বর্ধমান, 21 অগাস্ট : ফের জেলায় নতুন করে 49 জন কোরোনায় আক্রান্ত হলেন । এই নিয়ে জেলায় মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 2082 । গত 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে । এখনও পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 39 জনের ।
এদের মধ্যে 384 জনের চিকিৎসা চলছে । সুস্থ হয়ে উঠেছেন 1659 জন । এদিকে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জেলায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 354 টি ।
এদিন জেলায় যে 49 জন আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে বর্ধমান শহরের বাসিন্দা রয়েছেন 18 জন । এছাড়া কাটোয়া পৌরসভায় 5 জন, আউশগ্রাম 1 ব্লকে একজন, বর্ধমান 1 ব্লকের দু'জন, বর্ধমান 2 ব্লকের চার জন, গলসি 1 ব্লকের তিন জন, গলসি 2 ব্লকের একজন, কাটোয়া 2 ব্লকে একজন, খণ্ডঘোষ ব্লকে পাঁচজন, মেমারি 1 ব্লকের দু'জন, মঙ্গলকোট ব্লকে চারজন, রায়না 1 ব্লকে দু'জন ও রায়না 2 ব্লকে একজন আক্রান্ত হয়েছেন ।
জেলায় নতুন করে যে 49 জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে 5 জন আছেন পরিযায়ী শ্রমিক । আক্রান্তদের মধ্যে 9 জনের কোরোনা উপসর্গ মিলেছে । 40 জন উপসর্গহীন । কী কারণে এদিন 49 জন কোরোনায় আক্রান্ত হয়েছে সেটা খতিয়ে দেখে জেলা প্রশাসন জানিয়েছে, 13 জন আক্রান্ত হয়েছেন কোরোনা রোগীর সংস্পর্শে আসায় । রাজ্যের অতি সংক্রমিত জেলা থেকে ফিরে এক জন আক্রান্ত হয়েছেন । ভিন রাজ্য থেকে ফিরে আক্রান্ত হয়েছেন চার জন। তবে 31 জনের কোনও ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায় নি ।
পূর্ব বর্ধমানে নতুন করে কোরোনা আক্রান্ত 49 জন - পূর্ব বর্ধমানের খবর
আক্রান্তদের মধ্যে 9 জনের কোরোনা উপসর্গ মিলেছে । 40 জন উপসর্গহীন ।
বর্ধমান, 21 অগাস্ট : ফের জেলায় নতুন করে 49 জন কোরোনায় আক্রান্ত হলেন । এই নিয়ে জেলায় মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা 2082 । গত 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে । এখনও পর্যন্ত পূর্ব বর্ধমান জেলায় কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 39 জনের ।
এদের মধ্যে 384 জনের চিকিৎসা চলছে । সুস্থ হয়ে উঠেছেন 1659 জন । এদিকে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জেলায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 354 টি ।
এদিন জেলায় যে 49 জন আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে বর্ধমান শহরের বাসিন্দা রয়েছেন 18 জন । এছাড়া কাটোয়া পৌরসভায় 5 জন, আউশগ্রাম 1 ব্লকে একজন, বর্ধমান 1 ব্লকের দু'জন, বর্ধমান 2 ব্লকের চার জন, গলসি 1 ব্লকের তিন জন, গলসি 2 ব্লকের একজন, কাটোয়া 2 ব্লকে একজন, খণ্ডঘোষ ব্লকে পাঁচজন, মেমারি 1 ব্লকের দু'জন, মঙ্গলকোট ব্লকে চারজন, রায়না 1 ব্লকে দু'জন ও রায়না 2 ব্লকে একজন আক্রান্ত হয়েছেন ।
জেলায় নতুন করে যে 49 জন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে 5 জন আছেন পরিযায়ী শ্রমিক । আক্রান্তদের মধ্যে 9 জনের কোরোনা উপসর্গ মিলেছে । 40 জন উপসর্গহীন । কী কারণে এদিন 49 জন কোরোনায় আক্রান্ত হয়েছে সেটা খতিয়ে দেখে জেলা প্রশাসন জানিয়েছে, 13 জন আক্রান্ত হয়েছেন কোরোনা রোগীর সংস্পর্শে আসায় । রাজ্যের অতি সংক্রমিত জেলা থেকে ফিরে এক জন আক্রান্ত হয়েছেন । ভিন রাজ্য থেকে ফিরে আক্রান্ত হয়েছেন চার জন। তবে 31 জনের কোনও ট্রাভেল হিস্ট্রি পাওয়া যায় নি ।