ETV Bharat / city

Murder in Burdwan: শেরওয়ানি কেনার টাকা না-পেয়ে দাদুকে খুন, আটক 2 - শেরওয়ানিতে কেনার টাকা না পেয়ে খুন দাদুকে

শেরওয়ানি কেনার জন্য দাদুর কাছে টাকা চেয়েছিল নাতি (Murder in Burdwan)। সেই টাকা না-পাওয়ার কারণেই নাতি তার দাদুকে খুন করেছে বলে অনুমান পুলিশের।

Grand child murders Grandfather for sherwani money in Burdwan
Murder in Burdwan
author img

By

Published : Jun 30, 2022, 10:09 PM IST

বর্ধমান, 30 জুন: দাদুর কাছে শেরওয়ানি কেনার টাকা চেয়েছিল নাতি । দাদু সেই টাকা দিতে না-পারায় তাঁকে খুন করল নাতি অনিরুদ্ধ দত্ত । বর্ধমানের সরাইটিকর আমতলা এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । বর্ধমান থানার পুলিশ অভিযুক্ত অনিরুদ্ধ দত্ত এবং তাঁর বাবা ফাল্গুনী দত্তকে আটক করেছে । মৃত ব্যক্তির নাম শশাঙ্ক শেখর দত্ত (70)।

জানা গিয়েছে, শশাঙ্ক শেখর দত্ত কোলিয়ারিতে চাকরি করতেন । বছর দশেক আগে তিনি অবসর নেন । বাড়িতে শশাঙ্কর ছেলে ফাল্গুনী দত্ত এবং তাঁর নাতি অনিরুদ্ধ দত্ত প্রায় সময় তাঁর কাছে টাকা পয়সা চাইত ৷ আর তা না-পেলে তাঁকে মারধর করত । গতকাল রাতেও তাদের বাড়ি থেকে চিৎকার-চেঁচামেচি আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে যায় । স্থানীয়রা তখন জানালা দিয়ে দেখতে পায় ঘরের মেঝেতে শশাঙ্ক শেখর দত্ত পড়ে আছেন । মেঝে ভর্তি রক্ত । আর পাশেই বসে আছেন ছেলে এবং নাতি । স্থানীয়রাই পুলিশকে খবর দেয় । খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ আসে ৷ পুলিশ তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় । সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

পুলিশ ফাল্গুনী দত্ত এবং অনিরুদ্ধ দত্তকে আটক করেছে । জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, শশাঙ্ক শেখর দত্তকে দেওয়ালে ঠুকে মাথা ফাটিয়ে খুন করা হয়েছে । শেরওয়ানি কেনার জন্য দাদুর কাছে অনিরুদ্ধ টাকা চেয়েছিল । সেই টাকা না-পাওয়ার কারণেই এই খুন বলে মনে করছে পুলিশ (Grand child murders Grandfather for sherwani money in Burdwan)।

স্থানীয় বাসিন্দা রবি রায় বলেন, "ওই বাড়িতে চিৎকার-চেঁচামেচির আওয়াজ শুনে আমরা ছুটে যাই । গিয়ে দেখতে পাই ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে । আমরা পুলিশকে খবর দিই । ওই ব্যক্তির নাতি অনিরুদ্ধ স্বীকার করে নেন যে সেই দাদুকে মেরেছে । ওর দাদুকে প্রায় মারধর করা হত, তাই তিনি ঘরে থাকতেন না । অনিরুদ্ধর মানসিক সমস্যা আছে বলেই মনে হচ্ছে ।"

আরও পড়ুন: শৌচকর্মে গিয়ে সেপটিক ট্যাঙ্কে পড়ল টাকার বান্ডিল, তুলতে নেমে মৃত দুই ভাই

অপর স্থানীয় বাসিন্দা রাজেন কুণ্ডু বলেন, "চিৎকার-চেঁচামেচি শুনে ওই বাড়ির কাছে ছুটে যাই । ওদের দরজা বন্ধ ছিল । তাই এলাকার লোক দরজা ভেঙে ঢোকে । তখন ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়েছিল । এদের ঘরে প্রায় দিনেই অশান্তি চলত । পুলিশকে খবর দিলে তারা এসে দু'জনকে ধরে নিয়ে যায় ।"

বর্ধমান, 30 জুন: দাদুর কাছে শেরওয়ানি কেনার টাকা চেয়েছিল নাতি । দাদু সেই টাকা দিতে না-পারায় তাঁকে খুন করল নাতি অনিরুদ্ধ দত্ত । বর্ধমানের সরাইটিকর আমতলা এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । বর্ধমান থানার পুলিশ অভিযুক্ত অনিরুদ্ধ দত্ত এবং তাঁর বাবা ফাল্গুনী দত্তকে আটক করেছে । মৃত ব্যক্তির নাম শশাঙ্ক শেখর দত্ত (70)।

জানা গিয়েছে, শশাঙ্ক শেখর দত্ত কোলিয়ারিতে চাকরি করতেন । বছর দশেক আগে তিনি অবসর নেন । বাড়িতে শশাঙ্কর ছেলে ফাল্গুনী দত্ত এবং তাঁর নাতি অনিরুদ্ধ দত্ত প্রায় সময় তাঁর কাছে টাকা পয়সা চাইত ৷ আর তা না-পেলে তাঁকে মারধর করত । গতকাল রাতেও তাদের বাড়ি থেকে চিৎকার-চেঁচামেচি আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে যায় । স্থানীয়রা তখন জানালা দিয়ে দেখতে পায় ঘরের মেঝেতে শশাঙ্ক শেখর দত্ত পড়ে আছেন । মেঝে ভর্তি রক্ত । আর পাশেই বসে আছেন ছেলে এবং নাতি । স্থানীয়রাই পুলিশকে খবর দেয় । খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ আসে ৷ পুলিশ তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় । সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

পুলিশ ফাল্গুনী দত্ত এবং অনিরুদ্ধ দত্তকে আটক করেছে । জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, শশাঙ্ক শেখর দত্তকে দেওয়ালে ঠুকে মাথা ফাটিয়ে খুন করা হয়েছে । শেরওয়ানি কেনার জন্য দাদুর কাছে অনিরুদ্ধ টাকা চেয়েছিল । সেই টাকা না-পাওয়ার কারণেই এই খুন বলে মনে করছে পুলিশ (Grand child murders Grandfather for sherwani money in Burdwan)।

স্থানীয় বাসিন্দা রবি রায় বলেন, "ওই বাড়িতে চিৎকার-চেঁচামেচির আওয়াজ শুনে আমরা ছুটে যাই । গিয়ে দেখতে পাই ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে । আমরা পুলিশকে খবর দিই । ওই ব্যক্তির নাতি অনিরুদ্ধ স্বীকার করে নেন যে সেই দাদুকে মেরেছে । ওর দাদুকে প্রায় মারধর করা হত, তাই তিনি ঘরে থাকতেন না । অনিরুদ্ধর মানসিক সমস্যা আছে বলেই মনে হচ্ছে ।"

আরও পড়ুন: শৌচকর্মে গিয়ে সেপটিক ট্যাঙ্কে পড়ল টাকার বান্ডিল, তুলতে নেমে মৃত দুই ভাই

অপর স্থানীয় বাসিন্দা রাজেন কুণ্ডু বলেন, "চিৎকার-চেঁচামেচি শুনে ওই বাড়ির কাছে ছুটে যাই । ওদের দরজা বন্ধ ছিল । তাই এলাকার লোক দরজা ভেঙে ঢোকে । তখন ওই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়েছিল । এদের ঘরে প্রায় দিনেই অশান্তি চলত । পুলিশকে খবর দিলে তারা এসে দু'জনকে ধরে নিয়ে যায় ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.