ETV Bharat / city

বর্ধমান শহরে সাবমার্সিবল বসানোর অনুমতি দেওয়া বন্ধ করল পৌরসভা

বর্ধমানে সাবমার্সিবল বসানোর অনুমতি দেওয়া আপাতত বন্ধ করল পৌরসভা ৷ যদি পর্যাপ্ত বৃষ্টি হয় এবং ভূ-গর্ভস্থ জলস্তর বাড়ে তবে পরে এবিষয়ে ভাবনাচিন্তা করা হবে আশ্বাস দিলেন পৌরসভার এগজ়িকিউটিভ অফিসার অমিতকুমার গুহ ৷

বর্ধমান পৌরসভা
author img

By

Published : Jul 23, 2019, 2:07 PM IST

বর্ধমান, 23 জুলাই : আগামীদিনে বর্ধমান শহরে জল সংকট মেটাতে তৎপর হল জেলা প্রশাসন ৷ পৌরসভার পক্ষ থেকে আপাতত সাবমার্সিবল পাম্প বসানোর অনুমতি দেওয়া বন্ধ করা হল ৷ তবে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, আগামীদিনে পর্যাপ্ত বৃষ্টি হলে নতুন করে আবেদনকারীদের অনুমতি দেওয়া হবে কি না তা নিয়ে চিন্তাভাবনা করা হবে ৷

সাবমার্সিবল পাম্প দিয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই ভূগর্ভস্থ জল তুলে নেওয়া হচ্ছে । যার জন্য বর্ধমান পৌরসভার ৩৫ টি ওয়ার্ডের নলকূপের জলের ফ্লো একদম কমে গেছে । ফলে পর্যাপ্ত পানীয় জল সরবরাহের ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে ৷ সেইসঙ্গে বর্ধমান শহরের ভূ-গর্ভস্থ জলস্তর নামতে শুরু করেছে ৷ পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি না হলে আগামীদিনে জল সংকট দেখা দিতে পারে ৷ এই আশঙ্কায় এখন থেকেই পৌরসভার পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় সাবমার্সিবল বসানোর অনুমতি দেওয়া বন্ধ করা হল ৷ ইতিমধ্যেই বর্ধমানের সার্কিট হাউজ় খরিফ মরশুমে কবে থেকে DVC জল ছাড়বে তা নিয়ে পূর্ব-বর্ধমান, পশ্চিম-বর্ধমান, বাঁকুড়া, হাওড়া ও হুগলি জেলার আধিকারিকদের নিয়ে বৈঠক করেন বর্ধমান ডিভিশনের ডিভিশনাল কমিশনার বরুণ রায় । পাশাপাশি জেলার জল সংকট নিয়েও আলোচনা করা হয় ৷

বরুণবাবু জানান, রাজ্যজুড়ে জল সংকট দেখা দিয়েছে ৷ চাষের জমিতেও পর্যাপ্ত জল সরবারহ করা যাচ্ছে না ৷ এরকমটা চলতে থাকলে পানীয় জলের ক্ষেত্রেও সমস্যা দেখা দেবে । তাই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনকে জেলায় একটি কোর কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়েছে ।

পৌরসভার এগজ়িকিউটিভ অফিসার অমিতকুমার গুহ বলেন, "জলস্তর মাটির অনেক নিচে নেমে যাওয়ায় বর্ধমান পৌরসভা এলাকায় সাবমার্সিবল বসানোর অনুমতি দেওয়া বন্ধ করা হয়েছে । আগামীদিনে যদি বৃষ্টি হয়, জলস্তর বাড়ে তাহলে নতুন করে অনুমতি দেওয়ার চিন্তাভাবনা করা হবে ।"

বর্ধমান, 23 জুলাই : আগামীদিনে বর্ধমান শহরে জল সংকট মেটাতে তৎপর হল জেলা প্রশাসন ৷ পৌরসভার পক্ষ থেকে আপাতত সাবমার্সিবল পাম্প বসানোর অনুমতি দেওয়া বন্ধ করা হল ৷ তবে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, আগামীদিনে পর্যাপ্ত বৃষ্টি হলে নতুন করে আবেদনকারীদের অনুমতি দেওয়া হবে কি না তা নিয়ে চিন্তাভাবনা করা হবে ৷

সাবমার্সিবল পাম্প দিয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই ভূগর্ভস্থ জল তুলে নেওয়া হচ্ছে । যার জন্য বর্ধমান পৌরসভার ৩৫ টি ওয়ার্ডের নলকূপের জলের ফ্লো একদম কমে গেছে । ফলে পর্যাপ্ত পানীয় জল সরবরাহের ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে ৷ সেইসঙ্গে বর্ধমান শহরের ভূ-গর্ভস্থ জলস্তর নামতে শুরু করেছে ৷ পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি না হলে আগামীদিনে জল সংকট দেখা দিতে পারে ৷ এই আশঙ্কায় এখন থেকেই পৌরসভার পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় সাবমার্সিবল বসানোর অনুমতি দেওয়া বন্ধ করা হল ৷ ইতিমধ্যেই বর্ধমানের সার্কিট হাউজ় খরিফ মরশুমে কবে থেকে DVC জল ছাড়বে তা নিয়ে পূর্ব-বর্ধমান, পশ্চিম-বর্ধমান, বাঁকুড়া, হাওড়া ও হুগলি জেলার আধিকারিকদের নিয়ে বৈঠক করেন বর্ধমান ডিভিশনের ডিভিশনাল কমিশনার বরুণ রায় । পাশাপাশি জেলার জল সংকট নিয়েও আলোচনা করা হয় ৷

বরুণবাবু জানান, রাজ্যজুড়ে জল সংকট দেখা দিয়েছে ৷ চাষের জমিতেও পর্যাপ্ত জল সরবারহ করা যাচ্ছে না ৷ এরকমটা চলতে থাকলে পানীয় জলের ক্ষেত্রেও সমস্যা দেখা দেবে । তাই বিষয়টি নিয়ে জেলা প্রশাসনকে জেলায় একটি কোর কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়েছে ।

পৌরসভার এগজ়িকিউটিভ অফিসার অমিতকুমার গুহ বলেন, "জলস্তর মাটির অনেক নিচে নেমে যাওয়ায় বর্ধমান পৌরসভা এলাকায় সাবমার্সিবল বসানোর অনুমতি দেওয়া বন্ধ করা হয়েছে । আগামীদিনে যদি বৃষ্টি হয়, জলস্তর বাড়ে তাহলে নতুন করে অনুমতি দেওয়ার চিন্তাভাবনা করা হবে ।"

Intro:কমছে জলস্তর, বর্ধমানে সাবমার্সিবল বসানোর অনুমতি বন্ধ করল পুরসভা

পুলক যশ, বর্ধমান

বর্ধমান শহরে জল সংকট মেটাতে তৎপর হল জেলা প্রশাসন। বর্ধমান পুরসভার পক্ষ থেকেও নেওয়া হয়েছে উদ্যোগ। যেভাবে জলস্তর নামতে শুরু করেছে আগামী দিনে বর্ধমান শহরে পানীয় জলের সংকট দেখা দিতে পারে। তাই আপাতত সাবমার্সিবল বসানোর অনুমতি দেওয়া বন্ধ করলো বর্ধমান পুরসভা। বর্ধমান পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে যেভাবে জল নামতে শুরু করেছে সে কথা মাথায় রেখে আপাতত বর্ধমান পুরসভার প্রশাসক শহরের বিভিন্ন এলাকায় সাবমার্সিবল বসানোর অনুমতি দেওয়া বন্ধ করেছে। আগামী দিনে বৃষ্টি হলে জলস্তর বাড়লে। নতুন করে অনুমতি দেওয়া নিয়ে চিন্তাভাবনা করা হবে।

ইতিমধ্যেই বর্ধমানের সার্কিট হাউস খরিফ মরশুমে কবে থেকে ডিভিসি জল ছাড়বে তা নিয়ে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হাওড়া ও হুগলি জেলার আধিকারিকদের নিয়ে বৈঠক করেন বর্ধমান ডিভিশনের ডিভিশনাল কমিশনার বরুণ রায়। পাশাপাশি জেলার জল সংকট নিয়েও আলোচনা হয়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বর্ধমান পুরসভার পক্ষ থেকে নতুন করে সাবমার্সিবল বসানোর অনুমতি দেওয়ার কাজ বন্ধ রাখা হয়েছে। ইতিমধ্যেই সাবমার্সিল বসানোর জন্য বর্ধমান পুরসভাতে বেশ কিছু আবেদনপত্র জমা পড়েছিল। তাদের কাউকেই অনুমতি দেওয়া হয়নি। জল সংকট প্রসঙ্গে ডিভিশনাল কমিশনার বরুণ রায় বলেন রাজ্যজুড়ে একটা জল সংকট পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি এমনই যে বর্তমানে চাষ নিয়ে জলের যে সংকট দেখা দিয়েছে আগামী দিনে এই জল সংকট চলতে চলতে থাকলে পানীয় জলের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে।বিষয়টি নিয়ে জেলা প্রশাসনকে বর্ধমান জেলায় কোর কমিটি গঠন করার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাবমার্সিবল পাম্প দিয়ে প্রশাসনের অনুমতি ছাড়াই ভূগর্ভস্থ জল তুলে নেওয়া হচ্ছে। এর ফলে বর্ধমান পৌরসভার ৩৫ টি ওয়ার্ডের পুরসভার ট্যাপ কল থেকে জল এর ফ্লো একদম কমে গেছে। ফলে পানীয় জলে একটা সংকটের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ইতিমধ্যেই বর্ধমান পৌরসভাতে সাবমার্সিবল পাম্প বসানোর জন্য অনেক আবেদন পরেছে। কিন্তু বর্তমানে জলস্তর অস্বাভাবিক নিচে নেমে যাওয়ায় বর্ধমান পুরসভার পক্ষ থেকে আপাতত সাবমার্সিবল বসানোর জন্য কোন অনুমতি দেওয়া হচ্ছে না।
বর্ধমান পুরসভার এক্সিকিউটিভ অফিসার অমিত কুমার গুহ বলেন জলস্তর মাটির অনেক নিচে নেমে যাওয়ায় বর্ধমান পুরসভা এলাকায় সাবমার্সিবল বসানোর অনুমতি দেওয়া বন্ধ করেছে প্রশাসক। আগামী দিনে যদি বৃষ্টি হয়, যদি জলস্তর বাড়ে তাহলে নতুন করে অনুমতি দেওয়ার চিন্তাভাবনা করা হবে।Body:কমছে জলস্তর Conclusion:পাম্প বসানোর অনুমতি দিচ্ছে না পুরসভা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.