীতে বিজয়া করতে শ্বশুরবাড়িতে আসে পায়েলের স্বামী ঋজু বিশ্বাস । সেখানেই ঘুমন্ত স্ত্রীকে শাবল দিয়ে মেরে খুন করল স্বামী ৷ পরে অবশ্য খুনের কথা স্বীকার করে নেয় ৷ পুলিশ খুনে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করেছে ৷ অভিযুক্তকেও গ্রেফতার করেছে ৷

রবিবার সকালের দিকে বাপের বাড়িতে পায়েল তখনও ঘুমে আচ্ছন্ন ৷ পরিবারের অন্যরা ঘরের কাজে ব্যস্ত ৷ তার মধ্যেই শাবল জাতীয় কিছু দিয়ে পায়েলের মাথায় আঘাত করে তাঁকে খুন করে ঋজু ৷ রক্তাক্ত অবস্থায় পায়েল ঘরেই পড়ে থাকে । স্থানীয় এক সিভিক ভলান্টিয়ারের বাড়ি গিয়ে খুনের কথা স্বীকার করে ঋজু । স্থানীয়রা তাকে মারধর করে কালনার বুলবুলিতলা ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেন ।

বিয়ের পর থেকেই ঋজু পায়েলকে কারণে-অকারণে সন্দেহ করতে শুরু করে । শুরু হয় অশান্তি । এমন অশান্তি লেগেই থাকত ৷ অশান্তির জেরেই পুজোর কয়েকদিন আগে পায়েল বাপের বাড়িতে চলে আসেন । বিজয়া দশমী উপলক্ষে ঋজু শ্বশুরবাড়িতে আসে । সেখানেই রবিবার সকালে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে খুন করে সে ৷

পায়েলের এক আত্মীয় রেখা ধর বলেন, "বিয়ের পর থেকেই পায়েলের স্বামী তাকে সন্দেহ করত । সংসারে অশান্তি চলত এনিয়ে । পায়েলকে খুন করার হুমকিও দিত তার স্বামী । রাগ করে পায়েল মাঝে মধ্যেই বাপের বাড়ি চলে আসত । তাদের দু'টি সন্তান রয়েছে ।"

আরও পড়ুন : Lady Rescued : আউশগ্রামে জঙ্গল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার তরুণী, কারণ নিয়ে ধোঁয়াশা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.