বর্ধমান, 3 অগস্ট: বাজ পড়ে মৃত্যু 4 ব্যক্তির (Four Died due to Lightning in Burdwan)। বুধবার প্রায় সারাদিন বর্ধমানে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টিপাত হচ্ছিল । সেইসময়েই বাজ পড়ে মৃ্ত্যু হয়েছে রিয়াজুল শেখ (40), চাঁদমণি মুর্মু (51), নবকুমার ঘোষ(52), বাদল মুর্মুর (52) ৷ সকলেই বর্ধমানের কালনা,মেমারি এলাকার বাসিন্দা ৷
সূত্রের খবর, এদিন কালনা 1 নম্বর ব্লকের সুলতানপুর অঞ্চলের হাটবেলের বাসিন্দা নবকুমার ঘোষ(52) মাঠে কাজ করছিল । সেই সময় বাজ পড়ে ঝলসে যান তিনি ৷
মাঠে থাকা অন্যান্য কৃষকরা তাঁকে উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । অপরদিকে কালনা 1 নম্বর ব্লকের মেদগাছির বাসিন্দা রিয়াজুল শেখ (40) জমি থেকে কাটা পাট তুলছিলেন। সেই সময় জমিতে বাজ পড়ে আহত হন তিনি ৷ তাঁকে কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
আরও পড়ুন: বজ্রাঘাতে আরামবাগে মৃত্যু দুই বোনের
এছড়াও কালনা 2 নম্বর ব্লকের শ্রীরামপুরের বাসিন্দা চাঁদমণি মুর্মু (51) এবং মেমারি 1 নম্বর ব্লকের গৌরীপুরের বাসিন্দা বাদল মুর্মুর (52) বাজ পড়ে মৃত্যু হয়েছে। দু‘জনেই মাঠে চাষের কাজ করছিলেন ৷ মৃত বাদল মুর্মুর ভাগনা বাপন সরেক বলেন, "মাঠে কাজ করতে গিয়েছিল । সেই সময় হঠাৎ বাজ পড়ে। তখনই মাঠের আলে পড়ে যান বাদল মুর্মু ৷ তাঁকে মেমারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷’’