ETV Bharat / city

কোরোনা রুখতে আর্থিক সাহয্য বর্ধমানের দুই ছাত্রীর - ছাত্রী

কোরোনা সংক্রমণ রুখতে মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে ছাত্রীদের আর্থিক সহযোগিতা ৷ ঘটনাটি পূর্ব বর্ধমানের ৷

bardhaman
পূর্ব বর্ধমানের
author img

By

Published : Apr 1, 2020, 6:16 PM IST

বর্ধমান , 1 এপ্রিল : কোরোনা সংক্রমণ রুখতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কন্যাশ্রীর থেকে পাওয়া টাকা থেকে 10 হাজার টাকা দান করলেন বর্ধমানের ঈশিকা ব্যানার্জি । ওই ছাত্রীর বোনও টিফিন খরচ বাঁচিয়ে 1100 টাকা ত্রাণ তহবিলে দান করেন । আজ পূর্ব বর্ধমান জেলাশাসকের হাতে সেই চেক তুলে দেন ওই দুই ছাত্রী । এছাড়াও ওই দু'জন ছাত্রীর পরিবারের পক্ষ থেকে দেওয়া হয় এক লাখ টাকা ।

আর্থিক সাহায্য দিতে এগিয়ে আসা ছাত্রীরা কী বলেন ? দেখুন ভিডিয়োয়..

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এক স্কুল ছাত্রী দশ হাজার টাকা এবং অপর এক স্কুলছাত্রী 1100 টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল দান করেছেন । পাশাপাশি একটি সংস্থার পক্ষ থেকেও দেওয়া হয় এক লাখ টাকার চেক ৷ মানকর কলেজের BA দ্বিতীয় বর্ষের ছাত্রী ঈশিকা ব্যানার্জি 10 হাজার টাকা এবং তার বোন বর্ধমান হরিসভা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ঈশানি ব্যানার্জি টিফিন খরচ বাঁচিয়ে এক হাজার একশো টাকা জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন ৷

নিজেদের ত্রাণ সম্বন্ধে বলতে গিয়ে ঈশিকা ব্যানার্জি বলেন, "কন্যাশ্রী প্রকল্প থেকে 25 হাজার টাকা পেয়েছিলাম । কোরোনা ভাইরাসে যেভাবে বিশ্বজুড়ে মহামারী শুরু হয়েছে সেখানে মানুষজন যাতে দুবেলা-দুমুঠো খাবার পেতে পারে সে কথা চিন্তা করেই আমি দশ হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করার চিন্তাভাবনা করি ।"

ঈশিকার ছোটো বোন ঈশানি ব্যানার্জি বলেন,"দিদির কাজে উদ্বুদ্ধ হয়ে ঠিক করি দিদির মত মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দান করব । সেই মতো টিফিন খরচ বাঁচিয়ে যে টাকা জমেছিল সেই টাকার সঙ্গে বাবা-মায়ের কাছ থেকে আরও কিছু টাকা নিয়ে 1100 টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছি ।" ছাত্রীদের পরিবারের পরিচলনায় যে সংস্থাটি চলে সেই সংস্থার পক্ষ থেকেও এক লাখ টাকা দেওয়া হয়৷

বর্ধমান , 1 এপ্রিল : কোরোনা সংক্রমণ রুখতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে কন্যাশ্রীর থেকে পাওয়া টাকা থেকে 10 হাজার টাকা দান করলেন বর্ধমানের ঈশিকা ব্যানার্জি । ওই ছাত্রীর বোনও টিফিন খরচ বাঁচিয়ে 1100 টাকা ত্রাণ তহবিলে দান করেন । আজ পূর্ব বর্ধমান জেলাশাসকের হাতে সেই চেক তুলে দেন ওই দুই ছাত্রী । এছাড়াও ওই দু'জন ছাত্রীর পরিবারের পক্ষ থেকে দেওয়া হয় এক লাখ টাকা ।

আর্থিক সাহায্য দিতে এগিয়ে আসা ছাত্রীরা কী বলেন ? দেখুন ভিডিয়োয়..

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এক স্কুল ছাত্রী দশ হাজার টাকা এবং অপর এক স্কুলছাত্রী 1100 টাকা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল দান করেছেন । পাশাপাশি একটি সংস্থার পক্ষ থেকেও দেওয়া হয় এক লাখ টাকার চেক ৷ মানকর কলেজের BA দ্বিতীয় বর্ষের ছাত্রী ঈশিকা ব্যানার্জি 10 হাজার টাকা এবং তার বোন বর্ধমান হরিসভা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ঈশানি ব্যানার্জি টিফিন খরচ বাঁচিয়ে এক হাজার একশো টাকা জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন ৷

নিজেদের ত্রাণ সম্বন্ধে বলতে গিয়ে ঈশিকা ব্যানার্জি বলেন, "কন্যাশ্রী প্রকল্প থেকে 25 হাজার টাকা পেয়েছিলাম । কোরোনা ভাইরাসে যেভাবে বিশ্বজুড়ে মহামারী শুরু হয়েছে সেখানে মানুষজন যাতে দুবেলা-দুমুঠো খাবার পেতে পারে সে কথা চিন্তা করেই আমি দশ হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করার চিন্তাভাবনা করি ।"

ঈশিকার ছোটো বোন ঈশানি ব্যানার্জি বলেন,"দিদির কাজে উদ্বুদ্ধ হয়ে ঠিক করি দিদির মত মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে টাকা দান করব । সেই মতো টিফিন খরচ বাঁচিয়ে যে টাকা জমেছিল সেই টাকার সঙ্গে বাবা-মায়ের কাছ থেকে আরও কিছু টাকা নিয়ে 1100 টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দিয়েছি ।" ছাত্রীদের পরিবারের পরিচলনায় যে সংস্থাটি চলে সেই সংস্থার পক্ষ থেকেও এক লাখ টাকা দেওয়া হয়৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.