বর্ধমান, 25 এপ্রিল :লকডাউনে নজরদারি চালাতে ড্রোন ৷ খণ্ডঘোষের বাদুড়িয়া এলাকায় লকডাউন ঠিকভাবে মানা হচ্ছে কিনা দেখতে ড্রোন দিয়ে নজরদারি । লকডাউন ভেঙে মানুষজন ঘর থেকে বের হচ্ছে কিনা তা দেখার জন্য ড্রোন ক্যামেরার সাহায্যে নজরদারি শুরু করলো খণ্ডঘোষ থানার পুলিশ ।শনিবার থেকে শুরু হয়েছে নজরদারি।
পুলিশ সূত্রে জানা গেছে খণ্ডঘোষের বাদুলিয়ার যে গ্রামে দুজন কোরোনায় আক্রান্ত হয়েছেন সেই গ্রামটিকে সংক্রামিত গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। গ্রামটিকে সিল করে দেওয়া হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে । সেই গ্রাম কিংবা গ্রামের মানুষজন বাড়ি থেকে বের হচ্ছেন কিনা তা দেখার জন্য ড্রোন ব্যবহার করা হচ্ছে।
পূর্ব বর্ধমান জেলা পুলিশেরSDPO (দক্ষিণ) আমিনুল ইসলাম বলেন, ড্রোনের মাধ্যমে দেখা গেছে ওই গ্রাম কিংবা পার্শ্ববর্তী গ্রামগুলোতে মানুষজন ঘর থেকে বের হচ্ছেন না। গ্রামের ভিতরেও কোনও মানুষকে চলাচল করতে দেখা যায়নি। ড্রোনের মাধ্যমে একটি মোটরবাইক দেখা গেছে, যে বাইকে পুলিশ টহল দিচ্ছিল। সেহারাবাজার এলাকাতেও সেভাবে মানুষজন বের হয়নি।
ড্রোনের সাহায্যে নজরদারি খণ্ডঘোষে - ড্রোন
খণ্ডঘোষের বাদুলিয়ার যে গ্রামে দুজন কোরোনায় আক্রান্ত হয়েছেন সেই গ্রামটিকে সংক্রামিত গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। গ্রামটিকে সিল করে দেওয়া হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে ।সেই গ্রাম কিংবা গ্রামের মানুষজন বাড়ি থেকে বের হচ্ছেন কিনা তা দেখার জন্য ড্রোন ব্যবহার করা হচ্ছে।
বর্ধমান, 25 এপ্রিল :লকডাউনে নজরদারি চালাতে ড্রোন ৷ খণ্ডঘোষের বাদুড়িয়া এলাকায় লকডাউন ঠিকভাবে মানা হচ্ছে কিনা দেখতে ড্রোন দিয়ে নজরদারি । লকডাউন ভেঙে মানুষজন ঘর থেকে বের হচ্ছে কিনা তা দেখার জন্য ড্রোন ক্যামেরার সাহায্যে নজরদারি শুরু করলো খণ্ডঘোষ থানার পুলিশ ।শনিবার থেকে শুরু হয়েছে নজরদারি।
পুলিশ সূত্রে জানা গেছে খণ্ডঘোষের বাদুলিয়ার যে গ্রামে দুজন কোরোনায় আক্রান্ত হয়েছেন সেই গ্রামটিকে সংক্রামিত গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। গ্রামটিকে সিল করে দেওয়া হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে । সেই গ্রাম কিংবা গ্রামের মানুষজন বাড়ি থেকে বের হচ্ছেন কিনা তা দেখার জন্য ড্রোন ব্যবহার করা হচ্ছে।
পূর্ব বর্ধমান জেলা পুলিশেরSDPO (দক্ষিণ) আমিনুল ইসলাম বলেন, ড্রোনের মাধ্যমে দেখা গেছে ওই গ্রাম কিংবা পার্শ্ববর্তী গ্রামগুলোতে মানুষজন ঘর থেকে বের হচ্ছেন না। গ্রামের ভিতরেও কোনও মানুষকে চলাচল করতে দেখা যায়নি। ড্রোনের মাধ্যমে একটি মোটরবাইক দেখা গেছে, যে বাইকে পুলিশ টহল দিচ্ছিল। সেহারাবাজার এলাকাতেও সেভাবে মানুষজন বের হয়নি।